New to Nutbox?

জেনারেল রাইটিং || আমার puss কয়েন কেনার অনুভূতি

8 comments

jannatul01
66
2 months agoSteemit4 min read


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovY5HDchDfgzdxMYwcfV1uSEjGaQQ45bs37JsJsoobLUH98aUgBctcoZGBvwindwA9oHHF9oQbaWEVem6BREmrpri.png

ফটোটি আমার বাংলা ব্লগ থেকে সংগ্রহীত



জেনারেল রাইটিং পোস্ট


আমরা জানি, আমার বাংলা ব্লগের প্রিয় একটি কয়েনের ব্যবস্থা করেছেন দাদা। যে কয়েনের নাম puss কয়েন বা টোকেন। প্রথম অবস্থায় অল্প trx দিয়ে অনেক বেশি কেনা সম্ভব হতো। কিন্তু আমরা এমনই একটা অলস জাতি বিভিন্ন কাজকর্মের অজুহাতে এই দিকে লক্ষ্য করিনি। কিন্তু এই কয়েনের মূল্য প্রতিদিন কমবেশি বৃদ্ধি পেতে রয়েছে। হঠাৎ একদিন দেখলাম এনাউন্স এ ঘোষণা করা হয়েছে প্রত্যেকজনার আইডিতে পাঁচ হাজার করে এই কয়েন কিনে রাখতে হবে। তা না হলে কোন পোস্ট কিউরেশনে পাঠানো হবে না। তখন যেন আমাদের বিবেক জাগ্রত হল। দড়িয়ে বেড়াতে লাগলাম কিভাবে কিনতে হয় কত করে দাম চলছে কিভাবে কিনব ইত্যাদি।

ইতোমধ্যে কয়েনের দাম বেশ বেড়ে গেছে। তখন কি করবা ভেবে উঠতে পারলাম না। এদিকে আমার এক্সচেঞ্জ আইডি লগইন করা ছিল না। তাই দ্রুত এক্সচেঞ্জার আইডি লগইন করলাম। এদিকে পলোনীক্স ও ব্যাইনান্স ইন্সটল করে একটিভ করে ফেললাম। এরপর কোনরকম এটা সেটা করে ১০০ trx কিনে ফেললাম। তারপর সেটা আমার স্টিমেট আইডিতে টোন অ্যাড্রেস এর মাধ্যমে পাঠিয়ে দিলাম। এরপর কিভাবে কিনতে হয় সেটা সঠিক আমার জানা ছিল না। তাই সুমন ভাইয়ের শরণাপন্ন হলাম। তুমি আমাকে বললেন এক মডারেটর আপু সুন্দর করে পোস্ট লিখে দিয়েছে সেটা দেখতে। আমি দ্রুত পিন পোস্ট খুঁজতে থাকলাম। এরপর পিন পোস্ট খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মডারেটর আপুর পোস্ট। সেই পোস্ট পড়ে বেশ ধারণা পেলাম কিভাবে কিনতে হয়। তখন আমি tronlink pro অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে লগইন করলাম। সেখানে আলাদা পাসওয়ার্ড দিতে হলো। এরপর আস্তে আস্তে অ্যাপসের মধ্যে প্রবেশ করে দাদার দেওয়া সে লিংক ব্যবহার করে সাড়ে নয় হাজার মত puss কিন্তু সক্ষম হলাম। আর এভাবে আমি এই কয়েন সংরক্ষণ করি।

বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করে দেখি এই কয়েকটার মূল্য বেশ উঠানামা করছে। তবে প্রথম অবস্থায় যদি আমি গুরুত্ব করে কিনতে পারতাম তাহলে অনেক বেশি কিনতে পারতাম এবং অনেকটা লাভবান হতাম। তবে আশা ছাড়ি নাই। সুযোগ পেলে আমি কেনার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমার কাছে তেমন কোন টাকা নেই যার জন্য কিনে উঠতে পারছি না। তবে আশাবাদী যে এই কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পাবে। আর সে বৃদ্ধি পাওয়ার পর হয়তো কোন একটা মূল্যে আমি তা বিক্রয় করব এবং আমার ভালোলাগার কিছু শখ পূরণ করব। তবে জানা নেই কবে কতদূর মূল্যবৃদ্ধি পাবে আর কোন কারণে হবে এই কয়েন আমি হাতছাড়া করবো। তবে ইচ্ছে রয়েছে দীর্ঘদিন হোল্ড করে রাখবো।

আমি এই স্টিমিট প্ল্যাটফর্মে এসে বেশ অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। আর সবকিছু জানার সুযোগ করে দিয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটি। ব্লগিং ক্যারিয়ার নিয়ে আমার তেমন কোন ধারণা ছিল না। মূলত পারিবারিক দিক থেকে প্রথম ধারণা পাই। আর এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে অনেক কিছু জানার সুযোগ মিলে ক্লাসে এবং প্রতিনিয়ত কর্মের মাধ্যমে। একটা জিনিস আমি বেশিই লক্ষ্য করে দেখেছি। এই কমিউনিটি থেকে সব সময় চেষ্টা করা হয় সদস্যদের ভালো পথ দেখানোর। যেদিন এনাউন্সে বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছিল পাঁচ হাজার কয়েন রাখতে হবে তার কিছুদিন আগে যদি এই অ্যানাউন্সটা করা হতো হয়তো আমরা আরো উপকৃত হতাম। আর যদি এনাউন্সটা নাই দেয়া হতো তাহলে আমরা বোকার মত এই কয়েনটাকে হারাতাম। তবে যাই হোক যতটুক হোল্ড করতে পেরেছি এটা নিয়ে আশাবাদী। আশা করব খুব শীঘ্রই আমাদের জন্য সুফল আসবে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ



received_434859771523295.gif


পোস্ট এর বিবরণ


বিষয়জেনারেল রাইটিং
দেশবাংলাদেশ
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Comments

Sort byBest