নাটক রিভিউ || বিয়ে সাদী
15 comments
হ্যালো বন্ধুরা.. কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন শুরু করা যাক..
নাটক | বিয়ে সাদী |
---|---|
পরিচালক | তারেক রেজা রহমান সরকার |
শিল্পী | আরোশ খান , তাসনুভা তিশা, সোমু চৌধুরী, টুনটুনি আপা, সাবিহা জামান, শারমিন এবং আরো অনেকেই |
সম্পাদনা ও রঙ | সামিম হোসেন |
সঙ্গীত | আপেল মাহামুদ এমিল |
লেখক | রিফাত আদনান পাপন |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ৪৬ মিনিট |
প্রকাশ | ইউটিউব , ১০ নভেম্বর ২০২৪ ইং |
এই গল্পের শুরুতে দেখা যায় গল্পের নায়ক তার পরিবারের সবার সাথে বসে আছে ৷ পাশেই তার বাবা তাদের পরিবারের ঐতিহ্য মুরুব্বিকে ( বেশ পুরনো একটা বাইক ) পরিস্কার করছে ৷ একটু পরেই গল্পের নায়ক সাজিদের ফোনে ফোন আসে ৷ গল্পের নায়িকা নীলা সাজিদকে ফোন করেছে ৷ সাজিদ ফোন রিসিভ করে নীলার সাথে কথা বলে ৷ কিন্তু নীলা সাজিদের কথা শুনে রেগে যায় ৷
সাজিদ এবং নীলা দু'জন দুজনকে ভালোবাসে ৷ বেশ পুরনো প্রেমের সম্পর্ক তাদের ৷ প্রেমের এই সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে তাদের ৷ দু-পরিবারের মাঝে কথাবার্তা সব ঠিকঠাক হয়েছে ৷ কয়েক দিনের মাঝেই বিয়ে হবে সাজিদ এবং নীলার ৷ সব কিছুই ঠিকঠাক আছে , শুধু একটু সমস্যা ৷ এজন্যই রেগে যাচ্ছে নীলা , আর সাজিদ তাকে বোঝানোর চেষ্টা করছে বারবার ৷
কিছু দিনের মাঝেই সাজিদ এবং নীলার বিয়ে ৷ সব কিছুই প্রায় ঠিকঠাক আছে ৷ তবে এর মাঝে একটু সমস্যা হচ্ছে সাজিদের বাবার ইচ্ছে ৷ সাজিদের বাবার ইচ্ছে সাজিদের বিয়েটা তাদের পরিবারের ঐতিহ্য মেনেই হোক ৷ তাদের পরিবারে বেশ পুরনো একটা নীতি আছে ৷ বংশ পরম্পরায় সবাই এই নিয়ম মেনে বিয়ে করেছে ৷ সাজিদের বাবার ইচ্ছে তার ছেলে সাজিদও সেই নিয়মে বিয়ে করুক ৷ তাদের বাড়িতে বেশ পুরনো একটা বাইক আছে , যাকে সবাই মুরুব্বি বলে ৷ সাজিদের বাবার তিন পুরুষ বিয়ে করে এই মুরুব্বিতে নতুন বৌউ বাড়ি নিয়ে এসেছে ৷ তাদের এটা একটা ঐতিহ্য এবং নিয়ম ৷ এভাবেই নতুন বিয়ে করে বৌউকে বাড়ি তুলতে হয় ৷ সাজিদের বাবার ইচ্ছে সাজিদও বিয়ে করে মুরুব্বিতে নতুন বৌউমাকে বাড়ি নিয়ে আসুক ৷ এই যুগে বেশ পুরনো একটা বাইকে বৌউ সেজে আসতে নীলা রাজি নয় ৷ তাই সে রেগেমেগে সাজিদ কে বারবার তার বাবাকে বোঝাতে বলছে ৷ যাতে বিয়েতে এভালে তাকে শ্বশুর বাড়িতে যেতে না হয় ৷
সাজিদ তার বাবার কাছে এসে বারবার বোঝানোর চেষ্টা করছে ৷ কিন্তু তার বাবা তার জায়গায় অটুট ৷ বিয়ে হলে পরিবারের ঐতিহ্য মেনেই হবে ৷ নতুন বৌউকে মুরুব্বিতেই আসতে হবে ৷ বাবার এমন কড়া কথায় সাজিদ আর কিছু বলতে পারে না ৷ এদিকে নীলা বারবার ফোন দিয়ে সাজিদকে রাগ দেখাচ্ছে , সে কোনোমতেই মুরুব্বিতে বৌউ সেজে যেতে পারবেনা ৷ সাজিদ তার বাবাকে ভীষণ ভালোবাসে তাই বাবার অবাধ্য হতে পারছে না ৷ এদিকে নীলাকেও সে ভীষণ ভালোবাসে , তাকে ছাড়াতে রাজি নয় ৷ দুটো প্রিয় মানুষ জেদের মাঝে সাজিদ কি করবে বুঝতে পারে না ৷
