New to Nutbox?

বাটারফ্লাই ইফেক্ট

0 comments

ocean-trench
76
19 hours agoSteemit2 min read

butterfly-8062144_1920.jpg

Source

কখনো কি আপনাদের সাথে এমনটা হয়েছে যে, আপনার ক্ষুদ্র কোন চেষ্টার কারণে পরবর্তীতে বড় কোন পরিবর্তন এসেছে। এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টিকেই বাটারফ্লাই দিতে বলা হয়। বাটারফ্লাই ইফেক্ট সাধারণত একটি মতবাদ দিয়ে থাকে যে মতবাদটি হল ছোট্ট কোন পরিবর্তনও বড় কোনো ভয়ানক অবস্থা কিংবা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে ও বড় পরিবর্তন এ নিয়ে আসতে পারে। এখানে ভয়ানক শব্দটা শুধুমাত্র এটা বোঝাতে ব্যবহার করেছি যাতে করে আপনারা এর বিষদ প্রভাবটা বুঝতে পারেন।

এই বাটারফ্লাই ইফেক্ট এর প্রভাব আমরা প্রতিনিয়তই আমাদের চারিপাশে দেখতে পাচ্ছেন কিন্তু আফসোসের বিষয়ে সেই বিষয়গুলো আমরা অনুধাবন করি না। কারণ আমাদের জীবন এতটাই ব্যস্ততম হয়ে গেছে আশেপাশে কি ঘটছে কিংবা কি রকম আর সমাজ পরিবর্তন হচ্ছে সেই বিষয়গুলো আমরা খুব বেশি মনোযোগ দিয়ে কিংবা গুরুত্ব সহকারে দেখি না। তাই আমাদের কাছে বাটারফ্লাই খুব বেশি একটা চোখে পড়ে না। বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব তাহলে এই যে বাটারফ্লাই ইফেকশন সম্পর্কে আপনাদের একটি সংক্ষিপ্ত ধারণা চলে আসবে।

একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। মনে করুন আপনি রাস্তা পার করছেন। সেভাবেই আপনি পার করছেন মাঝখানে দেখলেন একটি ছোট ইটের টুকরো রয়েছে। সেই টুকরো আপনি একটি লাথি দিলেন। এখানে কিন্তু খুব বড় একটা পরিবর্তন হলো না। কিন্তু টুকরোটি গিয়ে বলল রাস্তা ঠিক মাঝামাঝি এবং সেখান থেকেই একটি মোটরসাইকেল খুব জোরে যাতায়াত করছে। যেহেতু স্পিড অনেক বেশি থাকবে এবং আপনি যেই টুকরোটিতে লাথি দিয়েছিলেন সেটা মোটরসাইকেল চাকার নিচে এসে মোটরসাইকেলটি মারাত্মকভাবে এক্সিডেন্ট করলো এবং তার ফলশ্রুতিতে মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হল। মোটরসাইকেলেও বেশ ক্ষতিগ্রস্ত হলো। এই যে বিষয়টি রয়েছে এটাও কিন্তু বাটারফ্লাই ইফেক্টেড ছোট্ট একটি উদাহরণ। কিন্তু সচরাচর এবং প্রাকৃতিকভাবে যেগুলো হয় সেগুলোর প্রভাব অনেকটা ভয়াবহ হয়। যেমন একটি কথিত কথা রয়েছে মনে করুন বাংলাদেশে যদি একটি প্রজাপতির ডানা মেলে সেক্ষেত্রে আমেরেকাতে ঘূর্ণিঝড় ও চলে আসতে পারে। বাটারফ্লাই ইফেক্ট আমাদেরকে বুঝতে সাহায্য করে কতটুকু পরিবর্তন হতে পারে।

আপনি একটু চোখ বন্ধ করেন। এই বিষয়গুলো কল্পনা করে দেখুন তাহলে আপনি হাজার হাজার উদাহরণ মিলাতে পারবেন এই ইফেক্ট সম্পর্কে এবং এই সব ইফেক্ট সম্পর্কে আমাদের ধারণা থাকা খুবই আবশ্য কারণ। বর্তমানে যেভাবে সমাজ পরিবর্তন হচ্ছে সবাই আপডেট হচ্ছে সেক্ষেত্রে আপনাকেও কিছু বিষয় এখন জানতে হবে তা না হলে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। আশা করছি আমার এই পোস্ট আপনাদের ভালো লেগেছে। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Comments

Sort byBest