$PUSS টোকেন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা
9 comments
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭-১২-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি $PUSS টোকেন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আসলে বেশ কিছুদিন বন্ধু-বান্ধব এবং বাড়ির আত্মীয়-স্বজনের সাথে অনেক বেশি সময় অতিবাহিত করেছি এই কারণে সব থেকে বেশি ব্যস্ততার মধ্যেই চলে গিয়েছিলাম। আবারো নিজের জায়গা থেকে সুন্দরভাবে নিজের কাজে ফিরে আসার জন্য চেষ্টা করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে বেশ কিছু কমেন্ট করেছিলাম। তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বাড়ির কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে এসে ভাবলাম আসলে যেকোনো সময় যেকোনো কাজে ব্যস্ততার মধ্যে পড়ে যেতে পারি তাই আপনাদের মাঝে পোস্ট শেয়ার করি। তাই বসে গেলাম পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক..........
$PUSS টোকেন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আসলে প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা থাকে এটা স্বাভাবিক। তবে নিজ নিজ পরিকল্পনা নিজের মতামতের ভিত্তিতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো উচিত আমি মনে করি। তাই আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে ধরে নিয়েছি $PUSS টোকেন। আমার কাছে যতটুকু $PUSS টোকেন আছে আমি এগুলো দিয়ে আমার ভবিষ্যৎ কে রঙিনভাবে সাজাতে চাই। $PUSS টোকেন নিয়ে স্টিমিট প্ল্যাটফর্মে আমাদের বড় দাদা বেশ দারুন দারুন উদ্যোগ গ্রহণ করছে সেগুলো দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। $PUSS টোকেন নিয়ে যেকোনো কাজে অংশগ্রহণ করতে সব সময় আমি প্রস্তুত থাকবো। আসলে আগের তুলনায় কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে তাও চেষ্টা করছে নিজের জায়গা থেকে কাজের শক্ত অবস্থানটা ধরে রাখার জন্য।$PUSS টোকেন নিয়ে বড় দাদার ভবিষ্যতে অনেক পরিকল্পনা রয়েছে এটা আমরা সকলেই জানি। আমরা দাদাকে যদি সহযোগিতা করতে পারি আমি মনে করি খুব দ্রুত $PUSS টোকেন সামনের দিকে এগিয়ে নিতে পারবে দাদা। তাই আমরা সব সময় চেষ্টা করব $PUSS টোকেন সম্পর্কে দেওয়া কাজগুলো নিজেদের জায়গা থেকে সম্পূর্ণ করার জন্য।
গত কয়েকদিন আগে আমার বাংলা ব্লগ কমিউনিটি এবিবি কিউরেশন সিস্টেম নিয়ে এসেছে $PUSS ডিপোজিট এর মাধ্যমে বোনাস ভোট দেওয়া হবে। সত্যিই এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কেননা দাদার কথা অনুযায়ী প্রথম দিকের যে সকল হোল্ডার ছিল তারা সকলেই এখান থেকে লাভবান হতে পারবে। কিন্তু দাদা আমাদের কখনো $PUSS টোকেন কেনার জন্য চাপ দেয়নি এটা আমি সব সময় বলতে পারি। আমার কাছে যতটুকু $PUSS টোকেন ছিল আমি গত দুই দিন আগে $PUSS ডিপোজিট করে রেখে দিয়েছি। সেখান থেকে আমি প্রতিদিন অল্প কিছু হলেও বোনাস ভোট পাচ্ছি এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমি মনে করি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেকটা ইউজারের কাছে এটা হবে সবথেকে বড় পাওয়া। কেনো নয় $PUSS টোকেন আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজারদের কাছে সবথেকে বেশি আছে। তাই আমাদের কমিউনিটি ইউজারদের এখান থেকে ভোটিং সিস্টেম বাড়িয়ে নেওয়া সম্ভব। তাই সকলের নিজ নিজ জায়গা থেকে নিজের ভবিষ্যৎকে রাঙানোর জন্য এবিবি কিউরেশন সিস্টেমে $PUSS টোকেন ডিপোস্ট করুন এবং ভবিষ্যৎ কে রাঙিয়ে তুলুন।
https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
এবার আমি আপনাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে অনুরোধ রাখবো। আপনারা প্রতিদিন আপনাদের নিজেদের টুইটার একাউন্টে $PUSS টোকেন সম্পর্কে পোস্ট শেয়ার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে $PUSS টোকেন ট্যাগ আপনি যতবার ইউজ করবেন তত হাইলাইটস বেশি হবে এটা সকলের জন্য বেশ বড় একটা পাওয়া। আপনি আপনার কয়েন মার্কেট ক্যাপ একাউন্টে সেই পোস্টটি ব্যবহার করতে পারেন। আসলে আমরা যদি সকলে সম্মিলিতভাবে কাজ করি আমি মনে করি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আমি উপরে একটি লিঙ্ক শেয়ার করেছি। আমাদের কমিউনিটির অ্যাডমিন সুমন ভাই বেশ কিছুদিন আগে আপনাদের সকলের মাঝে এই লিংক শেয়ার করেছিল। আসলে এখান থেকে আপনাদের $PUSS টোকেন সম্পর্কে নিয়মিত টাক্সগুলো কমপ্লিট করে স্ক্রিনশট পোস্টের নিচে শেয়ার করবেন যেহেতু আমাদের কমিউনিটিতে সকলের জন্য ম্যানেটারি করা হয়েছে। আশা করি সব নিয়ম গুলো মেনে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করবো এবং নিজেদের জায়গা থেকে সুন্দরভাবে পারিবারিক বন্ধন টা ধরে রাখবো। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Comments