New to Nutbox?

অ্যাক্রেলিক পেইন্টিং : - // পাথরের উপর এক টুকরো তরমুজের আর্ট //

16 comments

jerin-tasnim
65
17 days agoSteemit3 min read
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240430075301-01.jpeg

আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি আর্ট শেয়ার করবো।প্রতিদিনই তো কাগজের উপর আর্ট করে থাকি। তাই ভাবলাম আজকে একটু অন্য কিছুর উপর আর্ট করা যাক। হাতের কাছেই একটি পাথর ছিল। পাথরটি নিয়ে বসে গেলাম আর্ট করতে।

এর আগেও আমি পাথরের উপর কিছু আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। পাথরের উপর আর্ট করতে আমার খুবই ভালো লাগে। পাথর নিয়ে বসে তো গেলাম আর্ট করতে। কিন্তু কি আর্ট করবো এটা ভাবতেই অনেক সময় চলে গেল। অনেক সময় ভাবার পর মাথায় আসলো পাথরের উপর এক টুকরো তরমুজ আর্ট করলে কেমন হয়? খুবই ভালো হবে।আর কোনো কিছু না ভেবেই অংকন করে ফেললাম পাথরের উপর এক টুকরো তরমুজ।এটি অংকন করতে আমার বেশি সময় লাগেনি। তবে বেশ সাবধানতার সাথে আর্টটি করতে হয়েছে। কারণ, পাথরটি ছোট হওয়ার কারণে আর্ট করতে বেশ কষ্ট হচ্ছিল। যাইহোক অবশেষে আর্ট করেই ফেললাম পাথরের উপর এক টুকরো তরমুজ। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই আর্টটি করলাম।

পাথরের উপর এক টুকরো তরমুজের আর্ট
IMG20240430075718-01.jpegIMG20240430075509-01.jpeg
IMG20240430075611-01.jpegIMG20240430075541-01.jpeg
প্রয়োজনীয় উপকরণ

১.পাথর
২.অ্যাক্রেলিক রঙ
৩.তুলি
৪.কালার মিক্সিং প্লেট
৫.পানি

IMG20240430064602.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে আমি একটি পাথর নিয়েছি। এই পাথরের উপর আমি আগেও একবার আর্ট করেছিলাম। তাই পাথরটিকে সাদা রং দিয়ে রং করে নিয়েছি। এখন পাথরের উপর তরমুজের আর্ট করা শুরু করবো।

IMG20240430064615.jpg

✍️ধাপ-২:✍️

তরমুজের নিচের অংশ যেহেতু সবুজ রঙের, তাই পাথরের নিচের দিকে তুলির সাহায্যে সবুজ রং করে নিব। সুন্দরভাবে রঙ করা শেষ করবো।যাতে সম্পূর্ণ আর্টটি দেখতে ভালো লাগে।

IMG20240430064707.jpgIMG20240430064947.jpg
✍️ধাপ-৩:✍️

এখন সবুজ রঙের উপরের অংশটুকু সাদা রঙ রেখে, তার উপরে লাল রঙ করে নিব।তরমুজকে এই লাল রঙেই আকর্ষণীয় দেখায়।উপরের সম্পূর্ণ অংশ লাল রং করে নিব।

IMG20240430065047.jpgIMG20240430071438.jpg
IMG20240430071650.jpgIMG20240430071726.jpg
✍️ধাপ-৪:✍️

এরপর চিত্রের মতো করে লাল রঙ করা অংশের উপর কালো রঙ দিয়ে তরমুজের বীজ অঙ্কন করবো।এখানে আমি মাঝে কিছুটা দূরত্ব রেখে বীজগুলো অঙ্কন করেছি।

IMG20240430071912.jpgIMG20240430072623.jpg
✍️ধাপ-৫:✍️

এখন তরমুজের এক টুকরো ফালিকে সুন্দরভাবে দৃশ্যমান করার জন্য উপরের লাল রঙ করা অংশটুকুর দুই পাশে কালো রঙ করে নিব।

IMG20240430073730.jpgIMG20240430073831.jpg
IMG20240430074440.jpgIMG20240430074459.jpg
✍️ধাপ-৭:✍️

এরপর নিচের দিকে সবুজ রঙ করা অংশের নিচেও কালো রং করে নিব।এখন তরমুজের এক টুকরো ফালিকে দেখতে অনেক সুন্দর লাগছে।

IMG20240430075427-01.jpeg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20240430075440-01.jpeg

IMG20240430075459-01.jpeg

IMG20240430075420-01.jpeg

IMG20240430075336-01.jpeg

আমার অংকন করা পাথরের উপর এক টুকরো তরমুজের পেন্টিংটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।

Comments

Sort byBest