ছুটির দিনের সকাল
9 comments
আজকের দিনটা একটু ভিন্নভাবে শুরু হয়েছিল,এমনিতেই শুক্রবার তার ভিতরে ভোরবেলায় পাশের বাসার এক প্রতিবেশী এসেছিল, যার কারণে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল। যদিও আমার এত সকালে ওঠার অভ্যাস নেই, তবে তারপরেও আজ কিছুই করার ছিল না।
মূলত এই প্রতিবেশীগুলো শুধু নামেই প্রতিবেশী তবে কাজে কর্মে না। যেহেতু নতুন বাড়ি করেছি তাই একটু নিজেদের মতামত দিতে এসেছিল, সহজ কথায় ব্যাপারটা এমন বাড়িটা ঠিকঠাক মতো ভালোভাবে দেখে, তারপরেও একটু বাঁকা মতামত পোষণ করতে এসেছিল ।
সময়ের পরিক্রমায় প্রতিবেশীদের আচার-আচরণ অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, তারা আজকাল নামেই শুধুমাত্র প্রতিবেশী, তবে বাস্তবে নয়।
এই যে দেখুন না, কি পরিমাণ কষ্ট করে যে বাড়িটা করলাম তার কোন কিছুই সে জানতে চায়নি অথচ পুরো বাড়িটা ঘুরে দেখার পরে, মুখের উপর বলে ফেলল আরো কিছু কাজ করলে বাড়িটা আরো দেখতে সুন্দর হতো।
সকাল সকাল এমন কথা শুনে প্রফুল্ল মুখটা আমার কিছুটা চুপসে গিয়েছিল, তবে তারপরেও হাসি মুখে তাকে বললাম, ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য। ইচ্ছে আছে, হাতে টাকা পয়সা আসলে আরো কিছু কাজ করার।
দেখুন না, আমি আছি আমার জ্বালায় আর প্রতিবেশী এসে সকাল সকাল জ্ঞান দিতে শুরু করেছে।
আমি মনে করি, সে যে কথাগুলো বলেছে ভালোই বলেছে। কেননা তার আমার প্রতি আগ্রহ ছিল বিধায় সে নিজে এসেছিল আমাদের বাড়িতে এবং ঘুরে ঘুরে দেখেছে এবং তার মতামত দিয়েছে, মতামত তো সর্বদা আবার নিজের মতো হয় না, এটাও মানতে হবে।
যাইহোক যেহেতু সকাল বেলা ভদ্রলোক এসেছে, তাও ছুটির দিনে, তাই তাকে সকালবেলা খালি মুখে যেতে দিতে নারাজ আমি। অবশেষে তাকে নিয়ে সকালবেলা হালকা নাস্তা করলাম এবং তাকে বিদায় দিলাম।
দিনশেষে আসলে আমাদের কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, মানুষের কোন কিছু দেখলে দ্রুত সমালোচনা করে বসি। কে কোন সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে, তা বোঝার চেষ্টা করি না বরং দুটো কথা বলে দিতে পারলেই মনে হয় যেন প্রশান্তি পাই।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Comments