New to Nutbox?

মার্কেট ঠিক রাখার জন্য puss এর Volume bot

3 comments

moh.arif
82
3 months agoSteemit2 min read

আজ- ২০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল | |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে PUSS Volume Bot এর বিষয় বিস্তারিত শেয়ার করব।




1000049048.png

কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন ।
শরতের আবহাওয়া টা বেশ ভালই লাগছে । মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ । চিন্তা করে আবহাওয়া যদি সারা বছর থাকতো কতই না ভালো হতো । বাংলাদেশকে ষড়ঋতুর দেশে এই আবহাওয়া যে সবসময় থাকবে না এটা জানা কথা । এই সিজনে শরতের কাশবনে বিকেলে ঘুরে বেড়ানোটা সবচেয়ে বেশি সুন্দর । যাহোক এসব কথা এবার মূল টপিকে আসি।

আমার বাংলা ব্লক কমিউনিটির নেটিভ টোকেন পুশ । সবাই এটা নিশ্চয়ই আপনারা ভালোভাবে জানেন এবং আশা করছি সকলের নিকটে কিছু পরিমাণে পুস টোকেন আছে । যেহেতু পুস একটি নির্দিষ্ট লেভেলে চলে গেছে এবং এটা অলরেডি একটি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ সাইট Poloniex এ লিস্টেড হয়েছে । তাই এ টোকেন টিকে নিয়ে আমরা এখন দীর্ঘমেয়াদী অনেক পরিকল্পনা করতেছি ।

এই কয়েনটাকে টিকিয়ে রাখার জন্য যাতে সব সময় বাইসেল হয় এবং একটা নির্দিষ্ট ভলিউম জেনারেট হয় কয়েনের সব সময় জম্য একটি বট সেটাপ করেছি । যেটা অটোমেটিকালি ভলিউম জেনারেট করবে এবং মার্কেটে অটো বাইসেল করবে । যাতে মার্কেটে একটা নির্দিষ্ট ভলিউম সবসময় মেনটেইন করে ।

এছাড়া পুস এর অনেক ভালো ভালো কিছু প্রজেক্ট আসতেছে এ মাসেই । সবকিছু ঠিকঠাক থাকলে , পুস তার নিজস্ব গতিতে নতুন উদ্যমে এগিয়ে চলবে ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Comments

Sort byBest