প্রত্যেকের পছন্দের এবং প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে ভিন্নতা।
3 comments
আজ- ২রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে যাদের কিনা এই শীতকালটা পছন্দ নয়। তবে হ্যাঁ ইউরোপ কান্ট্রি গুলোতে যারা কিনা ছয় মাসের বেশি সময় ধরে শীতকালটা পেয়ে থাকে এবং এসব অঞ্চলের আবহাওয়া মাইনাস তাপমাত্রা নেমে আসে তাদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা একটু ভিন্ন রকম হতে পারে। কেননা তখন তারা শীতকালটাকে সেভাবে আর উপভোগ করতে পারে না। তখন তাদের কাছে শীতকালটা একটা বিরক্তিকর একটা সময় বলা চলে। আমাদের কাছে গ্রীষ্মকালটা যেমন বিরক্ততার ঠিক একই ভাবে তাদের কাছে এই শীতকালটা বিরক্ততার।
আসলে প্রতিটা বিষয়ই এমন। একই জিনিস কিংবা একই বিষয় অথচ কারো কাছে সেটা ভালো লাগার আর কারোর কাছে সেটা বিরক্তিকর। যেমনটা আমরা শীতকালটাকে উপভোগ করি তাদের কাছে এই শীতের বিরক্তিকর। এর থেকে আমরা এটাই বুঝতে পারি মানুষের পছন্দ এবং প্রয়োজন সব সময় এক হয় না । সময় সময়ে ভিন্ন ভিন্ন ভাবে সেটি পরিবর্তনশীল। আর এতসব পরিবর্তনের কারণেই হয়তো সবকিছু এত বৈচিত্র্যময়।
ধরুন আপনি মার্কেটে গেলে এবং আপনি অনেকগুলো ড্রেস দেখলেন আর এত ড্রেস দেখার পর একটা ড্রেস পছন্দ করলেন। অথচ দোকানদার আপনাকে অনেক ড্রেস দেখানোর পরেও আপনি সেগুলো পছন্দ হলো না। এর কিছুক্ষণ পরে ধরেন আর একজন লোক আসলো এবং আপনাকে দেখানো সেই সকল ড্রেসগুলো আবার ওই লোকটিকে দেখালো এবং তখন হয়তো দেখা গেল যে সকল ড্রেসগুলো আপনার পছন্দ হয়নি, অথচ সেই ড্রেস গুলোর মধ্যেই একটি ড্রেস পছন্দ করে কিনে নিয়ে গেল।এখানে বিষয়টা হচ্ছে প্রত্যেক মানুষের পছন্দ এবং ভালোলাগার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে আর এই পার্থক্য থাকার কারণে এত সকল বৈচিত্রতা । প্রতিটি মানুষের যদি পছন্দ হতো তাহলে দেখা যেত এত বৈচিত্রতার লক্ষ্য করা যেত না।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Comments