সততার পুরস্কার (দ্বিতীয় পর্ব)
1 comment
মাত্র ৪৫ হাজার টাকা বেতন পেয়ে একটা মানুষ কিভাবে দেড় লাখ টাকা দামের মোবাইল কিনতে পারে সেটা তিনি ভেবে পান না। তিনি কোন রকমে উত্তর দেন ভালো হয়েছে। এই কথা বলে তিনি কাজে ব্যস্ত হয়ে পড়েন। সৎ থাকার কারণে ফুয়াদকে অফিসে নানা রকম ঝামেলার সম্মুখীন হতে হয়। কারণ তার কাছে যে ফাইলগুলো আসে সেগুলো তে কোন সমস্যা থাকলে তিনি সিগনেচার করতে চান না। এই জন্য অফিসের বাদবাকি লোকজন তার উপরে খুবই রাগ। কারণ তার কারণে তাদের অনেক সমস্যা হয়।
এইজন্য অফিসের বস ও ফুয়াদকে কাজে কর্মের বাইরে রাখার চেষ্টা করেন সব সময়। সততার কারণে শুধু যে তার অফিসে সমস্যা হয় তা নয়। বাড়িতে গেলেও একই অবস্থা। তার স্ত্রী সারাদিন শুধু একই কথা বলতে থাকে। যে ইনকাম ট্যাক্স অফিসের চাকরি করে তাদের মত হতদরিদ্র অবস্থায় আর কেউ থাকেনা। সবাই কি সুন্দর নিজেদের বাড়িতে থাকে, দামি দামি গাড়ি চড়ে বেড়ায়। প্রতিবছর দেশের বাইরে ঘুরতে যায়। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Comments