New to Nutbox?

বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি || একাদশ পর্ব

25 comments

simransumon
59
last monthSteemit4 min read


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম, আমার মোবাইলে ধারণ করা কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার প্রিয় রেনডম ফটোগুলো আপনাদের ভাল লাগবে।


আলোকচিত্র: ১

IMG_20230608_074908_944.jpg

আম

গত বছর আমি মোবাইলে ধারণ করেছিলাম এই আমের ফটোগ্রাফি। এগুলো আমাদের গাছের গাছ পাকা আম। গাছ থেকে পাকা আর কাঁচা আম পেড়েছিল। এগুলো রুমের মধ্যে রেখে দেওয়ার পর বেশ ভালোভাবে পেকে গিয়েছিল। অনেক সুস্বাদু আমাদের গাছের এই আম। আশা করি দেখে বেশ ভালো লাগছে ফটোটা। এবার এই আম গাছে তেমন একটা ফুল আসেনি। আমাদের পরিবারের সকলে এই আমগুলো বেশি পছন্দ করে।


আলোকচিত্র: ২

IMG_20230608_144912_507.jpg

কলা

এটা দেখতে পারছেন দেশি জাতের পাকা কলা। আমাদের পুকুর পাড়ে এই কলাগাছ রয়েছে। বিভিন্ন প্রজাতির কলা থাকা সত্বেও এই কলাগুলো বেশি ভালো লাগে। আমার নানি বলতেন দেশি জাতের পাকা কলা শরীরের জন্য খুবই উপকারী। এটা যখন পুকুর থেকে সংরক্ষণ করে এনেছিল তখন আমি ফটো ধারণ করেছিলাম। অনেকগুলো গাছ থেকেই পেকে গেছিল।


আলোকচিত্র: ৩

IMG_20230608_073812_233.jpg

ডালিম ফুল

এই ফুলের আলোকচিত্র ধারণ করেছিলাম আমাদের ডালিম গাছ থেকে। প্রায় এক বছর শেষে আবারো গাছে গাছে ফুল আসা শুরু হয়েছে। আজকে দেখেছিলাম একটি গাছে ফুল ধরেছে। তাই সেখানে তো ফটো ধারণ করতে পারি নাই, মোবাইলে থাকা গত বছরের ফটো আপনাদের মাঝে শেয়ার করলাম। সবুজ পাতার মাঝে এমন সুন্দর সুন্দর ফুলগুলো সত্যি নজর কাড়ে।


আলোকচিত্র: ৪

IMG_20231010_090405_4.jpg

ডাব

ডাব কেনা মানুষেরা সত্যি আমাদের মত মানুষদের বেশি ঠকায়। আমার সিজার হওয়ার মধ্যে বাজার থেকে ডাব কিনে খেতে হয়েছে ১২০ টাকা পিস কিন্তু গ্রাম থেকে কিনে নেওয়ার সময় তারা মাত্র ৪০ টাকা করে কেনে। তাহলে কতটা মানুষকে ঠকায়। ব্যবসার নামে অনেক মানুষ আছে যে যেভাবে মিথ্যা বলে হাতিয়ে নিতে পারে।


আলোকচিত্র: ৫

IMG_20240117_163310.jpg

খেজুরের ফুল

আমরা অনেকে এই ফুল স্বচক্ষে দেখি। শীতের শেষে খেজুর গাছে এমন অনেক সুন্দর ফুল হয়ে থাকে। তবে এই ফুলের নরম অংশ কিন্তু খাওয়া যায়। আমার বড় ভাই এটা সংরক্ষণ করে আনতো। অনেকদিন উনি বিদেশে অবস্থান করায় হয়তো খাওয়া হয়না, তবে মনে পড়ে সেই দিনগুলো।


আলোকচিত্র: ৬

IMG_20240208_095149.jpg

পুকুরের দৃশ্য

পুকুরপাড়ে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। আমি বিয়ের পর বেশ অনেকদিন আমাদের পুকুরপাড় গুলোতে গেছি। প্রাকৃতিক পরিবেশ অনুভব করার মধ্যে আনন্দ অন্যরকম। একদিকে মাছের আনন্দ আরেকদিকে নিরিবিরি পরিবেশ।


আলোকচিত্র: ৭

IMG_20240204_142857.jpg

সরিষা

শীতকালীন ফসল গুলোর মধ্যে সরিষা আমার খুবই ভালো লাগে। বেশি ভালো লাগে সরিষা ফুল। সরিষা ফুলের জন্যই এর প্রতি অন্যরকম ভালোলাগা। যখন ফসলের মাঠে সরিষা ফুল ফুটতে দেখা যায় তখন পরিবেশটা দারুন ভাবে সেজে ওঠে। আর এমন পরিবেশ থেকে ফটো ধারণ করতে ভালো লাগে।


আলোকচিত্র: ৮

IMG_20240204_133017.jpg

গাছি ভাই

শীতের সময় খেজুর গাছ থেকে খেজুরের রস সংরক্ষণ করার জন্য প্রচন্ড শীত কুয়াশা অপেক্ষা করে এই গাছি ভায়রা ছুটে চলে বাগানে বাগানে। ঠিক এমনই একদিন আমি লক্ষ্য করলাম আমাদের গ্রামের এক গাছি ভাই, এতগুলো জিনিস কাঁধে করে বহন করে দ্রুত ছুটে চলছে বাগানের দিকে। সত্যি বেশ পরিশ্রম করে থাকেন উনারা। ইনারাই প্রকৃত যোদ্ধা। যারা হালাল পথে রিজিকের ব্যবস্থা করার জন্য ছুটে চলে বাগানের গাছগুলোর দিকে। আমি মনে প্রাণে এই জাতীয় মানুষগুলোকে শ্রদ্ধা করি।


ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@simransumon


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Comments

Sort byBest