New to Nutbox?

জলের কষ্ট😪

13 comments

shapladatta
66
20 days agoSteemit3 min read

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাড়িতে জল বিড়ম্বনার কিছু কথা।

PhotoCollage_1713883088228.jpg

হঠাৎ টিউবওয়েলে জল উঠছে না।একে তো গরম তার উপরে জল উঠছে না।একটু পর লক্ষ করলাম পাম্পে জল উঠছে না।একটু পর জলের ট্যাংকি খালি হয়ে গেলো।খুব দূর চিন্তায় পড়ে গেলাম সবাই।দুদিন পর বিয়ে অথচ টিউবওয়েল ও পাম্পে জল নেই।
একটু পর আমার কাকা শ্বশুর বাড়িতে এসে বলছিলো পাম্পে কি জল ওঠে।আমরা বল্লাম না ওঠে না।তিনি বল্লেন আমি তো পুকুরে কাপড় মেলানোর জন্য টার লাগাবো জন্য বাঁশের খুটি লাগাবো জন্য খন্তা দিয়ে মাটি খুড়তে গিয়ে পাম্পের লাইন কেটে ফেলেছি।

হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে পাম্পের লাইন কাটলো কি করে তবে শুনুন।
আমাদের বাড়িতে এতোটাই আয়রন জলে যে অনেক গুলো বডিং করার পরেও আয়রন মুক্ত লেয়ার পাওয়া যায়নি।বেশ গভীর করে বডিং করার পরেও আয়রন মুক্ত জলের সন্ধান পাওয়া যায় নি।তাই বাড়ি থেকে অনেকটা দূরে আয়রন মুক্ত জলের জন্য বোরিং করে বাড়ি অবদি টেনে এনেছি আমরা পাইপের সাহায্যে আর সেই পাইপ কেটে ফেলেছে ।
একদিন পর মিস্তি আনা হলো মিস্তিরি ভারটিকেল টেপ ওআনুসাঙ্গিক সব কিছু দিয়ে কেটে ও ফেঁটে যাওয়া লাইন ঠিক করলেন। এখন টিউবওয়েলে জল ওঠে কিন্তুু পাম্পে ওঠে কি না তা চেক করলেন। মিস্তি বলে দিলেন আর সমস্যা নাই সব ঠিক হয়ে গেছে।
মোটরের জল উঠবে এটা বলে মিস্তিরি চলে গেলো কিন্তুু পাম্পপ জল উঠছে না। আবারো স্থানীয় এক মিস্তিরি কে ডাকা হলো। স্থানীয় লোকজনকে দেখানো হলো না কিছুতেই জল উঠছে না।ট্যাংকিতে জল নেই।আত্নীয় স্বজনদের জলের অভাবে করুন দশা।বাথরুমে বালতি বালতি জল আনা হলো কিন্তুু নিমিষেই শেষ।
এভাবে চলতে চলতে আমার বর সাহেব বিয়ের জন্য তিনদিনের ছুটিতে আসলেন।আগেই জানিয়েছিলাম জল ওঠে না।সে এসেই আগে মোটর চালু করলো এবং জল ওঠে না দেখে পাম্পের কাছে গেলো কি সমস্যা দেখতে।গিয়ে দেখে পাম্পের চাবি ঘোরানো। অফ করা রয়েছে মোটরটি জল উঠবে কি করে।চাবি ঘুরাইতে জল ওঠা শুরু হলো। তবে অতিরিক্ত খড়ার কারণে জলের স্তর একদমই নিচে চলে গেছে তাই জল ট্যাংকিতে উঠতে ও ট্যাংকি ভরতে অনেক সময় লাগে।
তবুও তো ওঠে জল। এতোদিন কি এক ভোগান্তি হয়েছিলো তা বলে শেষ করা সম্ভব নয়।জলের কতোটা প্রয়োজন মানুষের জীবনে তা বোঝা যায় এরকম পরিস্থিতিতে পড়লেই।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240422_173625.jpg

Comments

Sort byBest