মার্কেট ঠিক রাখার জন্য puss এর Volume bot
3 comments
আজ- ২০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল | |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন ।
শরতের আবহাওয়া টা বেশ ভালই লাগছে । মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ । চিন্তা করে আবহাওয়া যদি সারা বছর থাকতো কতই না ভালো হতো । বাংলাদেশকে ষড়ঋতুর দেশে এই আবহাওয়া যে সবসময় থাকবে না এটা জানা কথা । এই সিজনে শরতের কাশবনে বিকেলে ঘুরে বেড়ানোটা সবচেয়ে বেশি সুন্দর । যাহোক এসব কথা এবার মূল টপিকে আসি।
আমার বাংলা ব্লক কমিউনিটির নেটিভ টোকেন পুশ । সবাই এটা নিশ্চয়ই আপনারা ভালোভাবে জানেন এবং আশা করছি সকলের নিকটে কিছু পরিমাণে পুস টোকেন আছে । যেহেতু পুস একটি নির্দিষ্ট লেভেলে চলে গেছে এবং এটা অলরেডি একটি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ সাইট Poloniex এ লিস্টেড হয়েছে । তাই এ টোকেন টিকে নিয়ে আমরা এখন দীর্ঘমেয়াদী অনেক পরিকল্পনা করতেছি ।
এই কয়েনটাকে টিকিয়ে রাখার জন্য যাতে সব সময় বাইসেল হয় এবং একটা নির্দিষ্ট ভলিউম জেনারেট হয় কয়েনের সব সময় জম্য একটি বট সেটাপ করেছি । যেটা অটোমেটিকালি ভলিউম জেনারেট করবে এবং মার্কেটে অটো বাইসেল করবে । যাতে মার্কেটে একটা নির্দিষ্ট ভলিউম সবসময় মেনটেইন করে ।
এছাড়া পুস এর অনেক ভালো ভালো কিছু প্রজেক্ট আসতেছে এ মাসেই । সবকিছু ঠিকঠাক থাকলে , পুস তার নিজস্ব গতিতে নতুন উদ্যমে এগিয়ে চলবে ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Comments