New to Nutbox?

রেনডম ফটোগ্রাফি পোস্ট।

7 comments

rupok
79
13 days agoSteemit4 min read

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বেশ কিছুদিন হোলো কোনো ফটোগ্রাফি পোস্ট করি না। গত কিছু দিনে টুকটাক ঘোরাফেরা করেছি। ঘোরা ফেরার সময় ছবিও তুলেছি। আপনারা জানেন আমরা যারা ব্লগিং করি ছবি তোলা এখন তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। কোথাও ঘুরতে গিয়ে কোন কিছু ভাল লাগলেই সেটার ছবি তুলি। যদিও একটা সময় ছবি তুলতে আমার খুব একটা ভালো লাগতো না। তবে ব্লগিং শুরু করার পর থেকে ছবি তোলা একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। আজকের পোস্টে আমার তোলা ছবিগুলোর ভেতর থেকে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক ছবিগুলো।

IMG_20240416_192104.jpg

IMG_20240416_191838.jpg

উপরের ছবি দুটির প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন চিকেন বারবিকিউ তৈরি করা হচ্ছে। আর দ্বিতীয় ছবিতে সেই বারবিকিউ গুলো লোকজন বসে খাচ্ছে। ছবিটি তুলেছি আমাদের শহরের একটি কাবাবের দোকান থেকে। এই দোকানের কাবাব শহরের ভেতর সবচাইতে জনপ্রিয়। আমিও মাঝে মাঝে এখান থেকে কাবাব খেয়ে থাকি। সেদিন সন্ধ্যার পরে গিয়েছিলাম কাবাব আনতে তখনই ছবিটি তুলেছিলাম।

Screenshot_20240416_160845.jpg

কয়েকদিন আগে হঠাৎ করে এক পশলা বৃষ্টি হোলো। বৃষ্টিটা বেশ ভালোই হয়েছিলো। প্রচন্ড গরমের ভেতরে সেই বৃষ্টিটা কিছুটা স্বস্তি এনে দিয়েছিলো। যদিও বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই আবার গরম লাগছিলো। প্রচন্ড গরমের ভেতর বৃষ্টি হওয়ায় বৃষ্টিতে গোসল করতে ইচ্ছা করছিলো। তবে পরবর্তীতে বজ্রপাতের ভয়ে আর বৃষ্টিতে নামা হয়নি। বৃষ্টিতে গা না ভেজালেও মোবাইলের ক্যামেরায় ছবি তুলে রাখতে ভুলিনি।

IMG_20240419_170554.jpg

এই ছবিটি আজকে আমার বাসার সামনে থেকে তুলেছি। বাসার সামনের এ রাস্তাটা সপ্তাহের ছয় দিন বেশ ব্যস্ত থাকে। আজকে শুক্রবারের দিন হওয়ায় রাস্তাটা দেখা যাচ্ছে একেবারেই ফাঁকা। নিরিবিলি নির্জন এই রাস্তা দিয়ে চলাফেরা করতে আমার কাছে বেশ ভালো লেগেছিলো। যদিও এখন আর এই রাস্তাটাকে নিরিবিলি রাস্তা বলা যায় না।

IMG_20240419_173345.jpg

এই ফুড কার্টটি আমাদের শহরের নতুন হয়েছে। এদের খাবারের মান বেশ ভালো। আমি গতকালকে এখান থেকে কিছু খাবার টেস্ট করেছি। কয়েকদিন ধরেই যাওয়া আসার পথে ফুড কার্টটি দেখতে পাচ্ছিলাম। তখনই চিন্তা করেছিলাম একবার এখান থেকে খাবার টেস্ট করতে হবে। তাই গতকালকে গিয়েছিলাম কিছু খেয়ে দেখতে। খাবার খাওয়ার পর বুঝতে পেরেছি কেনো সন্ধ্যার পরে এখানে এতোটা ভিড় হয়।

IMG_20240419_181506.jpg

আমার এক আত্মীয় অসুস্থ থাকায় গত কয়েকদিন ধরে প্রতিদিনই হাসপাতালে সময় কাটাতে হচ্ছে। দীর্ঘ সময় হাসপাতালে থাকার ফাঁকে একসময় উপর থেকে ছবিটি তুলেছিলাম। ছবিটাতে আপনারা শহরের একটি ব্যস্ত রাস্তা দেখতে পাচ্ছেন। যদিও আজকে শুক্রবার থাকায় রাস্তাটা মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে।

IMG_20240419_185202.jpg

ইদানিং বাংলাদেশের মানুষের মাঝে অসুখ-বিসুখের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। আর সেই সাথে কিছু মানুষের দারুন ব্যবসাও শুরু হয়েছে। ছবিতে আপনার দেখতে পাচ্ছেন ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর ফরিদপুর শাখা। মানুষের অসুখ-বিসুখ বাড়ার সাথে এই ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবসা গুলো বেশ জমে উঠেছে। সে জন্যই তো ল্যাবএইডের মতো দেশের স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টার আমাদের ছোট্ট শহরে তাদের শাখা খুলেছে।

IMG_20240419_185404.jpg

এখন ছবিতে আপনারা যে মিষ্টির দোকানটি দেখতে পাচ্ছেন এটা আমাদের শহরের সবচাইতে নামকরা মিষ্টির দোকানের একটি শাখা। এদের বেচাকেনার পরিমাণ দেখলে রীতিমতো চোখ কপালে উঠে যায়। বেচাকেনার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এরা শহরে প্রায় চার-পাঁচটা শাখা খুলেছে। আবার এদের দোকানে মিষ্টির দামও অনেক বেশি। তারপরও এতো বেচাকেনা দেখে একটা কথাই মনে হয় আসলেই কি বাংলাদেশের মানুষের টাকার কোন অভাব রয়েছে?

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসHONOR 90
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Comments

Sort byBest