New to Nutbox?

স্বরচিত কবিতা |||| ভেজা চোখ।

20 comments

saymaakter
71
15 days agoSteemit3 min read
হ্যালো বন্ধুরা ও আমার প্রিয় বাংলা ব্লগের ভাই বোনেরা আশা করছি সকলে পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন।আমি আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

woman-2196323_1280.webp
source

আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে।কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। অনেক আগে থেকে দুই এক কলম লিখতাম।সেই লেখা আর শেষ করিনি আজও।কখনো খাতার মাঝে কখনো খাতার শেষে আবার কখনো খাতার উপরের এক কোনায় প্রায়ই লিখতাম বিভিন্ন ছন্দ মিলিয়ে।এই কবিতা লেখার জন্য অনেক সময় বকাও খেয়েছি। লিখতে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে।একটি গল্প অতি সহজে বিস্তারিত ভাবে লেখা যায়।কিন্তু কবিতা লিখতে হয় সেই গল্পটি কেন্দ্র করে সামান্য কথায়।কল্পনা ও বাস্তবতা কে নিয়ে কবিতা লেখা হয়।তবে কিছু কিছু সময় কল্পনায় ডুবে থাকতে অনেক ভালো লাগে।মনে হয় কল্পনার ভাবনাগুলো যদি সত্যি হতো।তবে বাস্তবতা অনেক কঠিন।সেই জন্য কল্পনার রঙ্গে রঙিন হতে ইচ্ছে হয়।

আমি কবি নই তারপরও দুই এক কলম লিখে যাই আপনাদের মাঝে।আমার কবিতাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার লেখা স্বার্থক।আমার স্বরচিত কবিতার নাম "ভেজা চোখ"।দুজন দুজনাকে ভালোবাসা প্রকৃত ভালোবাসা আর ভালোবাসার মধ্যে বিশ্বাস ও আস্থা থাকলে সেই ভালোবাসা কখনো ভেঙ্গে যায় না।কিন্তু একতরফা ভালোবাসা কখনো টিকে না।আর তখনই একজন প্রেমিকার মনে কষ্টের সীমা থাকে না।আর সেজন্যেই চোখের অশ্রু ঝরে তার প্রিয় মানুষটির জন্য।চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতাটি দেখে নেওয়া যাক।

ভেজা চোখ।

সায়মা আক্তার।

ভেজা চোখের অশ্রু
যেন শ্রাবণ ধারায় ঝরছিল,
যা কিছু বলার ছিল
সব কথাগুলো অজানা রয়ে গেল।

মনের ভিতর কোথায় যেন,
কষ্টের কথা অজান্তেই
হচ্ছিল মনে পুরনো এলবাম থেকে
এ কেমন কষ্টে রেখেছ তুমি
শুধু ঝরে দুচোখের শ্রাবণে।

এ কেমন যন্ত্রণা ?
সহ্য করা তো আর যায় না,
শুধু দু চোখে ভেজা অশ্রু
নীল আকাশের কালো মেঘ
কখনো অন্ধকারে হারিয়ে যাচ্ছে,
আবার কখনো ঝরছে শ্রাবণে
হৃদয় আজ বড়ই বেদনা দায়ক,
যার জন্য এক বুক
স্বপ্ন ও আশা ছিল,
সে কিনা সব ভেঙে দিলো।

যে ভাষায় ছিল কত মায়া,
যে ভাষায় আমি হারিয়ে যেতাম
আমার নিজ অজানায়
আজ তোমার সেই চোখে বিষাক্ত প্রেম।

চোখ ও মনের ভাষায়
ছিল অনেক আনন্দ,
চোখের ভাষা বোঝা অনেক সহজ,
আর মনের ভাষা
বোঝা অনেক কঠিন।

তাইতো আজও
তোমার মনের ভাষা
আমি পারিনি বুঝতে,
নয়ন আমার আজও ভেজা অশ্রুতে।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- স্বরচিত কবিতা "ভেজা চোখ"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার এই পোস্টটি পড়ে এবং সুন্দর মতামত প্রদান করে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ।

🇧🇩🇧🇩আজকের মত বিদায়🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Comments

Sort byBest