New to Nutbox?

ভ্রমণ : মুসাপুরে ঘুরতে যাওয়ার মুহূর্ত

18 comments

narocky71
77
17 days agoSteemit4 min read

Abb 30 এপ্রিল 2024 বুধবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240226_170936.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20240226_172914.jpg

বেশ কিছুদিন আগে ঘুরতে যাওয়ার কথা ভেবেছিলাম। প্রত্যেক সপ্তাহে আমরা ঘুরার চেষ্টা করি। আমি এবং সোনিয়া দুইজন অনেক বেশি ভ্রমণ করে থাকি। এক কথায় বলতে পারেন ভ্রমণ প্রিয় মানুষ। আমাদের আশেপাশে ঘুরাঘুরি করার জায়গা একেবারে কম বললে চলে। যার কারণে কিছু কিছু জায়গা রয়েছে সেগুলোতে আমরা প্রত্যেক সময় যাওয়ার চেষ্টা করি। এক সময় একেক ভাবে উপভোগ করার চেষ্টা করি।

20240226_172811.jpg

আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মুসাপুর ক্লোজার অবস্থান করতেছে। অনেক বেশি সুন্দর একটি জায়গা এটা। এই ভ্রমণ জায়গাটি নোয়াখালী তে অবস্থিত। অর্থাৎ নোয়াখালী কোম্পানীগঞ্জ অবস্থিত। অনেক বড় পরিসরের মধ্যে এটি অবস্থিত। প্রতিদিন অসংখ্য পর্যটক সেখানে ঘুরতে যান। নোয়াখালী অঞ্চলের মিনি কক্সবাজার নামেও পরিচিত হয়েছে এটি। একই জায়গার মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে ঘুরার জন্য।

20240226_171345.jpg

যা আমাদের সবাইকে অনেক বেশি মুগ্ধ করে। ফেনী ছোট নদীর উপর দিয়ে এই মুসাপুর অবস্থিত হয়েছে। এখানে একটি বেরিবাঁধ রয়েছে। বর্ষার মৌসুমে বাঁধটি খুলে দেওয়া হয় এবং গরমের সময় বন্ধ করে রাখা হয়। এছাড়াও নদীর কূল গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। এবং পাশে অনেক বড় একটি ঝাউ বাগান রয়েছে। তাছাড়াও অনেক বড় পরিসরে একটি জঙ্গল রয়েছে। জঙ্গলটা এত বড় যে একদিক থেকে অন্য দিকে যাওয়ার জায়গা নেই। মানুষ ভয়ে ভিতরে যায় না জঙ্গলের। বর্তমানে ধীরে ধীরে গাছপালা কাটায় জঙ্গলটিও অনেক ছোট হয়ে যাচ্ছে।

20240226_171227.jpg

হয়তো কয়েকটি বছর পরে এই জঙ্গল আর থাকবে না। আমি এবং সোনিয়া মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম সেখানে। গিয়ে প্রথমে ঝাল মুড়ি খেয়েছিলাম অনেক মজা করে। সেখানে ঝালমুড়ি অনেক জনপ্রিয়। আর আমার অনেক বেশি পছন্দের এই ঝাল মুড়ি। প্রায় সময় বিভিন্ন জায়গায় গেলে আমি ঝাল মুড়ি খাওয়ার চেষ্টা করি। এবং বাড়িতেও প্রায় সময় ঝাল মুড়ি খাই।

20240226_170959.jpg

নদীর পাশেই অবস্থান করতেছিল অনেক সুন্দর একটি ছোট নদী। একপাশের সমুদ্রের অপরিষ্কার পানি এবং এক পাশে রয়েছে অনেক বেশি পরিষ্কার পানি। পরিষ্কার পানি খুবই সুন্দর ভাবে রয়েছে। এবং সেখানে মাছ চাষ করা হয়। অনেক বড় আকারের নদীটির মধ্যে বিভিন্ন নৌকা দেখা যায়। এবং মাছ ধরতেও দেখা যায়। যা আমার অনেক বেশি ভালো লেগেছিল। নৌকাতে ওঠার অনেক বেশি ইচ্ছে ছিল কিন্তু সন্ধ্যার সময় হয়ে যাওয়ার কারণে আমরা আর উঠতে পারিনি। কিন্তু পরবর্তীতে যদি আবার কখনো যাই তাহলে অবশ্যই নৌকায় উঠবো। এবং আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আজকের এ ভ্রমণ পোস্টটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20240226_172230.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Comments

Sort byBest