$PUSS কয়েনের দাম বৃদ্ধি পাওয়ায় কলিগদের ট্রিট দিলাম।।
8 comments
সাজাও মন রাঙাও হৃদয় বাংলা ভাষার রঙে
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার কলিগদের সাথে একটি রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর অনুভূতি শেয়ার করবো।
আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের সব থেকে বেশি আলোচনার টপিক হলো আমার বাংলা ব্লগের প্রথম মেমে কয়েন $PUSS. এই কয়েন নিয়ে আলোচনা জল্পনা কল্পনার শেষ নেই। আমি জানি আমাদের প্রত্যেকটা মেম্বার যার যার স্থানে এ কয়েন নিয়ে আলোচনা করে। ঠিক তেমনি আমিও আমার অফিসে আমার কলিকদের সাথে এ কয়েন নিয়ে আলোচনা করি। এ কয়েনটি লঞ্চ করার কয়েকদিন পরেই আমি কিনেছিলাম। আমি প্রথমবার যখন কিনেছিলাম তখন প্রাইজ ছিল $0.0012 করে, তারপর আরো কয়েকধাপে সর্ব মোট চারবার কিনেছিলাম। যেহেতু এটা আমাদের কমিউনিটির নিজস্ব কয়েন, তাছাড়া স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম কয়েন সেজন্য আমি নির্দ্বিধায় এই কয়েকটি কিনে হোল্ড করেছি।
তারপর ধীরে ধীরে এ কয়েনের প্রাইস বাড়তে থাকে। এখন মোটামুটি কয়েনটির দাম অনেকটাই বেড়েছে। প্রথম দিকে যারা কয়েনটি কিনেছে সবাই অনেক লাভবান হয়েছে। পরে যারা কিনেছে তারাও কিছু না কিছু প্রফিট পেয়েছে। এখন যেহেতু আমি কয়েন টি কেনার পরে আমার অফিস কলিগদের সাথে আলোচনা করেছিলাম। তারা বিষয়টি জানে, কিছুদিন পর পর কয়েনটির বিষয়ে আপডেট জানার চেষ্টা করেছে। আমিও তাদেরকে বলেছি কয়েকটি মোটামুটি ভালই আপ করেছে।
এখন আমার অফিস কলিগরা দাবি করেছে যেহেতু কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে কিছুটা প্রফিট এসেছে, সেহেতো তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে। অর্থাৎ তাদেরকে ট্রিট দিতে হবে। আমিও চিন্তা করলাম যেহেতু এই কয়েনের মাধ্যমে বেশ কিছু অর্থ ইনকাম হয়েছে, সেহেতো তাদেরকে কিছু একটা খাওয়ানো দরকার। যদিও আমরা মাঝে মাঝেই বিভিন্ন উপলক্ষ্য নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি। আর এটাও একটি উপলক্ষ, তাই আমি তাদেরকে নিয়ে গত পরশুদিন সন্ধ্যার পরে আমাদের অফিসের সামনে একটি রেস্টুরেন্টে গেলাম। একটু ভালো রেস্টুরেন্টে খেতে হলে একটু দূরে যেতে হবে। কিন্তু তারা দূরে যেতে রাজি নয় অফিসের সামনে থেকেই কোন কিছু খেয়ে চলে আসবে।
আমার মূল কলিগ হলো তিনজন। তাদের বিষয়ে আমি আমড়া নিয়ে একটি ব্লগ শেয়ার করেছিলাম, সেই তিনজন কলিগ। আবু বকর ভাই, হারুন রশিদ ভাই, সাইফুল ইসলাম খালেদ ও আমি। আমরা চারজন অফিসের সামনে একটি রেস্টুরেন্টে গেলাম। সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম কে কি আইটেম খাবে। তিনজন সম্মতি দিল হালিম আর নান রুটি খাবে। আর একজন চটপটি দিয়ে নান রুটি খাবে। যাই হোক যার যেমন ইচ্ছা, সে অনুযায়ী খাবার অর্ডার দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে খাবার চলে আসলো। খাবার খেতে খেতে ও আমরা $PUSS কয়েন নিয়ে আলোচনা করলাম। তাদের সবারই মোটামুটি ক্রিপটোকারেন্সির বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। তাদের সবার বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে। মাঝে মাঝে দরকার পড়লে ডলার কেনাবেচা করে। তো তারা জানিয়েছে যে যদি ফাইনান্সে $PUSS কয়েন লিস্টেড হয় তাদেরকে জানাতে। তারা হয়তো কিছু $PUSS কয়েন কিনে হোল্ড করবে। যাই হোক এটা তাদের নিজস্ব ব্যাপার। মন চাইলে কিনতে পারে না মন চাইলে কিনবে না, সেটাও তাদের ইচ্ছা। এ বিষয়ে আমি তাদেরকে হ্যা অথবা না কোন কিছু বলি নাই।
ধীরে ধীরে আমরা খাবার খেতে শুরু করলাম। ঐদিন আবার বাংলাদেশ এবং ভারতের দ্বিতীয় টি-২০ খেলাটি চলতেছিল। সবাই কিছুটা তাড়াতাড়ি করেই খাওয়া-দাওয়া শেষ করলাম। তারপরে খাওয়া-দাওয়া শেষ করে কোমল পানি অর্ডার করলাম। সেটা খাওয়া দাওয়া করে সাইফুল ইসলাম খুব তাড়াতাড়ি চলে গেলো। সে শনির আখড়া যাবে। আর আবু বকর ভাই মসজিদে চলে গেল। আমি আর হারুন ভাই হাঁটতে হাঁটতে বাসার দিকে রওয়ানা দিলাম।
বন্ধুরা $PUSS কয়েন কিনে সেটা থেকে প্রফিট পেয়ে আমার কলিগদের কে ট্রিট দিতে পেরে আমি অনেক খুশি হয়েছি। ভবিষ্যতে যখন দাম আরও বাড়বে, বড় কোন রেস্টুরেন্ট নিয়ে সবাইকে খাওয়ানোর ইচ্ছা আছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হবো নতুন কিছু নিয়ে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | realme-53 |
নাম | $PUSS কয়েনের দাম বৃদ্ধি পাওয়ায় কলিগদের ট্রিট দিলাম।। |
স্থান | নারায়নগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। |
তারিখ | ০৯/১০/২০২৪ |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @joniprins |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Comments