New to Nutbox?

পড়ন্ত বেলায়

7 comments

shuvo35
81
21 hours agoSteemit2 min read

অনেকটা দিন হলো সেভাবে ঘোরাঘুরি করা হয় না। তাছাড়া আশেপাশে ঘোরাঘুরি করার মত তেমন জায়গাও নেই। তবে সুবিশাল ফসলের মাঠ গুলো এখন বড্ড ফাঁকা। কিছুদিন আগেই যেহেতু ফসল কাটা হয়েছে তাই এখন চতুর্দিকে ধু-ধু প্রান্তর। যেহেতু আমাদের বেশিরভাগ সময় গৃহবন্দী কাটে, তাই মাঝে মাঝে ইচ্ছে জাগে এদিক সেদিক ঘুরে বেড়ানোর।

এখানকার জীবন বড্ড ধীরগতির। তবে বেশ মানিয়ে নিয়েছি। যান্ত্রিকতার ছিটেফোঁটাও এখানে নেই, এখন তো প্রকৃতি একদম নগ্ন। সবকিছু যেন জড়সড় হয়ে গিয়েছে। শীতের প্রখরতা যেমন প্রকৃতিতে লেগেছে, তেমনটা জনজীবনেও ধাক্কা দিয়েছে ব্যাপকভাবে।

এতকিছু জেনে বুঝেও, হিমশীতল ঠান্ডা বাতাসের মাঝেই ছুটে গিয়েছিলাম ফাঁকা ফসলের মাঠের ওই দিকটাতে। বেশ দীর্ঘ সময় নিজেদের মতো করে বিচরণ করে বেড়িয়েছি চারিপাশটা। একদম কোলাহলমুক্ত, মানুষ বলতে আমি, বাবু ও গিন্নি।

তেজহীন সূর্য যখন শেষ বেলায় এসে উঁকি দিয়েছিল, তখন হয়তো বেচারা বড্ড লজ্জা পেয়েছিল ডুবে যাওয়ার জন্য। আমরা যেন বেশ ভালোভাবে দখল করে নিয়েছিলাম চারিপাশটা, কত ছোটাছুটি করেছি বাবুকে নিয়ে কিংবা কতবার কতভাবে যে মুঠোফোনের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম তার হিসেব নেই।

প্রশান্তি যেন হাবুডুবু খাচ্ছিল নিজেদের মাঝে। এমনিতেই পড়ন্ত বেলা, তারমধ্যে বিরামহীন ছোটাছুটি । নিজেরা যেন ইচ্ছে করেই শীতল পরশ শরীরে মেখে নিচ্ছিলাম। অন্তত আর যাইহোক, কটা দিন ঘরে গিয়ে এই সুখ স্মৃতি নিয়েই বেশ ভালোভাবেই থাকা যাবে।

চলুন তাহলে দেখে নেওয়া যাক, মুঠোফোনের ক্যামেরায় বন্দি আমাদের ছবিগুলো। হয়তো নিতান্ত ভালো লাগার জায়গা থেকেই ছবিগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া।

20241217_170545-01.jpeg

20241217_170553-01.jpeg

20241217_170736-01.jpeg

20241217_170744-01.jpeg

20241217_170647-01.jpeg

20241217_170349-01.jpeg

20241217_170529-01.jpeg

20241217_170517-01.jpeg

20241217_170455-01.jpeg

20241217_170321-01.jpeg

20241217_170235-01.jpeg

20241217_170136-01.jpeg

20241217_170044-01.jpeg

20241217_170022-01.jpeg

20241217_165921-01.jpeg

20241217_165807-01.jpeg

20241217_165755-01.jpeg

20241217_165717-01.jpeg

লোকেশনঃ ইসলামপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
ডিভাইসঃ Samsung Galaxy S10

ধন্যবাদ সবাইকে।


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Comments

Sort byBest