New to Nutbox?

অণুকবিতা "বিস্রস্ত বাউন্ডুলে মন"

39 comments

rme
89
2 years agoSteemit2 min read


Copyright-free Image source : Pixabay


অণুকবিতা "বিস্রস্ত বাউন্ডুলে মন"



💘


♡ ♥💕❤

রাত জাগা পাখি
এখন আর থাকে না তো রাত জেগে;
কার জন্য জাগবে?
কার পথ চেয়ে থাকবে?
যার জন্য জেগে থাকা,
সে তো এখন আর কুলায় ফেরে না ।
নষ্ট এ নীড়ে, শুধু একাকী রাত জাগা পাখিটা
আজ ঘুমিয়ে থাকে ।


ব্যস্ত থাকো তুমি এখন খুব,
তাই অবহেলারা ভীড় করছে ।
ভালো যদি বেসে থাকো তবে
অবহেলা কোরো না ।
অবহেলা জমলে আর যাই হোক বন্ধু,
ভালোবাসা থাকে না ।


ত্রস্তা রমণী, চঞ্চলা হরিণী;
আয়ত চক্ষে তার বিদ্যুৎ চাহনি ।
বিদুষা নারী, অহং-বোধ সামান্য,
রূপ আর গুনের মিশেলে অনন্য ।


স্মৃতির নৌকোয় পাল তুলেছি,
অতীতের মাঝ দরিয়ায় পাড়ি দেব বলে ।
ছায়া ছায়া অতীতের সেসব দিন,
কত রৌদ্র, কত বরষা,
শীতের কুয়াশামাখা কত না ভোর,
কাটিয়েছি বন্ধু সাথে তোর ।
ভুলে থাকা সেসব অতীত
ফিরে পাওয়ার আশা আর রাখি না ।
শুধু স্বপ্নের মধ্যে ফিরে ফিরে আসে,
রঙহীন অশ্রুজলে বেদনার নীল কথা বলে ।


আমার বসন্তরা মৃত,
আমার রাত্রিরা নিষ্প্রাণ,
আমার দিনগুলি জড়, নির্জীব ।
দখিনা বাতাস এখন
আর আমার ক্ষুদ্র বাতায়নে
ভীড় করে আসে না ।
ঘোর বর্ষায় অলিন্দে দাঁড়িয়ে,
আলতো হাতে বৃষ্টিকে দিলাম ছুঁয়ে,
হাত ভিজলো তবু আমার হৃদয় ভিজলো না ।


শেষ কবে নদীর পাড়ে গিয়েছি,
মনে তো পড়ে না ।
এলো হাওয়ায় বিস্রস্ত হয়েছে কেশ,
শেষ কবে ? মনে তো পড়ে না ।
শহরের উষ্ণতম দিনগুলিতে,
হৃদয়ে পেতে একটু হিমেল পরশ
শেষ কবে নদীর পাড়ে গিয়েছি,
মনে তো পড়ে না ।


হৃদয়ে জমা দুঃখগুলো মুছে দিতে ইচ্ছে করে,
খুব খুব, বড্ড ইচ্ছে করে ।
বড্ড ইচ্ছে করে বর্ষণমুখর এই সাঁঝবেলায়,
ভিজবো আমি তোমার সাথে অসময়ের বারি ধারায় ।

♡ ♥💕❤


Comments

Sort byBest