New to Nutbox?

স্টিমিটের সার্ভার প্রব্লেম এর কারণে "আমার বাংলা ব্লগের" কিউরেশন কার্যক্রম ব্যাহত

17 comments

rme
90
3 months agoSteemit2 min read

বিগত দু'দিন ধরে ক্রমাগত Steemit এর সার্ভারে প্রব্লেমের কারণে "আমার বাংলা ব্লগের" সকল কিউরেশন কার্যক্রমে মারাত্মকভাবে ডিলে চলছে । এছাড়াও কমিউনিটির অন্যান্য কার্যক্রমও ব্যাহত হচ্ছে । এমতবস্থায় আমাদের সকল ইউজারদের জানানো যাচ্ছে যে আপনারা ধৈর্য্য ধরে অপেক্ষা করুন । সকল পেন্ডিং কিউরেশন এর কাজ খুব দ্রুতই ক্লিয়ার করার চেষ্টা করছি আমরা ।

আমাদের কিউরশন এর সকল কার্যক্রম বেশিরভাগ রাতেই হয়ে থাকে । আর রাতের দিকেই সাধারণত সার্ভার ডাউন থাকছে বিগত দু'দিন ধরে । ফলে দিনের পর দিন পেন্ডিং কিউরেশন ওয়ার্ক এর লিস্ট দীর্ঘ হয়েই চলেছে । আমরা তাই একটি বিকল্প পথ খোঁজার চেষ্টায় আছি এবং আশা করছি খুব শীঘ্রই সফল হবো ।

এছাড়াও আমার শখের ফান টোকেন পুশ নিয়ে বিগত কয়েকদিন ধরে খুব বিজি থাকার কারণে "আমার বাংলা ব্লগ" সহ আমার সকল স্টিমিট প্রজেক্টগুলোতে খুবই কম সময় দিতে পারছি । $PUSS এর সাকসেস এর জন্য চাই এর প্রচার । আপনারা আশা করছি $PUSS এর প্রচারণায় অংশগ্রহন করবেন । যত বেশি সংখ্যক মানুষ এতে ইনভল্ভড হবেন ততো বেশি প্রজেক্টটি সাকসেসের দিকে এগিয়ে যাবে । তবে সব সময় মনে রাখবেন ক্রিপ্টো কারেন্সীতে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্রিপ্টো ফিল্ডে বিনিয়োগের পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে তবে ডিসিশন নেবেন । আর যেহেতু ক্রিপ্টো মার্কেট অত্যন্ত ভোলাটাইল তাই আপনারা সাধ্য এবং সামর্থ্যের অতিরিক্ত কখনোই বিনিয়োগ করবেন না ।

খুব শীঘ্রই আমরা $PUSS ইকোসিস্টেম গড়ে তুলতে যাচ্ছি যেখানে খুব সামান্য পরিমাণ puss স্টেক করে আনলিমিটেড ফান করতে পারবেন সকলে । গেমিং ফিল্ডে যাওয়ার চিন্তা ভাবনা করছি আমরা । তবে এসকল গেমে রিয়েল কোনো মানি ইনভল্ভ থাকবে না ।

যাই হোক, আমরা একটি কনটেস্ট রান করিয়েছি Xpilar টিমের সাথে কোলাবোরেশনে । সবাই অংশগ্রহণের চেষ্টা করবেন ।

আর সবেশেষে বলবো স্টিমিটের সার্ভার প্রব্লেম যতদ্রুত সম্ভব ঠিক হয়ে যাতে যায় সেই দিকেই তাকিয়ে আমরা । জোট দ্রুত সার্ভার প্রব্লেম কাটিয়ে উঠবে তত দ্রুত আমরা আমাদের কিউরেশনের পেন্ডিং কাজগুলো কমপ্লিট করতে পারবো ।

সকলকে ধন্যবাদ ।

Comments

Sort byBest