New to Nutbox?

মানিয়ে নিতে হবে।

16 comments

rex-sumon
82
2 years agoSteemit4 min read

হ্যালো বন্ধুরা।

আসসালামুয়ালাইকুম। আজ আমি পোস্ট লিখতে বসেছি, ঘড়িতে এখন ঠিক বারোটা বাজে। দুপুর ১২ টা নয়, এটা রাত বারোটা। এখন ছিল আমার জন্য পারফেক্ট ঘুমের টাইম। কাল সকালে অনেক জার্নি করতে হবে। সকালে ঘুম থেকে উঠে প্রয়োজনীয় কাজবাজ অবশ্যই অবশ্যই সেরে তারপর আমার বের হতে হবে। এই পোস্ট দুপুরের পরে পাবলিস্ট করবো। সারাদিন সময় পাবো না পোস্ট লেখার। এইজন্য আগেভাগেই কাজ সেরে রাখা।

অনেকদিন যাবত বাড়িতে ছিলাম। ঈদ কাটাইলাম পরিবারের সাথে। ঈদের ৮-১০ দিন আগে আমার আপুকে নিয়ে আসতে গিয়েছিলাম আমি। এটা নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম আপনাদের সাথে। যারা আমার পোস্ট পড়েছিলেন তাদের হয়তো মনে আছে। আমার দুই ভাগ্নে ও এসেছিল সাথে। এবারের ঈদ পরিবারের সকল সদস্যদের সাথে করতে পেরে খুবই ভালো লেগেছিল। বাড়ি ভড়া মানুষ ছিল। ভাগ্নের দুরন্তপনা, সবসময় এদিক-ওদিক ছোটাছুটি, বাজি ফোটানো, সবমিলিয়ে বাড়িটা সবসময় আনন্দে মুখরিত হয়ে থাকতো। ঈদ শেষ হওয়ার দশ দিন পর আবার আপুরা ব্যাক করল নড়াইলে। আপুর সাথে আমার ওয়াইফ ও গেছে। আমার ওয়াইফের বাসা আপুর বাসার পাশেই। আমার ছোট ভাইয়ের কলেজ খোলায় ও চলে গিয়েছে শহরে৷ সবার এমন চলে যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে।

বাহির হতে যখন বাড়িতে আসি তখন বাড়িটা কেমন নিস্তব্ধ লাগে। এজন্য আমার সবসময় ভালো লাগে যখন শুনি খুশির কিছু সামনে আসছে। ওই আগ মুহূর্তে আমার বেশি ভাল লাগে'। আনন্দ সামনে রাখাই বেশি আনন্দের। যাই হোক এখন আমার আব্বু এবং আম্মুর জন্য খারাপ লাগছে। কারণ আগামীকাল আমিও চলে যাব। বাড়িটা আরো ফাঁকা হয়ে যাবে। শুধু আব্বু আম্মু থাকবে বাড়িতে। কিছুই করার নেই। ভার্সিটি খুলেছে, আমাকে যেতেই হবে।

আসলে জীবনটাই এমন। কোন মায়ায় আপনি বেশিক্ষণ আটকে থাকতে পারবেন না । আপনাকে যেতে হবে। বহু পথ পাড়ি দিতে হবে। আর এজন্য অনেক আপন জায়গা ত্যাগ করতে হবে, এটাই স্বাভাবিক। ভেবে দেখুন আমরা যখন স্কুল লাইফ শেষ করেছিলাম তখন স্কুল ছেড়ে আসতে আমাদের কতটা খারাপ লেগেছিল। কিছু বন্ধুদের সাথে আর দেখাই হবে কিনা এমন সন্দেহ নিয়ে ছেড়ে আসাটা সত্যিই বেদনা দায়ক ছিল। যেদিন আমি স্কুল লাইফের শেষ ক্লাস করেছিলাম সেদিন আমার খুবই খারাপ লাগছিল এটা ভেবে যে, এই বন্ধুদের সাথে এক রুমে বসে কখন নাই ক্লাস করা হবে না আর। বুক ভরা কষ্ট নিয়ে যখন আমরা কলেজে পদার্পণ করেছিলাম তখন ধীরে ধীরে কলেজের মায়াতেও পড়ে গেছিলাম। কলেজে অনেক ভালো বন্ধু পেয়েছি। কলেজ লাইফ যখন আবার শেষ করেছি তখন কলেজ ছেড়ে আসতেও ভীষণ খারাপ লেগেছিল। কিন্তু আসতে হয়েছে। এটাই বাস্তবতা , এটাই স্বাভাবিক ।

এটাই যখন বাস্তবতা তখন আমাদেরকে মেনে তো নিতেই হবে। মেনে নেয়া শিখতে হবে। পরিস্থিতি যেমনই হোক সেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। কোন কিছুর মায়ায় পড়ে গেলে সেখানেই আটকে থাকাটাও বোকামি, যদি অন্যত্রের প্রয়োজনটা আপনার কাছে অধিক গুরুতর হয়।

আমার জীবনে চলার পথে অনেক অনেক বন্ধু পেয়েছি। কিন্তু কিছু কিছু ভালো বন্ধুর সাথে এখন দেখাই হয় না আর। প্রয়োজনের তাগিদে তারা এক জায়গা আর আমি এক জায়গা। জীবন তো আমাদের একটাই। এমনটা তো নয় যে, পরিস্থিতির বার বার পুনরাবৃত্তি ঘটবে। আমরা যা কিছু ত্যাগ করতেছি তার মানে ওই সময়ের সবকিছু চিরতরে পিছনে ফেলে রেখে আসতেছি। প্রত্যেকটা মানুষের কাছেই এই ছেড়ে যাওয়ার বিষয়গুলো আনওয়ান্টেড। একজন গার্মেন্টস কর্মী ঈদ ফুরোতে না ফুরোতেই আবার ছুটে যায় কর্মস্থলে। বহুদিন পর পরিবারের সাথে দেখা, কিন্তু তারপরেও মায়া ত্যাগ করে তাকে ছুটে চলে যেতে হয় দু'মুঠো ডাল ভাত জোগাড়ের উদ্দেশ্যে। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য বা কর্মে ভিন্নতা থাকলেও অনুভূতির বিষয়বস্তুটা একই। যা কিছু হয়ে যাক, বাস্তবতার কাছে আমাদের সবাইকেই মেনে নিতে হবে।

যাইহোক, কাল সকালে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। সারাদিন জার্নির উপর থাকতে হবে। বাসায় গিয়ে আবার সব কিছু কেনাকাটা করতে হবে। কারণ নতুন বাসায় উঠতেছি। কাল অনেক ধকল যাবে। আজ অনেক রাত হয়ে গেলো। পোস্ট লিখা শেষ করে ঘুমিয়ে পড়বো। কাল পোস্টটি পাবলিস্ট করে দিব। ঢাকায় পৌঁছে বাসা ঠিক করার অনুভূতি শেয়ার করব ইনশাআল্লাহ্। যাইহোক সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।

woman-5762754_1280.png

image source & credit: copyright & royalty free PIXABAY



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Comments

Sort byBest