রেনডম ফটোগ্রাফি
8 comments
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আচ্ছা আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম কিশোরের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আশা করবো আমার এই রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন এক নজরে ফটোগুলো দেখে আসি।
প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুতি নিয়ে রেকেট হাতে দাঁড়িয়ে রয়েছে আমাদের ছোট্ট একটি ভাই মাহিন। সে ব্যাডমিন্টন খেলতে খুবই পছন্দ করে। তাই স্কুল থেকে বাড়িতে ফিরলেই খাওয়া-দাওয়া শেষ করে ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুত নিয়ে থাকে। তবে গতবারের তুলনায়, এই বছর যেন এই খেলার প্রতি তার আসক্ততা আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে।
এই মুহূর্তে আপনারা ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন গাছে বেশ সুন্দরভাবে একই থোকায় তিনটা টমেটো ধরে রয়েছে। নিজের হাতে উৎপাদিত সবজি গাছে যদি এভাবে কোন সবজি ধরতে দেখা যায় তাহলে কতই না ভালো লাগে। সে জায়গায় যদি হয় টমেটো তাহলে ভালো লাগাটা আরও বেশি।
পুকুরের মাছ যেন চুরি না হয়ে যায় তাই নিরাপত্তার জন্য পুকুরের মধ্যে অনেক বাস পুতে রাখা হয়েছে। এই ফটোটা ধারণ করেছিলাম আমাদের পুকুর থেকে প্রায় ১ কিলো দূরে একটি পুকুরে। মাঝেমধ্যে পুকুর ভ্রমণ করলে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায় এমনকি নিজের সজাগ থাকা যায়। আমি এই পুকুরটা দেখার পর নিজের পুকুরের প্রতি যত্নবান হয়েছিলাম।
ঈদের নামাজ শেষে যখন বন্ধুদের সাথে দেখা করার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে বেশ কিছু ফটো ধারণ করা হয়েছিল স্মৃতি ধরে রাখার জন্য। অনেক ভালো লাগে ঈদগাহে নিজেদের গ্রামের মানুষের সাথে একটু কথাবার্তা দেখাশোনা হলে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বনফুল। এবার আমি বর্ষার পরে লক্ষ্য করেছিলাম পুকুর পাড়ে বেশ কিছু জায়গায় এমন ফুল ফুটে রয়েছে। এর আগে কোন বছর এভাবে লক্ষ্য করা হয়নি তবে এবার যেন বেশ ভালোই চোখে বাঁধলো এই ফুলগুলো।
কিছুদিন আগে দুই বন্ধু মিলে একসাথে ওয়াজ মাহফিলের মেলা ঘুরেছিলাম। আর সেখান থেকেই বেশ অনেক কিছু খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। তবে তার মধ্যে বারো মিশালিটা বেশ ভালো লেগেছিল আমার।
যখন সবজি বাজারে উপস্থিত হয়। সবজি বাজারে বিভিন্ন রকমের সবজি গুলো দেখলে আমার অনেক অনেক ভালো লাগে। সকল সবজির মধ্যে ফুলকপি সাজানো দেখতে অনেক ভালো লাগে। কারণ আমরা জানি ফুলের বাগানে ভালো মানায়। সবজি বাজারে ফুলকপিটাও যেন অনেক সুন্দর মানিয়ে ওঠে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের ছোট বাচ্চার খাবার দেওয়ার মুহূর্ত। পুকুর পাড়ে প্রায় উপস্থিত হতে হয় এভাবে মাছের খাবার দিতে। তবে মাঝেমধ্যে যখন পাঙ্গাস মাছের বাচ্চার ভাইরাসে আক্রমণ হয় তখন বিশেষ কিছু খাবারও মেডিসিন বালতির মধ্যে মিশাতে হয়। এরপর সে খাবারগুলো পুকুরে দিতে হয়। ঠিক এমন একটা মুহূর্তের ফটোগ্রাফি।
এই মুহূর্তে যে ফটোটা আপনাদের মাঝে শেয়ার করলাম এটা একটি ফসলের মাঠের দারুন চিত্র। কত সুন্দর ফসল গুলো কেটে জায়গায় জায়গায় তালা দিয়ে রেখেছে। মাঠের এমন অপরূপ দৃশ্য দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম।
বিষয় | রেনডম ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
ব্লগার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
Comments