New to Nutbox?

কবিতা "মনের মানুষের খোঁজ"

32 comments

rme
89
2 years agoSteemit


Copyright-free Image source : Pixabay


কবিতা "মনের মানুষের খোঁজ"



💘


♡ ♥💕❤

আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজি নিজেকে
প্রতিদিন, প্রতিনিয়ত ।
প্রতিচ্ছবি দেখে আমি ভাবি -
এই কি আমি ?

আমি কি আসলেই নিজেকে চিনি ?
নিজেকে খুঁজে পেতে তো অর্ধেক জীবন করেছি পার,
তবু কি পেলাম খুঁজে নিজেকে ?

আমি আসলে কে ? কবে খুঁজে পাবো নিজেকে ?
ভেবেছিলাম মনের মানুষ খুঁজবো ।
কিন্তু, আগে নিজেকেই পেলাম না খুঁজে,
নিজেকেই চিনতে ব্যর্থ আমি ।
মনের মানুষ খুঁজবো কেমনে !

সারাটা জীবনভর মনের মানুষ খুঁজে গেলেন
শাহ ফকির লালন ।
জীবন সায়াহ্নে এসে হঠাৎ উপলব্ধি -
"নিজেকে যদি চিনে উঠতে না পারো
মনের মানুষের খোঁজ মেলে না কখনো ।"

মনের মানুষের খোঁজ ?
পাবো কি এ জীবনে ? মনে তো হয় না ।
অর্ধেক জীবন তো করেছি পার,
বাকি অর্ধেক করেছি উৎসর্গ
পেতে মনের মানুষের খোঁজ ।

♡ ♥💕❤


Comments

Sort byBest