New to Nutbox?

গরমের তিক্ততা।

3 comments

moh.arif
81
16 days agoSteemit3 min read

আজ- ৪ঠা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




landscape-1192669_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলা নতুন মাসের আগমন হতে না হতেই গরমের শুরু। গ্রীষ্মকাল মানেই সে অতিষ্ঠতা তিক্ততা । যদিও এসব কিছু এখন আর নতুন কিছু নয়। প্রতিবছরই এমনটা হয়ে আসছে তারপরেও কেন যেন প্রতিবছর গ্রীষ্মের এই গরমের সাথে তাল মিলিয়ে চলতে অনেকখানি কষ্টসাধ্য হয়ে যায়।

রমজানের শুরুর দিকের দিনগুলো খুব ভালোভাবে থাকলেও রমজানের শেষ দিনগুলো থেকে যে গরম পড়া শুরু হয়েছে এখনো পর্যন্ত দিনে দিনে এই গরমের মাত্রা বেড়েই যাচ্ছে । দুপুরের ওই কাঠফাটা রোদে এতটাই তিক্ত অনুভূতি হয় যেন গরম কোন কুণ্ডলীর ভেতর ঢুকে পড়েছি। ফ্যানের বাতাসটা ও গরম হয়ে যায়। এমনকি আমার রুমের সে একটনের এসিটাও পর্যন্ত কাভার করে না ঠিকমত তাই এসির পাশাপাশি ফ্যান ও চালাতে হয়।

অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছিলেন যে আমাদের বাসায় পরিবর্তনের সে বিষয়টি। এর আগে আমরা যে বাসাটাতে ছিলাম ওই বাসাটা ছিল অনেক ঠান্ডা এবং দক্ষিণ মুখি হাওয়ায় বাতাস পাওয়া যেতে প্রচুর। তাই প্রতিবছরের গ্রীষ্মকালের ওই গরমের অতিষ্ঠটা থেকে কিছুটা হলেও স্বস্তিতে থাকা যেত। তবে এই নতুন বাসায় শিফট হয়ে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি এবারের গ্রীষ্মকালটা অনেকটা কঠিন ভাবে পার করতে হবে। টপ ফ্লোরের বাসা উপরেই ছাদ। সারাদিনের রোদের তাপটা বেশ ভালোভাবে শোষণ করে নেয়। আর বেলা শেষে প্রচন্ড গরম হয়ে ওঠে সবকিছু।

আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছে এবারে গরমের মাত্রা নাকি অন্যান্য বছরের গুলোর মাত্রা ছাড়িয়ে যাবে। বিষয়গুলো ভাবতেই যেন কেমন ভয় লাগছে। বলতে গেলে এখন মাত্র গ্রীসের শুরু আর এই গ্রীষ্মের শুরুতেই যদি এভাবে গরম পড়ে তাহলে শেষ এবং মাঝখানের দিকে সময় গুলো কিভাবে কাটবে সেটাই সব থেকে ভাবার বিষয়।

এখন শুধু একটাই চাওয়া যেটা যেন খুব করে বৃষ্টি হয় এবং সবকিছু একেবারে ঠান্ডা হয়ে যায়। কেননা এই গরম থেকে মুক্তি দিতে পারে একমাত্র বৃষ্টি। গ্রীষ্মকালটা যেমন একদিক তিক্ততা এবং অতিষ্ঠ তা আবার অন্য দিক দিয়ে একটা ভালো লাগাও রয়েছে। কিছুদিনের মধ্যেই প্রকৃতি নতুন এক সাজে সেজে উঠবে। যদিও এখনো প্রকৃতির পরিবর্তনগুলো বেশ ভালোভাবে লক্ষণীয়। গাছগুলোতে এখনো দেখা যায় ছোট ছোট কাঁচা আম ঝুলে আছে। গ্রীষ্মের ফল গুলো কিছুদিনের মধ্যেই বাজারে আগমন ঘটবে এবং গ্রীষ্মের সেই মধুর মাস উপনীত হবে। দিন শেষকাল মানে মজা এবং সাজা দুটোই।

আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। চেষ্টা করবেন এই গরমে নিজেকে যথাসম্ভব সেভ রাখার। এবং সমস্ত অনিয়মগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। খাবার দাবার এসব ব্যাপারে সচেতনতা অবলম্বন করবেন এবং প্রচুর পানি খাবেন। বিশুদ্ধ পানি অবশ্য এই গ্রামে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকখানি উপকারী।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Comments

Sort byBest