New to Nutbox?

এক অচেনা পরিস্থিতিতে!!

8 comments

rex-sumon
82
2 months agoSteemit2 min read

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন কাটলো আপনার নেট বিহীন দিনগুলো? আমার জীবনে এমন পরিস্থিতি দেখিনি আগে কখনো। সিম নেটওয়ার্ক দুর্বল করে দেওয়া দেখেছি, একদম অফ করাও দেখেছি। কিন্তু wifi নেটওয়ার্ক অফ করতে দেখিনি। করলেও হয়তো খুব অল্প সময়ের জন্য করা হয়েছিল।

এবার এটা কী করলো সরকার!! সরকার খুব ভালো হতো ভয় পেয়ে কজটা করেছে। আন্দোলন যে পর্যায়ে পৌঁছেছিল তাতে নেট অফ না করলে সরকারের ১২ টা বাজতে সময় লাগতো না। এজন্যই সকল ধরনের ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। এতে মানুষ চরম দুর্ভোগে পরেছে। বিকাশ ও নাকি অফ রাখা হয়েছিলো। যাদের এমারজেন্সি টাকার প্রয়োজন তারা বিষয়টির জন্য বেশ জটিল পরিস্থিতিতে পরে গিয়েছিলো।

সমস্ত অফিস আদালত বর্তমানে ইন্টারনেট নির্ভরশীল। সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন প্রচুর লস গুনতে হয়েছে। সিম নেটওয়ার্ক কোম্পানিগুলো ও বিশাল লস করেছে। ইন্টারনেটের এমন পরিস্থিতি আমাদের কাছে একদমই নতুন। গত হ্যাংআউটের দিন সন্ধ্যার পর সম্ভবত ইন্টারনেট বন্ধ হয়েছিলো। প্রথম কোন হ্যাংআউট করা সম্ভব হলো না নেট সমস্যার জন্য।

পরের দিনগুলো কেটেছে খুব বাজে ভাবে। আমরা এখানকার সবাই ইন্টারনেট নির্ভরশীল। এটার বাইরে থাকা আমাদের জন্য অনেক বেশি জটিল। আমার ফোনে ছিলো না কোন বিনোদনের বিষয় বস্তু। একটি মাত্র কার ড্রাইভিং গেম ছিলো সেটাই বার বার খেলেছি আর বোরিং সময় পার করেছি। এদিকে আবার আমি আটকে আছি শশুর বাড়ি। বাড়িতে থাকলে সমস্যা ছিলো না। সময় কাটানোর মতো মানুষ ছিলো অনেক। গাড়ি চলাচল বন্ধ থাকায় আটকে ছিলাম।

গত ৩ বছরে কমিউনিটি থেকে এমন সম্পূর্ন বিচ্ছিন্ন থাকিনি কখনো। দেশের মধ্যে শুধুমাত্র আমরা ফোনে কন্টাক করতে পেরেছি। দেশের বাইরে দাদা দের সাথে কোন ধরনের যোগাযোগ করতে পারিনি। কমিউনিটি ঘিরে আমার দৈনন্দিন যে কার্যক্রম গুলো থাকে সেটা এ'কদিন একেবারেই ছিলো না। আমার জন্য এমন একটি দিন খুবই অচেনা।

যাইহোক, অবশেষে ইন্টারনেট ফিরে আসায় খুবই ভালো লাগছে, তবে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে আবার খারাপ লাগছে। প্রতিটি যৌক্তিক আন্দোলনের মাঝেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আবির্ভাবের জন্য আন্দলোন গুলো ভেস্তে যায়।

earth-2254769_1280.jpg

Source



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Comments

Sort byBest