New to Nutbox?

দিনশেষ এ সবাই তো মানুষ!

0 comments

ritzy-writer
75
6 days agoSteemit3 min read
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা তাকেই সমাজ বলি, যাকে আসলে আমরা দিনরাত গালমন্দ, নিন্দে মন্দ করি। অবশ্য নিন্দে মন্দ করার যথেষ্ট কারণ ও রয়েছে। কারণ আমাদের সমাজব্যবস্থা শুরু থেকে যেভাবে শুরু হয়েছিলো। এখন সত্যি কথা বলতে তেমন টা নেই। অর্থাৎ বিভিন্ন ধরনের সন্ত্রাসী, আহাজারি, সহিংসতা সহ এমন অনেক অপরাধ রয়েছে। যেগুলো সমাজে সংঘটিত হচ্ছে। যদি সমাজের বড় বড় হর্তা কর্তারা এই সবকিছুর হাল ধরতো এবং এই সবকিছু থেকে সমাজকে একটা সুন্দর পরিবেশ উপহার দিতো। তাহলে কিন্তু তারা সেটা চাইলেই করতে পারতো।

তবে আমি আজকে সে বিষয় নিয়ে মোটেও কথা বলতে আসিনি। অর্থাৎ এটা ঠিক যে আমাদের সমাজে অনেক রকমের সমস্যা রয়েছে। কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় যে, দিনশেষে আমরা সকলেই মানুষ।তাই এতো এতো খারাপের মধ্যেও মাঝেমধ্যে দেখা যায় যে, যখন অনেকজন মানুষ কোনো বিপদে পরে। তখন সর্ব শ্রেণীর মানুষ এগিয়ে আসে। হতে পারে বিপদে পরলো কোনো রিক্সা চালক কিংবা কোনো ভ্যানচালক। কিন্তু ওই বিপদটায় হঠাৎ করেই দেখবেন জড়িয়ে পরে অনেক বড় বড় মানুষজন, বড় বড় ব্যক্তিত্ব। অর্থাৎ তারা শুধুমাত্র ওই যে মানুষের পরিচয়েই আসে। তারা তাদের পদবী, তারা তাদের গদির পরিচয় এ আসে না। অর্থাৎ দিনশেষে বেশিরভাগ সময় আমি দেখেছি যে, মানুষেরা এক হয়েই যায়।

এটা ঠিক যে মানুষে মানুষে এখন অনেক হিংসা, বিদ্বেষ, ঝামেলা, ঝগড়াঝাঁটি ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখবেন বেশিরভাগ সময় যখন সমাজের একটা মানুষ বিপদে পরে। তখন অনেক মানুষ সে বিপদে ঝাঁপিয়ে পরে,নিজেদের কথা চিন্তা না করে। এজন্যই আসলে আমরা এখনো সমাজে বসবাস করছি। অর্থাৎ এই যে সমাজ নিয়ে আমাদের এতোগুলো অভিযোগ। তারপরেও আমরা এই সমাজের বসবাস করার একটা মাত্র কারণ হলো,আমরা যে মানুষ সেটা আমরা ভুলে যাই না ।

এজন্যই কিন্তু পৃথিবীটা এখনো বেঁচে আছে। অর্থাৎ যদি পৃথিবীতে একটাও ভালো মানুষ আর না থাকে। তাহলে আমি মনে করি সেদিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমরা এটা সবসময় ভাবি যে পৃথিবীতে কোনো ভালো মানুষ নেই। কিন্তু তা অনেকটা ভুল। কারণ পৃথিবীতে অনেক অনেক ভালো মানুষ রয়েছে। আমাদের চারপাশে রয়েছে এবং তাদের জন্যেই আমরা এখনো বেঁচে আছি। আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার স্বপ্ন দেখি। কারণ এটাই একমাত্র ভরসার শব্দ যে, আমরা মানুষ। তাই মানুষের বিপদে শেষ পর্যন্ত হলেও আমরা এগিয়ে আসি।

Comments

Sort byBest