New to Nutbox?

গরিব মানুষের কষ্ট

1 comment

raintears
73
last monthSteemit3 min read

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গরিব মানুষের কষ্ট সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে আমরা গণনা করে দেখলে অবশ্যই কিন্তু দেখতে পাই যে এই পৃথিবীতে ধনী লোক অপেক্ষা গরিব লোকের সংখ্যা অনেক বেশি। আসলে একটা দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যায় তখন সেই দেশের সকল লোক প্রথমে সেই দেশের গরিব সমস্যাকে দূরীকরণের চেষ্টা করে। আসলে দেশ থেকে যদি গরিব সমস্যা মেটানো না যায় তাহলে পৃথিবী কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এছাড়াও প্রতিনিয়ত যখন আমরা বাইরে বিভিন্ন কাজে বের হই তখন দেখতে পাই যে রাস্তার দুপাশে ছোট ছোট ঘর করে গরিব মানুষেরা বসবাস করে। আসলে এসব গরিব মানুষদের কষ্ট হয়তোবা আমরা দূর থেকেও সামান্য একটু অনুভব করতে পারলেও পুরো কষ্টটা কিন্তু আমরা কখনো অনুভব করতে পারি না। আসলে প্রতিটা ঋতুতে এসব গরিব লোকেরা কি করে সংগ্রাম করে বেঁচে থাকে তা একমাত্র তারাই জানে। আসলে এসব গরিব মানুষেরা দিনরাত পরিশ্রম করেও তারা তাদের জীবনের উন্নতি করতে পারে না।



আমরা কখনো এই গরিব লোকেদের পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই না। কেননা এসব গরিব মানুষদের আমরা মনে করি সমাজের বোঝা। কিন্তু এই কথাটা সম্পূর্ণ একটি মিথ্যা কথা। কারণ গরিব কখনো দেশের বোঝা হতে পারে না। আসলে আমদের দেশের জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করতে পারি তাহলে আমাদের দেশ কখনো পিছিয়ে থাকবে না। এই পৃথিবীতে যেসব উন্নত দেশ রয়েছে সেসব দেশে কিন্তু গরিব লোকের সংখ্যা খুবই কম। আসলে এই সব গরিব লোকেরা যদিও কঠোর পরিশ্রম করে তবুও কিছু কিছু খারাপ ব্যক্তিদের জন্য তারা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না। আসলে বেশিরভাগ কলকারখানার মালিকেরা সবসময় গরিব লোকদের শ্রমিক হিসেবে নিয়ে থাকে। আসলে এক দিক থেকে গরিবরা থাকে অশিক্ষিত। আর এর ফলে তারা তেমন কোন ভাল-মন্দ বুঝতে পারে না।


আর এইসব অসাধু কলকারখানার ব্যক্তিরা এসব গরীব লোকেদের দিয়ে অনেক বেশি কঠোর পরিশ্রম করায়। যদিও তারা এই কঠোর পরিশ্রম করে তারা তাদের সঠিক মূল্যায়ন কখনো পায় না। আসলে তারা অনেক কিছুই বোঝেনা সুষ্ঠু শিক্ষার অভাবে। আসলে এইসব গরীব মানুষেরা যদি শিক্ষার গুরুত্ব বুঝে সামান্য শিক্ষা গ্রহণ করতে পারতো তাহলে তাদেরকে এই ধরনের কষ্ট আর কখনোই করতে হতো না। যদিও তারা কঠোর পরিশ্রম করতো এবং কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক তারা সেইসব অসাধু ব্যক্তিদের কাছ থেকে বুঝে নিতে পারত। আসলে এসব গরিব লোকেরা পর্যায়ক্রমে কঠোর পরিশ্রম করেও কোন প্রজন্ম সামান্য একটু উপর উঠতে পারে না। আসলে উপরে না ওঠার প্রধান কারণ হলো এসব অসাধু ব্যক্তিদের জন্য।


আসলে এসব খারাপ ব্যক্তিরা কখনো চায় না যে এইসব গরীব লোকেরা মাথা উঁচু করে দাঁড়ায়। আসলে গরিব লোকেদের দ্বারা যদি তারা তাদের কাজকে সমাধান করতে না পারে তাহলে তাদের অর্থ সম্পত্তি দিন দিন কমে যাবে। আসলে কখনো তারা তাদের সামান্য সহানুভূতি এইসব গরিব লোকেদের উপরে দেখায় না। যদি আমরা দেশের সকল লোক মিলে সামান্য একটু সাহায্য দিয়েই গরিব লোকদের সাহায্য করি তাহলে হয়তোবা দেশ থেকে গরিব নামটি চিরতরে মুছে যেতে পারে। আসলে বর্তমান সময়ের সরকার বিভিন্ন ধরনের উদ্যোগের ফলে গরিব লোকেরা একটু স্বস্তির মুখ দেখেছে। বিশেষ করে রেশন চালু করার ফলে বেশিরভাগ গরিবেরা এসব সুযোগ-সুবিধা পাবার ফলে তারা তাদের সংসারকে একটু ভালোভাবে চালাতে পারছে। এছাড়াও এইসব গরিব লোকেরা এখন সরকারি হসপিটাল থেকে বিনামূল্যে ভালো ধরনের চিকিৎসা পেয়ে থাকছে। আসলে আমরা যদি গরিবদের পাশে দাঁড়াই তাহলে গরিব নামটি এই পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Comments

Sort byBest