New to Nutbox?

$PUSS নিয়ে একটি কবিতা।

8 comments

sabbirakib
61
4 days agoSteemit2 min read

আসসালামুআলাইকুম। আমি @sabbirakib, আমার বাংলা ব্লগে একজন গেস্ট ব্লগার হিসাবে বর্তমানে @abb-school এর লেভেল ৩-এ আছি। বিগত ক'দিন ধরে আমি এখানে কেবল পুশ নিয়ে লিখতে ইচ্ছে করে। এই বাইরে কিছু ভাবলে ভাবনা সম্পূর্ণ করতে পারিনা। অসম্পূর্ণ ভাবনা থেকে তো আর লেখা যায় না। বরং পুশ নিয়েই লেখা ভালো। পুশের প্রতি আমার ভালোবাসাটা এমনই যে কোনরূপ পূর্বপ্রস্তুতি ছাড়াও দেদারসে মহাকাব্য লিখে ফেলতে পারবো। আজকে তারই পথে হাঁটছি সম্ভবত।


PUSS_VILLA.png

পুশ-কাব্য


একটি বিড়াল এলো পাড়ায়, সে যেনতেন বিড়াল নয়।
সে বিদ্যাভূষণ, সে প্রিয় দর্শন; চলনেও সে ছন্দময়।
সে হেঁটে বেড়ায়, চলে ফেরে; ঘুরো পুরো পাড়াময়।
তার শব্দ শুনে, লোকে দলবেঁধে সব হাজির হয়।
সে চাঁদে গেছে, মঙ্গলে গেছে, কোন কিছুই বাদ নয়।
সে ভেল্কি চালে এগিয়ে চলে; এখন কেবল তার সময়।

বিড়ালটি একটু এগোয়, একটু জিরোয়, এগুনো তার বন্ধ নয়।
তাকে দেখে দেখে পাড়া জুড়ে নতুন শোরগোল তৈরি হয়।
পাড়ার বিড়াল, সবার বিড়াল, দেখতেও সে কম নয়!
সবার প্রিয় দাদা যে আছে, দাদার ঘরেই তার জন্ম হয়।
দাদা বলে, "যা কিছু আছে, সবই তোমাদের। আমার কিছুই নয়।"
এ বলেই, দাদা মোদের করেছে সবার মন জয়।

পাড়ায় পাড়ায় সে ঘুরে বেড়ায়, সে হেঁটে চলে ধীর-লয়।
তার জন্য পাগল পাড়াবাসী, তাদের যেন তেন আবেগ নয়।
কেউ এনেছে দুধের বাটি, করবে তার মন জয়।
কেউ এনেছে ভাজা মাছ, কোন কাঁটাকুটা নয়।
কেউ এনেছে মাংস ভুনা, তার যেন পছন্দ হয়।
কেউ করেনি গড়িমসি, হয়নি কোন নয়-ছয়।

পাড়াবাসীর ভালোবাসায়, নেই কোন অভিনয়।
বিড়াল বুঝি চলে যাবে? এমন কোন নেই ভয়।
"এটা ভালো, এটা সেরা", কোকিল ডেকে ডেকে কয়।
পাখি জানে কোনটা ভালো, আর ভালোকে ভালো বলতে হয়।
পুশ কিংবা PUSS নামে, রয়েছে তার পরিচয়।
তার খ্যাতি একদিন ছড়িয়ে যাবে, পুরো জগৎময়।
যাচ্ছি আমি, পুশ নয়। পুশ-কাব্যও সমাপ্ত নয়।

Drawing_11.png

আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।

Comments

Sort byBest