New to Nutbox?

বই পড়লেই শিক্ষিত হয় না

10 comments

shyamshundor
70
5 days agoSteemit2 min read
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য

IMG_20241031_213650.jpg

শিক্ষা হলো এমন এক আলো যা আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে থেকে বাচায়। যা আমাদের জ্ঞান চক্ষু খুলে দেয়।প্রাচীন কাল থেকে শিক্ষার উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন,নতুন কিছু জানা,নতুন রহস্য উন্মোচন করা,অজানা কে জানার চেষ্টা,ভাল মন্দের প্রভেদ করা। কিন্তু এসব এখন অতীত।

বর্তমানে আমরা শিক্ষার আসল উদ্দেশ্য থেকে আমরা বহু দূরে সরে এসেছি। বর্তমানে আমাদের উদ্দেশ্য গাদা খানেক চাকুরির বই মুখস্ত করে কোন মতে একটা সরকারি চাকুরি নিয়ে জীবন কাটিয়ে দেওয়া। এর বাইরে আমরা না কোন কিছু পড়ি না কোন কিছু জানার চেষ্টা করে। এর ফলে আমরা হয়ে পড়ি কুপমন্ডুক। যার কারনে যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা খুব সহজেই আমাদের ম্যানিপুলেট করতে পারে।

আপনারা আমার বিগত পোস্টে দেখেছেন আমি HPV টিকার স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত আছি। কাল টিকা দিতে গিয়ে একটি জিনিস জানতে পারি,পরে ফেসবুকেও এ সম্পর্কে অনেক কিছু দেখলাম তাই সচেতনতার জন্য এই পোস্ট করা।

আমাদের গত দিনের কেন্দ্র ছিল একটি গার্লস স্কুল,কারনবশত স্কুলের নাম প্রকাশ করলাম না। HPV টিকার জন্য আগে থেকে রেজিষ্ট্রেশন করা লাগে,তারপর সেই রেজিষ্ট্রেশন চেক করে নিয়ে টিকা দিতে হয়।এতে টিকা গ্রহীতার তথ্য জাতীয় আর্কাইভে সংরক্ষিত হবে যাতে পরবর্তী ডোজ আসলে দেওয়া যায়।এই রেজিস্ট্রেশন সাধারণত স্কুল থেকেই করা হয়।

আমরা যে বিদ্যালয়ে গিয়েছিলাম সেখানে রেজিস্ট্রেশন করেছে প্রায় ২০০জন,কিন্তু টিকা দিতে আসছে মাত্র ১২০জন।আশি জন অনুপস্থিত। এর কারন হেড টিচার কে জিজ্ঞেস করতে উনি বলল এই মেয়েদের বাবা-মা টিকা দিতে আপত্তি জানিয়েছে।তারা নাকি শুনেছে এই টিকা দেওয়া হচ্ছে যাতে জন্মহার কমানো যায়।

সব নাকি আমেরিকার ষড়যন্ত্র। হেড টিচার অনেক বোঝানোর চেষ্টা করেছিল,কিন্তু তারা তার কথায় কানই দেয় নি।তারা নাকি এটা ফেসবুকে দেখেছে। আমাদের উপর দায়িত্ব ছিল কেউ যাতে টিকা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা।তাই আমরা সেসব শিক্ষার্থীকে একজন অভিভাবক কে নিয়ে যেন চলে আসে।

আজকের পর্ব এপর্যন্তই।বাকি অংশ আগামীকাল। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।ভুল ত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Comments

Sort byBest