স্টিমিটের সার্ভার প্রব্লেম এর কারণে "আমার বাংলা ব্লগের" কিউরেশন কার্যক্রম ব্যাহত
17 comments
বিগত দু'দিন ধরে ক্রমাগত Steemit এর সার্ভারে প্রব্লেমের কারণে "আমার বাংলা ব্লগের" সকল কিউরেশন কার্যক্রমে মারাত্মকভাবে ডিলে চলছে । এছাড়াও কমিউনিটির অন্যান্য কার্যক্রমও ব্যাহত হচ্ছে । এমতবস্থায় আমাদের সকল ইউজারদের জানানো যাচ্ছে যে আপনারা ধৈর্য্য ধরে অপেক্ষা করুন । সকল পেন্ডিং কিউরেশন এর কাজ খুব দ্রুতই ক্লিয়ার করার চেষ্টা করছি আমরা ।
আমাদের কিউরশন এর সকল কার্যক্রম বেশিরভাগ রাতেই হয়ে থাকে । আর রাতের দিকেই সাধারণত সার্ভার ডাউন থাকছে বিগত দু'দিন ধরে । ফলে দিনের পর দিন পেন্ডিং কিউরেশন ওয়ার্ক এর লিস্ট দীর্ঘ হয়েই চলেছে । আমরা তাই একটি বিকল্প পথ খোঁজার চেষ্টায় আছি এবং আশা করছি খুব শীঘ্রই সফল হবো ।
এছাড়াও আমার শখের ফান টোকেন পুশ নিয়ে বিগত কয়েকদিন ধরে খুব বিজি থাকার কারণে "আমার বাংলা ব্লগ" সহ আমার সকল স্টিমিট প্রজেক্টগুলোতে খুবই কম সময় দিতে পারছি । $PUSS এর সাকসেস এর জন্য চাই এর প্রচার । আপনারা আশা করছি $PUSS এর প্রচারণায় অংশগ্রহন করবেন । যত বেশি সংখ্যক মানুষ এতে ইনভল্ভড হবেন ততো বেশি প্রজেক্টটি সাকসেসের দিকে এগিয়ে যাবে । তবে সব সময় মনে রাখবেন ক্রিপ্টো কারেন্সীতে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্রিপ্টো ফিল্ডে বিনিয়োগের পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে তবে ডিসিশন নেবেন । আর যেহেতু ক্রিপ্টো মার্কেট অত্যন্ত ভোলাটাইল তাই আপনারা সাধ্য এবং সামর্থ্যের অতিরিক্ত কখনোই বিনিয়োগ করবেন না ।
খুব শীঘ্রই আমরা $PUSS ইকোসিস্টেম গড়ে তুলতে যাচ্ছি যেখানে খুব সামান্য পরিমাণ puss স্টেক করে আনলিমিটেড ফান করতে পারবেন সকলে । গেমিং ফিল্ডে যাওয়ার চিন্তা ভাবনা করছি আমরা । তবে এসকল গেমে রিয়েল কোনো মানি ইনভল্ভ থাকবে না ।
যাই হোক, আমরা একটি কনটেস্ট রান করিয়েছি Xpilar টিমের সাথে কোলাবোরেশনে । সবাই অংশগ্রহণের চেষ্টা করবেন ।
আর সবেশেষে বলবো স্টিমিটের সার্ভার প্রব্লেম যতদ্রুত সম্ভব ঠিক হয়ে যাতে যায় সেই দিকেই তাকিয়ে আমরা । জোট দ্রুত সার্ভার প্রব্লেম কাটিয়ে উঠবে তত দ্রুত আমরা আমাদের কিউরেশনের পেন্ডিং কাজগুলো কমপ্লিট করতে পারবো ।
সকলকে ধন্যবাদ ।
Comments