New to Nutbox?

🇧🇩 " ১৬ ই ডিসেম্বর,আজ মহান বিজয় দিবস "

11 comments

shimulakter
73
4 days agoSteemit3 min read

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।

১৬ ই ডিসেম্বর,মহান বিজয় দিবস আজঃ


১৬ ই ডিসেম্বর,আজ মহান বিজয় দিবস_20241216_093442_0000.jpg

কানভা দিয়ে তৈরি

বন্ধুরা,আজ ১৬ ই ডিসেম্বর,মহান বিজয় দিবস।এই বিজয় দিবস উপলক্ষে আমি এসেছি কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে।আমাদের এই দেশ স্বাধীন বাংলাদেশ।আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক।এই দেশকে ভালোবাসি মায়ের মতো।মায়ের মতো স্নেহ-ভালোবাসা দিয়ে জড়িয়ে আছি এই বাংলার মাটিতে।এই দেশ একদিন স্বাধীন ছিল না।পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল।দীর্ঘ নয়মাস মুক্তিযুদ্ধের পর এই দেশ শত্রু মুক্ত হয়েছিল।আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছিলাম ১৯৭১ সালে।

আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি অনেক প্রানের বিনিময়ে।বীর শহীদদের এই অবদান ভুলে যাবার মতো নয়।তাঁরা ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে থেকে যাবেন যুগের পর যুগ।মুক্ত স্বাধীন দেশকে ছিনিয়ে আনতে এ দেশের দামাল ছেলেরা সেদিন শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন।সেদিন দেশকে মুক্ত করতে সাধারন মানুষ ও ঝাঁপিয়ে পরেছিলেন দলে দলে।আজ আমরা শত্রু মুক্ত দেশকে পেয়েছি রক্তক্ষয়ী সংগ্রামের ফলে।সেই বীরদের আমরা কি করে ভুলে যাই।

দেশ স্বাধীন হলো।আমরা পেলাম লাল-সবুজ পতাকা।এই পতাকার মান আমাদের জীবন দিয়ে হলেও রাখতে হবে।মুক্তিযুদ্ধে যারা দেশকে ছিনিয়ে আনতে নিজেদের জীবন দিলেন।তাঁদের সবার প্রতি আমরা ঋণী।এই ঋণ শোধ হবার নয়।অনেক মায়ের বুক খালি হয়ে গেছে,ভাই হারিয়েছে বোনকে, আবার বোন হারিয়েছে ভাইকে।প্রেয়সী অপেক্ষা করে ছিলেন তার প্রিয় মানুষটিকে ফিরে পাবার আশায়।একটি স্বাধীন দেশ নিয়ে তার প্রিয় মানুষটি তার কাছে ফিরে আসবে।কিন্তু দেশটি স্বাধীন হলেও প্রেয়সী তার প্রিয়তমকে আর কাছে পায়নি।এতো এতো ত্যাগ কি বৃথা যেতে পারে।এসব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

আজ আমরা স্বাধীন দেশে স্বাধীন ভাবে বসবাস করতে পারছি।বাংলা ভাষায় নিজের মনের কথা গুলো বলতে পারছি।আজকের এই বিজয় দিবস কে কেন্দ্র করে বাংলায় দেশের গান গাইতে পারছি।এর চেয়ে তৃপ্তি আর কোথায় পাবো।এই বাংলার মাটিতে জন্মেছি বলে গর্বে আমার মন ভরে উঠে।আমাদের দেশের সর্বস্তরের মানুষ এই দিনে নানান উৎসব আয়োজনে মেতে উঠে।আনন্দের জয়ধ্বনি চারিদিকে বেজে উঠে।আজ সরকারি ছুটির দিন হলেও সকালবেলা সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নানান আনন্দ অনুষ্ঠান ও বিনোদনের আয়োজন করা হয়েছে।আজ দেশের বিভিন্ন জায়গায় নানান ধরনের আয়োজন করা হয়েছে,বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।বিজয় মিছিল নিয়ে দলে দলে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে গেছেন।আজ আনন্দের দিন।এই আনন্দঘন মূহুর্তে আমাদের ভাইদের প্রতি আমাদের ভালোবাসা নিবেদন করছি।তাঁদের ত্যাগের কথা কোনদিন ও ভুলবো না আমরা।

আমরা আমাদের দেশকে ভালোবেসে সোনার বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি।সবাই একই সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ কে সুজলা-সুফলা করে গড়ে তুলবো।দেশকে ভালোবেসে দেশের পতাকার মান রাখবো।আমরা আমাদের শহীদদের প্রতি গভীর ভাবে শ্রদ্ধা জানাই।আজ এই বিজয়ের দিনে তাঁদেরকে অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করি।

"লাখো শহীদের রক্তে লেখা আমার সোনার দেশ।সুজলা-সুফলা,শস্য-শ্যামলা আমার বাংলাদেশ। "

আজ মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Comments

Sort byBest