New to Nutbox?

ক্রিটিভ রাইটিং (গল্প) // নিজের চোখের সামনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা

4 comments

kibreay001
72
5 days agoSteemit5 min read

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২০-১০-২০২৪)

1000070802.jpg
source

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ক্রিটিভ রাইটিং (গল্প) // নিজের চোখের সামনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। গতকাল সন্ধ্যার পর খালাতো ভাইয়ের বিয়ে শেষ করে বাড়িতে এসেছিলাম প্রায় রাত্রি নয়টা বেজে গিয়েছিল। বাড়িতে আসার পর হাত-মুখ ধুয়ে রুমে এসে আপনাদের মাঝে বেশ কিছু সময় যুক্ত হয়েছিলাম। আসলে কয়েকদিন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আপনাদের মাঝে সেভাবে যুক্ত হতে পারিনি। সকাল বেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে হালকায় একটু নাস্তা খেয়ে প্রথমেই মাছের পুকুরে খাবার দেওয়ার জন্য গিয়েছিলাম। আসলে অনেকদিন মাছের পুকুরে খাবার দিতে যাওয়া হয়নি তাই আজকে নিজের ইচ্ছায় মাছের পুকুরে খাবার দিতে চলে গিয়েছিলাম। আসলে দিনের মধ্যে একবার মাছের পুকুরে না গেলে সত্যিই আমার ভালো লাগেনা। আসলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি নিজেকে বাবার কাছে কিছুটা হলেও সহযোগিতা করার জন্য। তবে চলুন আজকের পোস্টের বিস্তারিত বিষয় সমূহ আপনাদের মাঝে নিচে তুলে ধরা যাক.........

1000070803.jpg
Source

আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কয়েকদিন আগে আমার নিজের চোখের সামনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কিছু কথা। আসলে প্রায় দিন আমি আমাদের এলাকার বাজারে গিয়ে বসে থাকি এবং বন্ধুদের সাথে আড্ডা দিয়ে থাকি। কয়েকদিন আগে আমি আমরা বন্ধুরা একসাথে মিলে বাজারে গিয়েছিলাম। আমরা সব বন্ধু এক জায়গায় হয়েছিলাম তাই অনেক আড্ডা দিয়েছিলাম। আসলে সেদিন আমার কাছে বাইক ছিল না আমার ছোট আব্বুর ছেলে আমার বাইক নিয়ে গিয়েছিল তারপরে আমি আমার এক বন্ধুকে জানানোর পরে বাড়ি থেকে আমাকে বাইকে নিয়ে যায় আমার সেই বন্ধু। আমরা সেখানে সন্ধ্যার পরে সবাই বাজারে একসাথে উপস্থিত হয়েছিলাম। আসলে অনেকদিন পর সব বন্ধু যদি একসাথে এক জায়গায় উপস্থিত হওয়া যায় সত্যি বেশ ভালো লাগে। আমাদের মধ্যে দুইজন বন্ধু বিদেশ ছিল কিছুদিন আগে বাড়িতে এসেছে সবাই একসাথে সত্যি বেশ আনন্দে উল্লাসে সময়টা অতিবাহিত করেছিলাম। আমরা যেখানে বসে চা খেয়েছিলাম এবং আড্ডা দিয়েছিলাম তার পাশেই একটি বড় দুর্ঘটনা ঘটে যায়। সত্যি আমি যেখানে বসে ছিলাম চেয়ার নিয়ে তার পাঁচ থেকে ছয় হাত দূরেই দুর্ঘটনাটি ঘটে একদম আমার নিজের চোখের সামনে। সত্যিই আমার চোখের সামনে এত বড় একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে কি যে ভয় পেয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না।


