New to Nutbox?

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

27 comments

parul19
72
7 days agoSteemit3 min read

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

1000020997.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা খাবারের ফটোগ্রাফি নিয়ে। সত্যি খাবারের ফটোগ্রাফি গুলো দেখলে লোভ সামলানো মুশকিল। আজ বেশ কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছি।সত্যি নতুন নতুন খাবার খেতে অনেক ভালো লাগে। আজ এসেছি আমার বড় আপুর হাতে রান্না করা কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে। আর কিছু কেনা খাবার। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলে বা ভালো কিছু দেখলে কখনো ফটোগ্রাফি করতে মিস করি না। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000020997.jpg

এটি হচ্ছে ভাপা পিঠার রেসিপি। আসলে শীতে ভাপা পিঠা খেতে অনেক মজার। তবে বর্তমান গুড় গুলো তেমন ভালো হয় না তারজন্য পিঠা খেয়ে তেমন মজা নেই। তবে কি আর করা যাবে এগুলোই খেতে হবে। তবে এই গুড় গুলো মোটামুটি ভালোই ছিল। গতকাল আমার বড় বোন বানিয়ে ছিল সবাই মিলে বেশ মজা করে খেয়েছে।

1000020659.jpg
এটি হচ্ছে আইসক্রিম। আসলে ঢাকায় তেমন ঠান্ডা নেই বলেই চলে। আর ঠান্ডা হলেই কি হবে বাচ্চারা আইসক্রিম দেখলে খাবে।আমার মনে হয় বাচ্চাদের আইসক্রিম অনেক প্রিয়।তাদের আইসক্রিম হলে আর কিছুই লাগে না। গতকাল সন্ধ্যা বেলা ভাগ্নে বড় এক বক্স আইসক্রিম এনেছে তাই সবাই মিলে বেশ মজা করে খেয়েছিল।তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি।

1000020996.jpg
এটি হচ্ছে ভিজানো পিঠার রেসিপি। আসলে শীতের সবচেয়ে জনপ্রিয় পিঠা হলো ভিজানো পিঠা। তবে এই পিঠা গুলো একেক জায়গায় একেক নামে পরিচিত। তবে অনেকে শহরে এই পিঠা গুলো বানাতে পারে না কিন্তু আমার বোন নিজে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে। আর এই পিঠা গুলো খেতে সত্যি অনেক ভালো লাগে।

1000020995.jpg
এগুলো হচ্ছে দই। আসলে নিজের হাতে তৈরি জিনিস এর তুলনা হয় না। আমার বোন সব সময় নিজে নিজেই দই তৈরি করে।আমরা সবাই এসেছি তাই দুই দিন আগে তৈরি তৈরি করেছিল সবাই অনেক মজা করে খেয়েছে। সত্যি এভাবে নিজে তৈরি করে খেতে পারলে অনেক ভালো লাগে। দই গুলো অনেক মজার ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000020994.jpg

এগুলো হচ্ছে খেজুর। আমার বোন সব সময় খেজুর খায়। আসলে আমাদের সবার উচিত খেজুর খাওয়া। গতকাল বোনের সাথে বাজারে গিয়ে বেশ কিছু খেজুর কিনে এনেছি। তাই সবাই মিলে বেশ মজা করে খেয়েছিলাম। তাই ভাবলাম খেজুরের ফটোগ্রাফি করি তাই করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000020993.jpg

এগুলো হচ্ছে চানাচুর। আসলে চানাচুর খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। সন্ধ্যা বেলা চানাচুর মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তবে এই চানাচুর গুলো এমনিতে খেতে অনেক ভালো লাগে। বাচ্চারা সবাই মিলে এমনিতে এই চানাচুর গুলো খেতে অনেক ভালো লাগে। আমার কাছে ও অনেক ভালো লাগে।


এগুলো হচ্ছে পুইশাক রান্নার রেসিপি। আসলে পুইশাক গুলো খেতে অনেক ভালো লাগে। এই পুইশাক আমার মেজ বোন ঢাকায় আমার বড় বোনের জন্য এনেছে। আর আমার বড় বোন গতকাল রান্না করেছিল বেশ মজা করে খেয়েছিলাম। সত্যি খাবার গুলো অনেক মজার ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনবাড্ডা, ঢাকা

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Comments

Sort byBest