New to Nutbox?

আমার সবজি বাগানের সবজির ভিডিও

5 comments

sumon09
72
6 days agoSteemit5 min read


আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে দুইটি ভিডিওগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিও দুইটা আমার সবজি বাগান থেকে ধারণ করা। যেখানে আপনারা আমার সবজি বাগানের সবজি দেখতে পারবেন। তাহলে চলুন ভিডিও দুইটা প্লে করি।

IMG_20240124_132302_9.jpg

photography device:
Infinix Hot 11s


ফটো ও ভিডিওগ্রাফি:


আমি যখনই আপনাদের মাঝে উপস্থিত হই আমার পুকুর পাড়ের শাকসবজি নিয়ে, তখনই ধরে নিবেন আমি উপস্থিত হয়েছি আপনাদের উৎসাহ প্রদানের জন্য। কারণ আমার সবজি বাগানের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পোস্টগুলো মূলত আমি নিয়ে আসি যুবসমাজকে অলসতা দূর করে একটিভ হওয়ার চিন্তা ভাবনা তৈরি করতে এবং সরকারি চাকরির চিন্তা দূর করে নিজেকে যে কোন কর্মে লিপ্ত হওয়ার উৎসাহ প্রদান করতে। কারণ আমি দেখেছি বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া বেশ কঠিন আর সেখানে কমসে কম দশ থেকে বিশ লাখ টাকা ঢালতে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এমনিতেই চাকরি হয় টাকা লাগে না সেখানে নিজের কঠিনভাবে যোগ্যতা প্রমাণ দিতে হয় যেটা সর্বশ্রেণীর ছাত্রদের জন্য সম্ভব হয়ে ওঠেনা। কারণ আমি মনে করি আমাদের মত যারা ফ্যামিলির দায়িত্ব নিয়ে ফেলেছে বিয়ে করে ফেলেছে সে সমস্ত মানুষের জন্য চাকরি পাওয়াটা বেশ কঠিন। আর সেই জায়গায় বিয়ের অনেক আগে থেকেই পরিবারের অনেক দায়িত্ব মাথায় নিতে হয়েছে। আর সেখানে আমি খেয়াল করে দেখেছি যখনই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি দেশের বিভিন্ন কারণে সে পরীক্ষা পিছিয়ে গেছে পরবর্তীতে নিজের লেখাপড়াটাও ব্যস্ততার মাঝে মন থেকে মুছে যেতে শুরু হয়েছে। আবারো যখন তৈরি হয়েছি তখন হাজার জনের মাঝে 10 জনের জায়গায় স্থান করা সম্ভব হয়নি। তাই এমন অবস্থায় আমি সকলকে চাই উৎসাহ দিতে যেন কেউ সরকারের আশায় পড়ে থেকে জীবন ধ্বংস না করে অথবা হতাশ হয়ে এক বুক কষ্ট নিয়ে না থাকে।

IMG_20240124_132226_7.jpg

Photography device: Infinix hot 11s
location



আমি মনে করি যে সমস্ত শিক্ষিত যুবকেরা লেখাপড়া শিখে চাকরি-বাকরি পায়নি তাই না পারে লেবার শ্রেণীর কাজ করতে না পারে নিজের শক্তি দিয়ে পেশি গত কোন কাজে অংশ নিতে। কারণ সারা জীবনটাই তো লেখাপড়ার পিছনে ব্যয় করেছে। আবার অনেকেই রয়েছে লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করেছে। কিন্তু চাকরি না পাওয়ায় সেভাবে কোন কাজে জড়িত হতে পারে না। আমি বলব সেই সমস্ত ভাইদের বা বোনেদের নিজেই কোন উদ্যোক্তা হয়ে কাজ শুরু করতে। যেমন ধরুন আমরা দুইটা ভাই বেশ অনেকগুলো পুকুরে মাছ আবাদ করে থাকি। বেশ কিছু পুকুর লিজ নিয়েছি। এদিকে নিজেরা পুকুর রয়েছে। আর সেখানে পুকুর পাড়গুলোকে ফেলে না রেখে সারা বছরের জন্য শাকসবজি উৎপাদনের জায়গা করে নিয়েছি। দেখা যায় সারা বছরে কম বেশি অনেক শাকসবজি সংরক্ষণ করতে পারি। পরিবারের চাহিদা মিটিয়ে আড়তে বিক্রয় করতে পারি। একদিকে পুকুরে মাছ চাষ আর একদিকে শাকসবজি উৎপাদন এছাড়াও তো আরো অনেক কিছু রয়েছে। এভাবে কিন্তু সুন্দর সংসার গড়ে তোলা যায়। তাই আমি বলব ভিডিও গুলো দেখুন উৎসাহিত হন এবং নিজেরা উদ্যোক্তা হয়ে কাজ শুরু করুন।

