New to Nutbox?

প্রেমের আনন্দ ও বেদনার সময়কাল

0 comments

ocean-trench
73
last monthSteemit3 min read
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে কিছু কিছু ব্যাপার আসলে মনে হয় এবং বরাবরের মতোই আমি সেই ব্যাপারগুলো সকলের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ নিজের মতামত গুলো সেসব ব্যাপারে ব্যক্ত করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। সে যাই হোক, আজকের ব্যাপারটি আসলেই একটু অন্যরকম এবং হয়তো অনেকে একটু বুঝতেও সমস্যা হতে পারে। কারণ অনেক সময় এমন হয় যে, আমি কোনো কিছু একভাবে বুঝাতে চাচ্ছি কিন্তু সেভাবে আসলে অন্যরা বুঝতে পারছেনা।

সে যাই হোক,আমাদের প্রেমের আনন্দটা আমার মতে ক্ষনিকের। কিন্তু প্রেমের যে বেদনা টা সেটা অনেক বেশি সময়ের এবং আমার কাছে মনে হয় সর্বকালের। কারণ ধরুন আপনি কোনো একটা মানুষের সাথে প্রেম করলেন এবং সেই প্রেমটি সফলতা অর্জন করলো। তো ওই প্রেম করার সময়ে আপনি যে তীব্র আনন্দটি বোধ করবেন। সে আনন্দের সময়কাল কিন্তু খুবই কম। অর্থাৎ একটা সময় পর আপনি সেই আনন্দটা ফিল করতে পারবেন না।হয়তো বা আপনারা দুটো মানুষ একসাথে হয়ে যাবেন। কিন্তু তখন কিন্তু আপনারা আপনাদের মতোন করে জীবনে ব্যস্ত হয়ে পরবেন এবং ওই প্রথম দিককার যে প্রেমের আনন্দ। সেইটা কিন্তু আর থাকবে না। আমি কিন্তু বলছি না যে তাতে ভালোবাসা কমে যাবে। ভালোবাসা কমবে না। কিন্তু আপনি মানুন বা না মানুন, ওই আনন্দটা একটু হলেও ক্ষীণ হয়ে যাবে।

কিন্তু যেই ব্যাপারটি ক্ষীন হতে খুব মুশকিল কিংবা খুব লম্বা সময় ধরে থেকে যায় আমাদের জীবনে, সেটা হচ্ছে প্রেমের বেদনা। কারণ ধরুন আপনি একটা প্রেম করলেন এবং সেখানে আসলে আপনি সফলতা পাননি তখন দেখবেন যে, যে কোনো কাজে কিংবা যে কোনো মুহূর্তে আপনার হুট করে ওই ব্যাপারটি মাথায় চলে আসছে এবং এতে করে আপনি কষ্ট পাচ্ছেন। সেটা এমনটাও হতে পারে যে, আপনার কোনো খুব কাছের মানুষ তাদের দুটো মানুষের জীবনের মধ্যে খুশি রয়েছে। এমনকি আপনার সেটা দেখেও খারাপ লাগতে পারে কারণ আপনি ওই সফলতাটি অর্জন করতে পারেননি।

তাই আমার মতে প্রেম এমন একটা জিনিস। যেটাতে নিজেদের সময় নিজেদের ইমোশন নিজেদেরকে ইনভেস্ট করার আগে অনেকটা বেশি ভাবা উচিত। কারণ আসলে আমাদের প্রেম, আমাদের হৃদয়ের সাথে সম্পর্কিত। তাই আমাদের হৃদয়টা আমরা কোথায় রাখবো কিংবা হৃদয়টা কাকে দিবো। সেটা আসলে অনেকটা ভেবে চিন্তে আমাদের করা উচিত। কারণ ওই যে বললাম, আনন্দটা ক্ষণিকের হলেও বেদনাটা কিন্তু অনেকটা সময়ের।

Comments

Sort byBest