New to Nutbox?

রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ০৬

1 comment

photo.passion
65
14 days agoSteemit2 min read

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। আশা করি ছবিগুলো আপনাদের ভাল লাগবে। মোবাইলের সাথে ক্যামেরাযুক্ত হওয়ার পরে ফটোগ্রাফি করা অনেক সহজ হয়ে গিয়েছে। এখন প্রতিটা মানুষই তার পছন্দের মুহূর্তগুলো ধারণ করে রাখতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG_20240314_123817.jpg

ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে হকারদের একটি দোকান। এই দোকানে কম্বল রয়েছে। তা ছাড়াও রয়েছে ট্রাভেলারদের জন্য কিছু সামগ্রী। বিশেষ করে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন স্লিপিং ব্যাগ। এগুলো যারা তাবলীগ করে আর যারা ঘোরাফেরা করতে পছন্দ করে এই দুই ধরনের লোকজনই কিনে থাকে।

IMG_20240314_123602.jpg

এই ছবিতে আরো একটি হকারের দোকান দেখতে পাচ্ছেন। যে দোকানে স্যান্ডেল বিক্রি করা হচ্ছে। এই ধরনের দোকান থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকজনেরা কেনাকাটা করে থাকে। কারন এই সমস্ত দোকানের জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কিছুটা কম হয়।

IMG_20240314_122845.jpg

এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন সেটা একটি হকারের দোকান। এই দোকানে বিভিন্ন রকমের ব্যাগ দেখতে পাচ্ছেন। এই ব্যাগগুলো খুবই কাজের। এখানে যেমন বাজার করার ব্যাগ পাওয়া যায় তেমনি টুকিটাকি কাপড়চোপড় বহন করার ব্যাগও পাওয়া যায়।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ঢাকা


ধন্যবাদ

Comments

Sort byBest