New to Nutbox?

নাটক রিভিউ "আলতা সুন্দরী" দ্বিতীয় পর্ব

2 comments

jannatul01
57
17 days agoSteemit6 min read


আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম প্রথম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।


Screenshot_20240416-130159.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


নাটক বিবরণী


নাটকের নামআলতা সুন্দরী
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাহউদ্দিন লাভলু
অভিনয়েচঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরণহাস্যরসাত্মক এবং সামাজিক
মোট পর্ব৬২
রিভিউপ্রথম পর্ব
দৈর্ঘ্য২০ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @cdchoicedrama চ্যানেল


চরিত্রেঃ

  • শামীম জামান
  • আর খ ম হাসান
  • চঞ্চল চৌধুরী


নাটক রিভিউ

আলতা সুন্দরী নাটকের প্রাণকেন্দ্র গানের দল। গানের দলকে ঘিরে এই নাটকের যাবতীয় অভিনয়। আলতা সুন্দরী নাটকের দ্বিতীয় পর্বের লক্ষ্য করা যায় গানের দলের সর্দার বেশ চিন্তিত। তার দলের সদস্যরা বিভিন্ন অজুহাতে উপস্থিত থাকে, থাকে না, আবার অভিনয় গান বাজনা প্র্যাকটিস নিয়মিত করেনা। এদিকে আবার গানের দলের এক সদস্যের মালিক তাকে গানের দলে আসতে না দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। আর এই জন্য গানের দলের বড় চিন্তা সৃষ্টি হয়েছে তার জায়গায় কে পারফরম্যান্স করবে। আর গানের দলের সে খুব সুন্দর কৌতুক অভিনয় করে থাকে। আর এভাবেই একেক জনার ভালো পারফরম্যান্স এর জন্যই গানের দলটা টিকে আছে। তবে পুনরায় নতুন একটি গানের অনুষ্ঠান হতে চলেছে এই জন্য সকলকে ভালভাবে প্র্যাকটিস করার নির্দেশ করলেন ওস্তাদ।


Screenshot_20240416-134223.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে নছের আলতা সুন্দরী সেজে নাচ গান করে তাই তার প্রেমিকা এটা মোটেও পছন্দ করেনা। এই জন্য ওস্তাদের স্ত্রীর কাছে প্রেমিকা এটাই বলার চেষ্টা করে যেন আঙ্কেল তাকে নাচতে বারণ করে। কিন্তু সে সমস্ত কথা শোনার সময় নেই নছেরের। তার জন্যই গানের দলটা মেতে উঠেছে। কারণ গানের দলে কোন মেয়ে মানুষ নেই, এই জন্য তাকে নায়িকা সাজতে হয়। আর এভাবেই গানের দলের আয়োজন শুরু হলো। সেখানে প্র্যাকটিস চলছে। নছের নাচ গান করছে। এমন অবস্থায় গ্রামের অনেক মানুষ প্র্যাকটিস দেখতে এসেছে। কিন্তু ভুল করেও তার প্রেমিকা দেখতে এলোনা।


Screenshot_20240416-134608.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে ওস্তাদ ঘোষণা দিয়ে দিয়েছে এখনই একটা পালা গান শুরু হবে। সেখানে গান নাচ কমেডি সব থাকবে। তবে হোসেনের চৌধুরী তাকে আসতে দেয় না, তাই হোসেনের নাম সেখান থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল হোসেন চুরি করে গানের দলে এসে যুক্ত হয়েছে চৌধুরীকে না জানিয়ে। চৌধুরী জানলে তাকে আসতে দিত না। কারণ চৌধুরী বলে দিয়েছে সে গানের দলে থাকলে তাকে আর কাজে নেবে না। তবে গানের দল বলে কথা সে এসে তার কমেডি করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। তাই হোসেন তাড়াতাড়ি সেজেগুজে রেডি হয়ে পড়ল। কিন্তু তাদের সাজা গুজার মধ্যে গ্রামের একটি ছেলে এসে উপস্থিত। সে আলতা সুন্দরীকে দেখার পর কিছুটা পাগলপারা। বারবার তাকে দেখার চেষ্টা করছে। কিন্তু সে জানেনা আলতা সুন্দরী একজন ছেলে মানুষ।


