স্বপ্নবাজ তরুণদের সঙ্গে কিছুসময়
1 comment
মাদকের ছড়াছড়ি যেন একদম সর্বত্র। শত চেষ্টা করেও যেন এই মাদক প্রতিরোধ করা যাচ্ছে না। তাছাড়া বিষয়টা এমন যেন সরিষার ভিতরেই ভূত। সমাজের সর্বস্তরের লোকের মাঝে এ জাল এমনভাবে ছড়িয়ে গিয়েছে যেন তা ভাঙ্গা একদম বেশ কষ্টসাধ্য হয়ে গিয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা যেমন কঠিন, তেমনটা আবার এই কাজে বাধা বেশি। তবে স্থানীয় স্বপ্নবাজ তরুণরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ, তারা যে করেই হোক এ অভিশপ্ত ছায়া দূর করবে সমাজ থেকে।
সচেতনতার বার্তা ছাড়ানোর জন্য তারা কোন জায়গাতে যায় নি বলুন, তবে সব জায়গায় সুপরামর্শ পেলেও বাস্তবতা বড্ড উল্টো। যে যেভাবে পারছে সব জায়গায় নিজের অবস্থান থেকে ক্রমাগত সচেতনতার বার্তা ছড়ানোর চেষ্টা করছে। তবে তারপরেও কুচক্রী মহলের কারণে ফলাফলের খাতা বরাবরই শূন্য।
ইতিমধ্যেই স্থানীয় এলাকায় অনেকগুলো অভিযান হয়েছে, তবে ওই যে কালো ছায়া বড্ড সজাগ ও সক্রিয়। তাই, কোন না কোন ভাবে ছাড়া পেয়ে যাচ্ছে।
একটা সহজ কথা যেন সবার মাথায় ঢুকছেনা, সমাজ পরিবর্তনের জন্য সবার আগে মানসিকতা পরিবর্তন বড্ড জরুরী। মাদকের ছায়া যেদিন থেকে সম্পূর্ণ নির্মূল করা যাবে , আশা করা যায় সেদিন থেকে সমাজের পরিবর্তন অনেকাংশেই সম্ভব।
যেহেতু এখানকার স্থানীয় মাদকবিরোধী কার্যক্রমের সঙ্গে সংযুক্ত আছি, তাই মোটামুটি যারা এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে, সেই সকল স্বপ্নবাজ ছোট ভাইয়েরা গত সন্ধ্যায় কনকনে ঠান্ডার ভিতরে বাসায় এসেছিল, বেশ দারুণ একটা সময় কাটিয়েছে তাদের সঙ্গে। ওদের দিকে তাকালেই গর্বে এমনিতেই বুকটা ভরে যায়, ওদের কাজে নিজেকে যুক্ত করে করতে পেরে, আত্ম প্রশান্তির মাত্রা যেন বেশ বেড়ে গিয়েছে।
মঙ্গল হোক সকলের।
ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Comments