New to Nutbox?

প্রীতিভোজ

8 comments

shuvo35
80
19 days agoSteemit3 min read

আমার বাল্যবন্ধুদের ভিতরে মাত্র দুজন বুয়েটে পড়তো। মজার ব্যাপার হচ্ছে, ওরা দুজনই নিজের রক্তের আপন ভাই। দেখতেও প্রায় একই রকম,বয়সের তারতম্য খুবই স্বল্প। গতকাল গিয়েছিলাম ওদের বাসায়। মূলত ওরা প্রীতিভোজের আয়োজন করেছিল, সেখানে আমাকে দাওয়াত দিয়েছিল।

1000022746.jpg

1000022749.jpg

1000022742.jpg

1000022701.jpg

1000022744.jpg

1000022747.jpg

1000022685.jpg

1000022748.jpg

1000022724.jpg

1000022726.jpg

1000022722.jpg

1000022723.jpg

1000022728.jpg

1000022729.jpg

1000022730.jpg

1000022731.jpg

1000022733.jpg

1000022741.jpg

এই প্রীতিভোজের পিছনে অবশ্য কিছু কারণ আছে। যেহেতু ওরা দুজনই বহু আগেই বিয়ে করেছিল, তবে সেই ভাবে ঘটা করে কাউকে জানায় নি । শুধুমাত্র আমরা বন্ধুরা জানতাম। তাছাড়া সত্যি বলতে গেলে কি, ভালোবাসার বিয়ে গুলো অনেকটা এভাবেই হয়ে থাকে। এদিক থেকে অবশ্য ওদের পারিবারিক সমস্যা খুব একটা বেশি হয়নি, কেননা পরিবার থেকে একটা সময়ে গিয়ে ওদের ব্যাপারটাকে সবাই স্বাভাবিকভাবেই গ্রহণ করেছিল।

তাছাড়া আরও একটা কারণ হচ্ছে, ওরা দুই ভাই সাম্প্রতিক সময়ে স্কলারশিপ পেয়েছে, ইউরোপে যাওয়ার। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী কোরবানি ঈদের পরেই ওরা ইউরোপে চলে যাবে।তাই মূলত এমন ঘটা করে আয়োজন।

যেহেতু এবার ঈদে গ্রামে এসেছি, তাই বলতে গেলে বেশ নিরিবিলি ভাবেই আমার সময় কাটছে। বাহিরে খুব একটা তেমন বেশি যাওয়া হয়ে ওঠেনি, সঙ্গে করে দুটো বই নিয়ে এসেছিলাম, দিব্যি বই পড়েই সময় কাটছে। আমি আসলে মানসিক প্রশান্তির জন্য, নিজেকে নিজের মতো করে সময় দেওয়ার চেষ্টা করছি গ্রামে এসে।

আমার আসলে বাহিরে ঘোরাঘুরি করার তেমন কোনো ইচ্ছেই ছিল না, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করেই, একটু এদিক-সেদিক ছোটাছুটি করা লেগেছে কিংবা এখনো লাগছে। হীরা বারবার বলছিল, সবাই ঘোরাঘুরি করছে আর তুমি এভাবে শুয়ে বসে সময় কাটাচ্ছো, এটা আমার একদম ভালো লাগছে না। তখন বুঝতে পারলাম, ও নিজেও একটু ঘুরতে চাচ্ছিল এটাই হচ্ছে বিষয়।

যেহেতু আগে থেকেই দাওয়াত পেয়েছিলাম, তাই গ্রামে থাকা সত্ত্বেও আবারো ছুটে গিয়েছিলাম সেই শহরে। ভালোই কেটেছিল সময়টা, আমার অনেকগুলো পুরনো বন্ধু সেখানে এসেছিল এবং তাদের সঙ্গেও এই উপলক্ষে দেখা ও কুশল বিনিময় হয়েছিল। ওরা ওদের সাধ্য অনুযায়ী বেশ ভালই আয়োজন করেছিল।

এই প্রীতিভোজের মাধ্যমে, একে তো যেমন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, তেমনটা আবার আমার নিজের পরিবারকে নিয়েও বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছিল। সব মিলিয়ে যদি বলতেই হয়, তাহলে ঈদ পরবর্তী দিনটা আমার কাছে বেশ ভালই কেটেছে।

বন্ধুদের বিদেশ যাত্রা শুভ হোক এবং ওরা ওদের জীবনে আরো অনেক দূর এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Comments

Sort byBest