সাজিদ নীলাকে অনেক বোঝানোর চেষ্টা করে , কিন্তু নীলা মুরুব্বিতে আসতে রাজি হয় না কোনোমতে ৷ সাজিদ যখন বারবার বোঝানোর চেষ্টা করে , তখন নীলা বিয়ে ভেঙে দিতে বলে ৷ সাজিদ নীলার এমন আচরনে অনেক কষ্ট পায় ৷ সাজিদের বাবা ছেলের এই কষ্ট দেখতে পায় ৷ তাই নিজের ইচ্ছে , পরিবারের ঐতিহ্য মুরুব্বিটা দূরে ফেলে দিয়ে আসে ৷ পরের দিন মুরুব্বি চুরি হয়েছে বলে সবাই জানতে পারে ৷ মুরুব্বি নেই দেখে সাজিদ বেশ খুশি হয় ৷ সে আবার নীলার সাথে যোগাযোগ করে ৷ নীলাও বেশ খুশি হয় ৷ তাদের বিয়ের সময় কাছাকাছি আসতে শুরু করে ৷ সাজিদ এবং নীলৈ দু'জনই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ৷
এদিকে মুরুব্বি হারিয়ে সাজিদের বাবা খুব কষ্ট পায় ৷ মুরব্বি জন্য তার মন খারাপের শেষ নেই ৷ ছেলের সুখের জন্য পরিবারের ঐতিহ্য নিয়ম নীতি, নিজের ইচ্ছে সব কিছুই বিসর্জন দিয়ে বসে আছে সাজিদের বাবা ৷ তারপরই নীলার বান্ধবী পুলিশের কাছে সেই মুরব্বির খোজ পায় ৷ মুরুব্বির খোজ পেয়ে নীলাকে জানায় ৷ নীলা চলে যায় মুরুব্বি দেখতে ৷ সেটা একটা জঙ্গলে মাঝে ফেলে দেওয়া হয়েছে ৷ মুরব্বির সাথে একটা চিঠিও ছিলো ৷ সেই চিঠি পড়ে নীলা জানতে পারে সাজিদের বাবা ইচ্ছে করেই মুরুব্বিকে এখানে ফেলে গেছে ৷ ছেলের সুখের জন্যই মুরুব্বিটা রেখে গেছে জঙ্গলের মাঝে ৷ নিজের ভালোবাসা পরিবারের ঐতিহ্য সম্মানের সেই মুরুব্বি ফেলে দিয়েছে ছেলের সুখের জন্য ৷ নীলা যখন চিঠি পড়ে বুঝতে পারে এই সব কাহিনীতখন সে ভীষণ কষ্ট পায় ৷
দেখতে দেখতে নীলা এবং সাজিদের বিয়ের দিন চলে আসে ৷ সুন্দর ভাবে তাদের বিয়েটা হয়েও যায় ৷ বিয়ের পর নীলা তার পরিবারের কাছে বিদায় নেয় ৷ এবার শ্বশুর বাড়ি যাওয়ার পালা , তখন দেখা যায় দূরে সাজিদ মুরুব্বি নিয়ে দারিয়ে আছে ৷ সাজিদের বাবা মুরুব্বি দেখে চোখের পানি ধরে রাখতে পারে না ৷ বাবা ছেলের একটা ইমোশনাল দৃশ্যে....এরপর নীলা এবং সাজিদ সেই মুরুব্বিতে করে বাড়ি ফিরে আসে ৷ এখানেই এই নাটকের গল্পটা শেষ হয় ৷
রেটিং:-০৮
আমার মতামত:-
বিয়ে সাদী এই নাটকটি আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ নাটকের গল্প সবার অভিনয় সব মিলিয়ে বেশ ভালোই ছিলো ৷ অন্যরকম একটা গল্প নিয়ে এই নাটকটি তৈরি করা হয়েছে , যা বাস্তবতাকেই ফুটিয়ে তুলেছে ৷ আমরা দিন দিন পুরনো দিনের ঐতিহ্য নিয়ম নীতি সব কিছুই ভুলে যাচ্ছি ৷ নতুনত্বের মাঝে ডুবে পুরনো দিনের সংস্কৃতি ভুলে যাচ্ছি ৷ পুরনো দিনের আবেগ অনুভূতি মেশানো সংস্কৃতি ঐতিহ্য আমরা আধুনিকা মাঝে এসে মেনে নিতে পারছি না ৷ কিন্তু সে সবের মাঝে কত কিছু মিশে আছে কেবল তারাই বুঝে যারা সেই ঐতিহ্যের সাথে ছিলো ৷ যাই হোক , খুবই সুন্দর একটা নাটক ৷ আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ আশা করি আপনাদের ও সবার ভালো লাগবে ৷
নাটকের লিংক
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
Comments