New to Nutbox?

আনন্দঘন মুহূর্তের প্রতিচ্ছবি

10 comments

shuvo35
80
18 days agoSteemit2 min read

সময় চলে যায় তার নিজ গতিতে, তবে মাঝখান থেকে প্রতিনিয়ত কিছু স্মৃতি রেখে যায়। প্রযুক্তির কল্যাণে হয়তো কিছুটা হলেও সম্ভব হয়েছে, সেই স্মৃতির আলোকচিত্র সংরক্ষণ করার।

1000022940.jpg

1000022941.jpg

1000022927.jpg

1000022942.jpg

1000022943.jpg

1000022944.jpg

1000022945.jpg

1000022946.jpg

1000022947.jpg

1000022948.jpg

1000022868.jpg

1000022867.jpg

1000022866.jpg

1000022865.jpg

প্রতিনিয়ত আমাদের সঙ্গে কত কিছুই তো ঘটে যায়, সবটাই কি মনে থাকে কিংবা সবটাই কি মনে রাখার মতো হয়, মোটেও না। কিছু কিছু মুহূর্ত এমন ভাবে মনে গেঁথে যায়, যা হয়তো চাইলেও সহজে ভোলা যায় না।

তাই হয়তো স্মৃতির আলোকে সেইসব মুহূর্তের প্রতিচ্ছবি নিয়ে চাইলেই অনায়াসে কিছু কথা অবলীলায় বলা যায়। সুখ বড্ড ক্ষণস্থায়ী, বলা যায় এই ক্ষণস্থায়ী সুখ নামক পাখিটাকে ধরার জন্যই সবাই সর্বদা তৎপর।

যদিও স্থানভেদে এই ক্ষণস্থায়ী সুখের ধরনটা আলাদা, তবে তারপরেও সেই ক্ষণস্থায়ী সুখটা যদি কোনভাবে এসেই যায়, সেটাকে অবহেলা না করে বরং আলিঙ্গন করা উচিত।
এই উৎসবে হয়তো আমার ভাগ্যেও কিছুটা সময়ের জন্য হলেও সেই ক্ষণস্থায়ী সুখ নামক পাখিটা ধরা দিয়েছিল, চেষ্টাও করেছিলাম আলিঙ্গন করার জন্য। আহা সেকি প্রশান্তি।

হয়তো একদিন বুড়ো হয়ে যাব নতুবা জীবন থেকে সময়ের পরিক্রমায় আরো অনেক বছর হারিয়ে যাবে, তবে স্বল্প সময়ের জন্য হলেও সুখ নামক পাখিটাকে যে ধরতে পেরেছিলাম, সেকথা হয়তো মনে থাকবে বহুদিন।

সত্যিই অনেকটা বছর পরে, একান্তভাবে এমন মুহূর্ত কাটালাম। এই সুখ স্মৃতির প্রতিচ্ছবি যতবার চোখের সামনে ভাসমান হবে, ততবার হয়তো সেই আনন্দঘন মুহূর্তের কথা বারবার মনে পড়বে।

জীবন সত্যিই সুন্দর, যদি তা সুন্দর ভাবে উপভোগ করা যায়। এজন্য খুব যে আহামরি কিছুর দরকার, তেমনটা মোটেও না বরং সাবলীল মানসিকতাই যথেষ্ট ।

ব্লগের পাতায় রেখে দিলাম, বড্ড যত্ন সহকারে সেই আনন্দঘন মুহূর্তের প্রতিচ্ছবি কিংবা উৎসব আনন্দ ভাগ করে নিলাম, আমার সকল শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।

ভালোবাসা অবিরাম।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Comments

Sort byBest