New to Nutbox?

$PUSS's Dream. পুশের স্বপ্ন।

2 comments

sabbirakib
63
2 months agoSteemit3 min read

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আজ আমি আমাদের সবার প্রিয় $PUSS নিয়ে কিছু কথা বলবো। আসলে পুশের স্বপ্ন নিয়ে কিছু কথা বলবো। তো, চলুন শুরু করা যাক।



Untitled_design.png

মানুষ জন্মের পর স্বপ্ন দেখে। মানে এই বড় হওয়ার পর, যখন স্বপ্ন কি সে বুঝতে পারে। তাতে অনেক সময় লেগে যায়। কিন্তু আমাদের $PUSS বাবুর ততটা সময় লাগেনি। আমাদের প্রিয় #PUSS-ও স্বপ্ন দেখে। কিন্তু সমস্যা হলো, পুশের স্বপ্ন কেবল চেঞ্জ হচ্ছে। অবশ্য এতে আমি পুশকে দোষ দিবো না। বরং তার স্বপ্ন পরিবর্তন না হলেই আমি তাকে দোষ দিতাম! আপনার নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে, "এ আবার কেমন কথা?" তবে শুনুনই না!

পুশের বয়স সবেমাত্র ২২ দিন। আমাদের এই "আমার বাংলা ব্লগ" এর কমিউনিটি আলো করে SunPump এ জন্ম হয়েছে পুশের। এই গল্প আপনারা সবাই-ই জানেন। এটা নতুন কোন খবর না! পুশ জন্মের পর থেকেই আমাদের ভালোবাসা পেয়ে আসছে। এটা সে স্বপ্ন দেখেনি৷ এটা অনুমেয়ই ছিল। মুহূর্তেই পুশ আমার বাংলা ব্লগে ছড়িয়ে গেল। শিশু পুশ ধীরে ধীরে বড় হতে লাগলো। বাড়তে লাগলো দাম। মানুষের একাউন্ট ভরে উঠতে লাগলো পুশে। আর পুশও স্বপ্ন দেখতে শুরু করলো, চাঁদে যাবে পুশ। $PUSS to da Moon!


puss_mini_banner9.png

পুশ খুব শীঘ্রই সেই স্বপ্ন বাস্তবায়ন করে ফেললো। চাঁদে চলে গেল পুশ। কিন্তু ততদিনে পুশ আরও বড় হয়ে গেছে। পুশ অনুভব করল, তার অবস্থান অনুযায়ী চাঁদ তার জন্য বেমানান। চাঁদ তো পৃথিবীর উপগ্রহ। সে পৃথিবী রাজ করবে। চাঁদ তো তার থাকার জায়গা হতে পারেনা। পুশ নতুন স্বপ্ন দেখা শুরু করলো, সে যাবে মঙ্গল গ্রহে। $PUSS to da March.

সময় যায়, পুশও তার স্বপ্নের আরও কাছে চলে যায়। পুশ পৌঁছে যায় মঙ্গলে। কিন্তু পুশতো দিনদিন আরও বড় হচ্ছে। মঙ্গলও তার জন্য মানানসই না। মঙ্গল ওতো পৃথিবীর মতো আরেকটি গ্রহ। এটা কেন তার বাসস্থান হবে? পুশ আরও বড় স্বপ্ন দেখা শুরু করলো। পুশ যাবে সূর্যে। $PUSS to da Sun. ☀.

পুশ এখন তার নতুন স্বপ্ন পূরণের পথে। পুশ যাচ্ছে সূর্যের দিকে। পুশের বর্তমান ইমেজের সাথে সূর্যই তার জন্য মানানসই। পুশ আপাতত বর্তমান স্বপ্ন সফল করতে ব্যস্ত৷ কিন্তু একজন পুশ প্রেমী হিসাবে আমি আরেকটু বড় স্বপ্নও দেখা শুরু করেছি। সেটা হলো, পুশ খুব শীঘ্রই আমাদের নক্ষত্র সূর্য জয় করে আরেক নক্ষত্র জয়ের স্বপ্ন দেখবে। হতে পারে পুশ পুরো গ্যালাক্সিটাকেও নিয়ন্ত্রণ করবে। এমন স্বপ্ন দেখা দোষের কিছুনা। কারণ, পুশ ছুটে চলছে আপন গতিতে। সবকিছু পেরিয়ে। সবাইকে ছাড়িয়ে।


PUSS_VILLA.png


আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।

Comments

Sort byBest