আকাশের স্বপ্ন পূরণ (প্রথম পর্ব)
1 comment
আকাশ হতাশ হয়ে অনেকটা হাল ছেড়ে দেয়ার মতো অবস্থায় রয়েছে। সে চিন্তা করছিলো প্রতিবার চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কিছু টাকা খরচ হয়ে যায়। চাকরি না পেয়ে শুধু শুধু এই বাড়তি টাকাগুলো খরচ করতে তার খুব গায়ে বাঁধে। কারণ আকাশ শহরে থেকে টিউশনি করিয়ে সে যে কটা টাকা আয় করে। সেই টাকার ভেতর সে নিজে চলে বাকি টাকা সে বাড়িতে পাঠায়। বাড়িতে রয়েছে তার বৃদ্ধ বাবা মা এবং ভাই বোন। চার ভাই বোন আর বাবা মা মিলে তাদের ৬ জনের সংসার। এত বড় সংসারের খরচ চালানো চাট্টিখানি কথা না।
তারপরেও আকাশ নীরবে নিভৃতে পরিবার চালিয়ে যাচ্ছে। কিন্তু দিন দিন সে হতাশ হয়ে পড়ছে। চাকরির ইন্টারভিউ দিতে দিতে সে এখন রীতিমতো ক্লান্ত। এদিকে তাকে নতুন দুশ্চিন্তা পেয়ে বসেছে। সে যে দুটো টিউশনি করায়। সেই দুটো বাসা থেকেই তাকে ঘুরিয়ে পেচিয়ে বলা হয়েছে যে তাকে দিয়ে হয়তো আর বেশিদিন তারা পড়াবে না। কারণ এখন নাকি সবাই মেডিকেল আর বুয়েটের স্টুডেন্ট ছাড়া কাউকে দিয়ে বাচ্চাদেরকে পড়াতে চায় না। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Comments