স্বরচিত কবিতাঃ অবহেলা।
8 comments
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ অবহেলা।
আজ অবেলায় কেন ডাকো আমায়।
হারিয়েছি আমি অবহেলার চাদরে।
যেথায় পাবে না কেউ আর,
আগের মতো করে।
কেন আজ এই দেখানো মায়া-টান।
কষ্ট পেয়ে মনে জমেছে অভিমান।
সরিয়ে নিয়েছি নিজেকে, অবহেলার স্তূপ থেকে।
খুঁজো না আমায়,পাবেনা আর আগের মত করে।
সহস্র স্মৃতি পুড়িয়েছি অনলে।
স্মৃতি উপলব্ধি করার, কেউ নেই বলে।
জমানো অভিমান উড়িয়েছি আকাশে।
যাহা বয়ে যায়, পূবালী বাতাসে।
দেখানো ভালোবাসা,করেছে আমায় ক্ষত।
সেই ক্ষতর প্রমান,দিবো আমি কত।
তবুও নির্বোধ হৃদয়,বোঝে না আপন পর।
খেয়ে যায় আপনাতেই ধোঁকা,আর হতে চায় স্বার্থপর।
ধোঁকার ছলে শুরু হয়, জীবনের মোড়।
সেই জীবন আর, দুঃখ কষ্টের ধার ধারে না।
বাস্তবতা মেনে নিয়ে, নিজেকে নিয়ে থাকে ব্যস্ত।
আর জ্বলে পুড়ে হতে চায়,মানুষ হিসেবে শ্রেষ্ঠ।
কবিতার মর্ম কথা |
---|
অবহেলা পেলে প্রতিটা মানুষই আঘাত পায়। আর সেই আঘাত মনের এমন একটা স্তরে জমা হয়ে থাকে,যেটি আসলে খুব সহজে ভোলা যায় না। একটা সময় মানুষের অবহেলা পেতে পেতে নিজেকে লুকাতে মন চায়। একটা সময় এরকম চলতে চলতে নিজেকে একা মেনে নিয়ে নিজের বাস্তবতার রাস্তায় দাঁড় করায়।এমনই কিছু অনুভূতি এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
Comments