New to Nutbox?

ফটোগ্রাফিঃ-সুন্দর সাতটি রেনডম ফটোগ্রাফি।

36 comments

samhunnahar
74
3 days agoSteemit5 min read

আসসালামু আলাইকুম,

প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের ভাই-বোনরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন পরিবারের সবাইকে নিয়ে। কর্মব্যস্ত জীবনে আমরা সময় সব সময় চেষ্টা করি নিজের ভালোটুকু হউক এবং নিজেকে ভালো রাখার কিভাবে সুস্থ থাকা যায় সেই চিন্তা ভাবনা গুলো করার। তারপরও আমরা বিভিন্ন ধরনের অসুখ-বিসুখে পড়ে যাই এবং অনেক আপদ বিপদে পড়ে যাই। সবকিছু মিলিয়ে আমাদেরকে ভালো-মন্দ মিলিয়ে জীবন গুলো অতিবাহিত করতে হয়। আজকে সারাদিন অনেক বেশি খারাপ লাগলো শুয়ে থাকছিলাম। অবশেষে সময় বের করে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি বন্ধুরা।

f7.jpg

বন্ধুরা আজকে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু রেনডম ফটোগ্রাফি। প্রতি সপ্তায় একটি করে রেনডম ফটোগ্রাফি পোস্ট কিংবা অন্যান্য ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করি। আমাদের চারপাশের প্রকৃতি এত সুন্দর আমরা চাইলে যেকোনো ধরনের ফটোগ্রাফি সবার সাথে শেয়ার করতে পারি। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো ক্যাপচার করা। সেই সুন্দর ফটোগ্রাফি গুলো সবার সাথে শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে। তাছাড়া ও আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন যা দেখলে সব সময় অনেক বেশি অনুপ্রাণিত হই। যদিও আমরা প্রফেশনাল ফটোগ্রাফার না কিন্তু চেষ্টা করি সবার কাছ থেকে শিখে নেওয়া অভিজ্ঞতা গুলোকে কাজে লাগিয়ে ফটোগ্রাফি গুলো করার। তাহলে বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি ফটোগ্রাফি পর্বে চলে যাচ্ছি।

ফটোগ্রাফি-১

f.jpg

এখন যে খাবারের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজি পাকোড়ার প্লেট। বিকেল বেলায় ভাজাপুড়া খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে গরম গরম পাকোড়া খেতে খুবই মজার হয়। আমি বিকেলে মসুর ডালের সাথে সবজি মিক্স করে পাকোড়া তৈরি করেছিলাম। যখন পাকোড়া তৈরি হয়ে যায় তখন সাথে সস আর শসা কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। সেই ফটোগ্রাফিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

ফটোগ্রাফি- ২

f2.jpg

এখন আমি আপনাদের সাথে যে দৃশ্যটি শেয়ার করব তা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আমরা এটা অস্বীকার করলেই পারবোনা যে আমরা প্রকৃতিতে বসবাস করি না প্রকৃতিক উপলব্ধি করি না। প্রথমত হচ্ছে আমরা প্রকৃতিতে বসবাস করি। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রকৃতি ঘিরে আছে। আমরা যেকোনো সময় চাইলে আমরা ঘর থেকে বের হয়ে এসে সুন্দর প্রকৃতিগুলো উপলব্ধি করতে পারি। এত সুন্দর দৃশ্য আমি গ্রামের বাড়িতে যাওয়ার পথে নিয়েছিলাম।

ফটোগ্রাফি-৩

f3.jpg

ফুল আমরা সবাই অনেক পছন্দ করি। যেকোনো ধরনের ফুলের সৌন্দর্য আমরা উপভোগ করার চেষ্টা করি। যখন যে মুহূর্তে আমরা যে ফুল দেখি না কেন সেই ফুল আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে। আপনারা এখন দেখতে পাচ্ছেন জবা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের ফটোগ্রাফি আমি অনেক বড় একটি বাগান থেকে নিয়েছিলাম। যেখানে হরেক রকমের ফুলের বাগান ছিল। এই গোলাপী কালারের জবা ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল।

ফটোগ্রাফি-৪

f5.jpg

আমরা সবাই বিভিন্ন আইটেমের ফলমূল খেয়ে থাকি। বর্তমান সময়ে একটি বিষয় আমাকে অনেক বেশি আকৃষ্ট করে তা হচ্ছে বিভিন্ন সিজনে আমরা এখন আনসিজনাল ফলমূল গুলো পেয়ে থাকি। আমরা অনেক গরমের মধ্যে তরমুজ খেয়ে থাকি। এখন দেখবেন যে শীতকাল সিজনে প্রচুর পরিমাণ তরমুজ পাওয়া যাবে। আমার বেশ ভালো লাগে যেকোন ঋতুতে তরমুজ খেতে। এই তরমুজ খেয়েছিলাম ইনানীর রয়েল টিউলিপ রেস্টুরেন্ট থেকে খেতে বেশ মজার ছিল।

ফটোগ্রাফি-৫

f4.jpg

ফুল সবাই পছন্দ করি আগেও বলেছি আবারো বলতেছি। আমরা আমাদের চারপাশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুলের বাগান করে থাকি। যখন গ্রামে ছিলাম তখন অনেক বেশি ফুলের বাগান করতাম। যখন শহরে চলে এসেছি তখন থেকে ফুলের বাগানের প্রতি ঝোঁক কমে গেছে। কেন বলেন তো এখানে আসলেই বাগান করার মত কোন জায়গা নেই। যদিও জায়গা নেই কিন্তু আগ্রহ অনেক বেশি। রঙ্গন ফুল আমার দেখতে খুবই ভালো লাগে। এই ফুলের ফটোগ্রাফিও আমি একটি ফুলের বাগান থেকে সংগ্রহ করেছিলাম।

ফটোগ্রাফি-৬

f6.jpg

সূর্যাস্ত আমার বেশ ভালো লাগে। বিশেষ করে সকালের সূর্য ওঠা এবং বিকালের সূর্যাস্ত যাওয়া দুটি দৃশ্য খুবই সুন্দর। সারাদিন তো সূর্য আমাদের উপরে তাপ দিয়ে থাকে। এই গরমে যেন অতিষ্ঠ হয়ে যাই। কিন্তু ফরন্দ বিকালের এমন দৃশ্য সবাইকে অনেক বেশি আকৃষ্ট করে। বিশেষ করে যখন সমুদ্র সৈকতের এমন দৃশ্য উপলব্ধি করা যায় খুব ভালো লাগার কাজ করে। যখন সমুদ্র সৈকতে যাই সূর্যাস্তের দৃশ্য গুলো ফটোগ্রাফি করার চেষ্টা করি। কারণ এই দৃশ্যগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।

ফটোগ্রাফি- ৭

f1.jpg

বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে কোন কিছু তৈরি করে খেতে খুবই ভালো লাগে। যদিও মাঝে মধ্যে ঘরে তৈরি করা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে বাইরে থেকে খাবারগুলো এনে খাওয়া হয়। কিন্তু সময় সুযোগ পেলে হাতছাড়া করি না। এই সুন্দর সুস্বাদু খাবার আমি ঘরে তৈরি করেছিলাম। এখানে বিভিন্ন ধরনে ফ্রুটস এর আইটেম ছিল। আমি সেখানে আইসক্রিম দিয়ে সুন্দরভাবে কাস্টার্ড এর বাটি সাজিয়ে নিয়েছিলাম। বিকেলবেলা খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা খেতে খুব সুস্বাদু ছিল।


268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনকক্সবাজার
ক্যাটাগরিরেনডম ফটোগ্রাফি।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS2.png

Comments

Sort byBest