আমাদের বাজারে এখন বড় হাইওয়ে রোড হয়েছে আসলে সেখানে গ্রাম অঞ্চলের মানুষ রোডের সিগনাল বোঝা শক্তি বেশ কঠিন। তাই নতুন রাস্তা হওয়ার পরে এক্সিডেন্ট একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে আমার কাছে মনে হয়। সেখানে একটি মাইক্রো এবং একটি মোটরসাইকেল সামনাসামনি দুর্ঘটনা ঘটে সত্যি এত জোরে শব্দ হয়েছিল পাশে যেহেতু আমরা বসে ছিলাম বেশ ভয় পেয়েছিলাম। আমি বলব এখানে মাইক্রো গাড়ির কোন দোষ ছিল না আসলে সে তার নিজ সাইড দিয়েই যাচ্ছিল। কিন্তু অপরদিকে মোটরবাইক গাড়ি রাস্তার মাঝখান পাক দিতে দিতে আসছিল সত্যিই অনেক দূর থেকে মানুষ দেখে ভয় পাচ্ছিল কিন্তু সে অবশেষে এসে মাইক্রো গাড়ির সাথে জোরে সামনাসামনি ধাক্কা দেয়। সেখানে মাইক্রো গাড়ির মধ্যে অনেক লোক ছিল মাইক্রো গাড়ির মধ্যে কোন লোকের তেমন ক্ষতি হয়েছিল না। তবে যিনি ডাইভার ছিল সামনের গ্লাস ভেঙে গায়ের উপরে পড়েছিল সত্যি এটা বেশ ভয়াবহ অবস্থা ছিল। ডাইভারের হাতে বেশ কয়েক জায়গায় কাঁচের টুকরায় কেটে গিয়েছিল। মাইক্রো ড্রাইভার এর গা হাত পা দিয়ে প্রচুর রক্ত ঝরছিল দেখে সত্যি আমি বেশ ভয় পেয়েছিলাম।

1000070804.webp
Source

মোটরবাইক যখন মাইক্রো গাড়ির সাথে ধাক্কা দিয়েছিল তখন মোটরবাইক সেখান থেকে প্রায় পাঁচ থেকে সাত হাত দূরে ছিটকে পড়ে এত স্পিড ছিল মোটর বাইকের। সেখানে থাকা প্রত্যেকটি লোক মোটরবাইকে যিনি ছিল এক্সিডেন্ট এরপরে তাকে দেখে বেশ ভয় পাচ্ছিল। আসলে তিনি রাস্তার মাঝে অনেক কান্নাকাটি এবং আকুতি-মিনতি করে বাঁচার জন্য। কিন্তু পাশে থাকা মানুষ কেউ তাকে গিয়ে ধরছিল না আসলে আমাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হলে পাশেই থানা রয়েছে সেখান থেকে পুলিশ আসে এটাই হচ্ছে নিয়ম। এক্সিডেন্ট হওয়ার কয়েক মিনিট পরেই পুলিশ চলে আসে সেখানে কিন্তু পুলিশ আসার আগেই যিনি অ্যাক্সিডেন্ট করেছিল তার গ্রামের লোকসহ সেখানে বেশ কয়েকজন ছিল। সেই ছেলেটা বাবা মায়ের কাছে ফোন দিয়ে বলার সাথে সাথে ছেলের বাবা-মা এসে পুলিশের সাথে আমাদের এলাকার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রান্সফার করে ঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয় সত্যি এতটাই মর্মান্তিক দুর্ঘটনা ছিল যে দেখেই ভয় পেয়েছিলাম। তারপরে সেই ছেলেটার আর কোন খোঁজ খবর আমি এখনো পাইনি।


আসলে নিজের চোখের সামনে যদি এত বড় একটি দুর্ঘটনা ঘটে সত্যি বাড়িতে এসে সেই দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে কোন কিছুই আর ভালো লাগেনা। আমি নিজে যখন বাইক নিয়ে বাড়িতে আসছিলাম তখন ভাবছিলাম যদি এই দুর্ঘটনাটা আমার সাথে ঘটতো তাহলে আজকে কি হত এমনটাই ভাবতে ভাবতে বাড়িতে এসেছিলাম। তবে আমি মনে করি নিজেকে সবসময় কন্ট্রোলের মধ্যে রেখে বাইক চালানো উচিত। আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা সকলেই খুব সাবধানতার সাথে বাইক চালাবেন। আশা করি আজকের লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Comments

Sort byBest