New to Nutbox?

প্রার্থনা সকলের জন্যে করা উচিত

2 comments

steem-articles
64
17 days agoSteemit2 min read
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

প্রার্থনা বা দোয়া এমন একটা পাওয়ার যেটা সব কিছুর ঊর্ধ্বে কাজ করে। দোয়া বলতে আমি বুঝাচ্ছি একটা মানুষের জন্য অন্য মানুষ যখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, তখন সেটাই হলো দোয়া। অর্থাৎ সবসময় অন্য মানুষের ভালো চাওয়ার মধ্যেই দোয়া টা নিহিত।

অনেক সময় মানুষ সব সময় নিজের জন্য দোয়া করে। কিন্তু আমি শুনেছি যে তখন সে দোয়াটা কম কার্যকর হয়। যখন একটা মানুষ নিঃস্বার্থভাবে প্রথমে অন্যের জন্য দোয়া করে অর্থাৎ প্রার্থনা করে। এবং এরপরে নিজের জন্য প্রার্থনা করে। তখন সৃষ্টিকর্তা অনেক বেশি খুশি হন।

এবং সৃষ্টিকর্তা এজন্যই খুশি হন। কারণ যখন দেখেন যে ওই মানুষটা নিজের জন্য না ভেবে আগে অন্য মানুষের জন্য ভাবছেন। তার অর্থ হলো, ওই মানুষটা অনেক বেশি সৎ, ভালো এবং নিঃস্বার্থ। সাধারণত এই ধরনের মানুষকে সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন। সৃষ্টিকর্তা উনার সব সৃষ্টিকেই সমানভাবে ভালোবাসেন। কিন্তু তার মধ্যে সৃষ্টিকর্তার ভালোবাসা তারাই লাভ করতে পারে। যা তার সৃষ্টিকর্তার মন মতো কাজ করে থাকেন। ঠিক বললাম কি আমি?

Comments

Sort byBest