Screenshot_20240416-135239.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে গানের দলের ওস্তাদের কাছে এসে উপস্থিত সেই ছেলেটা,সে আলতা সুন্দরীর প্রেমে পাগল হয়ে গেছে,বিষয়টা জানাজানি হয়ে গেল। নাম পরিচয় জানতে চাইলে সে বলল তার নাম রহিম বাদশা। বাজারে তার একটি ছোট দোকান আছে। আলতা সুন্দরীর সাথে কথা বলার জন্য ওস্তাদকে বিড়ি খাওয়ানোর জায়গায় সিগারেটের প্যাকেট এনে দেয়। আর এভাবেই সে আলতা সুন্দরীর সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠলো। কিন্তু এই বিষয়টা যখন নছের তার প্রেমিকার মার কাছে বলছিল, প্রেমিকা এই কথা শুনে রেগে গেল।


Screenshot_20240416-140455.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে গানের দল যখন গানের পালা শুরু করে, তখন সেই দলের মেলাতে জুয়া খেলার আসর বসায় হাসেম। গানের দলের ওস্তাদ মোটেও হাশেমের কার্যক্রম পছন্দ করে না। কিন্তু হাশেম হাসিমুখে সব সময় ওস্তাদকে বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে গানের দলের আলতা সুন্দরী যেন ভালোভাবে সাজুগুজু করে সে বিষয়ে পরামর্শটা একটু বেশি দেয়। কারণ সে জানে গানের দল যদি ভালো পারফরমেন্স করে তাহলে তার জুয়া খেলা ভালো হবে। এত ইনকাম হবে অনেক।


Screenshot_20240416-141025.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে গ্রামের একটি ছেলে গোলজার নাম। সে গানের দলে ভিলেনের পাঠ করতে চাই কিন্তু কোনমতেই ওস্তাদ তাকে এখনো গানের দলে নেয়নি। পথের মধ্যে নায়ক মেছের আলীকে দেখে গোলজার বেশ কিছু কথা বলল। কিন্তু মেসের হঠাৎ বলে বসলো সেখানে তো নায়ক রয়েছি আমি, আমাদের দলে নায়িকার অভাব সে যদি নায়িকার পাঠ করতে পারে তাহলেই তাকে চান্স দেওয়া সম্ভব। এ কথা শুনে গোলজার রেগে উঠলো এবং ধমক দিয়ে বসলো। আর এভাবেই কথা বলার মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শেষ হলো।


Screenshot_20240416-141641.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


আমার মতামত:

গ্রামীন পরিবেশের গানের দলের এই সুন্দর নাটকটা আমার খুবই ভালো লাগে। যেখানে আগে কার দিনের গানের দলের পালা সম্পর্কে বেশ সুন্দর ধারণা পাওয়া যায়। গানের আসর কে কেন্দ্র করে বিভিন্ন মেলা অনুষ্ঠিত হতো এখানেও তার কমতি নেই। এখানে জুয়া খেলার আসর রয়েছে। তবে গানের দলের ওস্তাদ মোটেও এই খেলাটা পছন্দ করেনা। কারণ তার এই জুয়া খেলার জন্য হয়তো গানের দলের একদিন বদনাম হতে পারে। এদিকে নছের যখন মেয়ে মানুষ হয়ে আলতা সুন্দরী সেজে নাচ গান করে, তখন দর্শক হয়তো খুবই আনন্দিত হয় কিন্তু ভুল করেও তার প্রেমিকা এটা মেনে নিতে পারে না। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই নাটকে আলতা সুন্দরী পুরুষ মানুষ হওয়া সত্বেও গ্রামের এক যুবক তার প্রেমে পড়েছে পুরুষের ফেস বুঝতে না পেরে। আর এই জায়গা থেকে তাদের প্রত্যেকজনের অভিনয় কিন্তু বেশ দারুন ভাবে ফুটে উঠেছে। একজন পুরুষ নারী সেজে এত সুন্দর নাচ গানের অভিনয় করা কম কথা নয়। তাই বলা যেতে পারে এখানে নছেরের অভিনয়টা সবচেয়ে বেশি ভালো হয়েছে এবং পাগলা প্রেমিক রহিম বাদশার অভিনয়টাও দারুন। আর সব মিলে বেশ ভালো লাগে আমার এই নাটকটার অভিনয়।


ব্যক্তিগত রেটিং:

৮.৫০/১০

নাটকটির লিংক



রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।

Comments

Sort byBest