Video device: Infinix hot 11s
location



যারা নিজের মতো করে নতুন কিছু তৈরি করতে পারে, তারা কখনো পরনির্ভরশীল নয়। যারা পরনির্ভরশীল দিন আই দিন খায় এভাবে চলে তারা কিন্তু ভালো পর্যায়ে উঠতে পারে না। আর যারা নিজেরাই উদ্যোক্তা হয়ে নতুন নতুন কিছু করার চেষ্টা করে তারা কিন্তু অনেক কিছুই করতে পারে শুধু নিজের অলসতা দূরে রাখতে হবে। আর সেক্ষেত্রে আমি শাকসবজি উৎপাদনের বিষয়ে বেশি একটিভ হয়েছিলাম আমার আব্বার অসুস্থতার জন্য। কারণ আমি ছোটবেলায় দেখেছিলাম আমার আব্বু প্রচন্ড গ্যাসের সমস্যায় অসুস্থ হয়ে থাকতেন। এরপর উনাকে কুষ্টিয়া ডায়াবেটিস সেন্টার হসপিটাল বিভিন্ন জায়গায় নিয়ে গেছি সেখানে ডাক্তারের একটা কথাই বলতেন ফরমালিন মুক্ত শাকসবজি খেলে গ্যাসের প্রবলেম কমে যাবে ডাইবেটিস নিয়ন্ত্রণ থাকবে আরো বিভিন্ন কথা। আর তখন থেকে আমি নিজ দায়িত্বে পুকুরপাড়ে শাকসবজি উৎপাদন করা শুরু করেছিলাম শুধুমাত্র পিতা-মাতা এবং নিজের শরীর ভালো রাখার চিন্তা করে। লেখাপড়ার পাশাপাশি এদিকে মনোযোগ থাকায় যেন আজ পর্যন্ত সেভাবেই শাকসবজি উৎপাদন করতে সক্ষম হয় আমি। আরো খেয়াল করে দেখেছি আমার দেখাদেখি পাঁচ দশ বিশ জন মানুষ এ বিষয়ে একটিভ হয়ে শীতকাল আসার আগেই যেন বিভিন্ন শাকসবজি উৎপাদন করায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমার বেশ ভালো লাগে এই বিষয়গুলো। যখন কেউ আমার দেখাদেখি উৎসাহিত হয়ে কৃষিকাজ করে তখন মনটা আনন্দে নেচে ওঠে। কেন জানি আমি শাকসবজি উৎপাদন করার প্রতি খুবই আকৃষ্ট সেই ছোট থেকে। যাইহোক বেশি কথা বাড়াবো না,আশা করব আমার ভিডিও দেখবেন এবং এর মধ্য দিয়ে উৎসাহিত হয়ে আপনারা পরিত্যাক্ত জায়গা গুলো কাজে লাগানোর চেষ্টা করবেন।

IMG_20240127_111255_913.jpg

Photography device: Infinix hot 11s
location



গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
বিষয়শীতকালীন শাকসবজি
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
লোকেশনগাংনী-মেহেরপুর


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWXkFkcDg5ibdZCen8p3uDxVoV5q1NZLwPPeBug1jepgK3e2Zdtv5gFKAP1J8S7nez1ced4GsXM4bVpnBb88Np6.png

Comments

Sort byBest