New to Nutbox?

নাটক রিভিউ "আলতা সুন্দরী" তৃতীয় পর্ব

10 comments

jannatul01
58
23 days agoSteemit6 min read


আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম তৃতীয় পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।


Screenshot_20240423-221352.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


নাটক বিবরণী


নাটকের নামআলতা সুন্দরী
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাহউদ্দিন লাভলু
অভিনয়েচঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরণহাস্যরসাত্মক এবং সামাজিক
মোট পর্ব৬২
রিভিউতৃতীয় পর্ব
দৈর্ঘ্য২০ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @cdchoicedrama চ্যানেল


চরিত্রেঃ

  • শামীম জামান
  • আর খ ম হাসান
  • চঞ্চল চৌধুরী


নাটক রিভিউ

আলতা সুন্দরী নাটকের তৃতীয় পর্বে গানের দলের ওস্তাদ বেশ চিন্তিত। কারণ গানের দলের কমেডিয়ান হোসেন চৌধুরীর বাড়িতে কাজ করে। পূর্বে চৌধুরী বলেছিল সে যদি গানের দলে থাকে তাহলে তাকে আর কাজে নেবে না। কিন্তু হোসেন সেই কথা উপেক্ষা করে চুরি করে গানের দলে এসে যুক্ত হয়েছিল। একথা জানার পর চৌধুরী তাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে এবং এডভান্স তাকে এক মাসের যে মাইনে দিয়েছিল সেই টাকা চেয়েছে। এখনো হোসেন খুবই গরিব মানুষ এই মুহূর্তে টাকা সে কোথা থেকে জোগাড় করবে। তার বাড়িতে চাল ভাত জোটে না। এখন স্বয়ং মহান সৃষ্টিকর্তা যে পথ দেখায় সে আশায় দুই হাত পা নিয়ে চেয়ে রয়েছে গানের দলের ওস্তাদের দিকে। এদিকে সকালে তার বাসায় খাওয়া জোটে নাই, তাই হোসেন কে ওস্তাদ বলে দিল সে যেন ওস্তাদের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া টা করে আসে


Screenshot_20240423-221806.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে গানের দলের নোসু-ভিলেন ওস্তাদের বাড়িতে এসে বসে রয়েছে। সে ওস্তাদের মেয়ে মাসুমার খোঁজ নেওয়ার চেষ্টা করে সব সময়। কারন তার মাছুমার প্রতি একটু ভালোবাসার ভাব রয়েছে। তবে তার মনোভাব যেন হোসেনের প্রতি একটু খারাপ আচরণ মূলক। আর এমন দৃশ্য উস্তাদের স্ত্রী মোটেও পছন্দ করে না। এদিকে গুলজার অনেকদিন যাবত তার বউ এর খোঁজ নেয় না। তাই গুলজারের ছোট বোন ডিউটি তাকে খুবই অনুরোধ করে ভাবিকে বাড়িতে আনার জন্য, কারণ তার ভাবীর তো কোন অপরাধ ছিল না গুলজার বরঞ্চ তার সাথে খারাপ আচরণ করে বাপের বাড়িতে তাড়িয়ে দিয়েছে। কিন্তু বংশের গৌরব দেখায় গুলজার,এই জন্য তার বোন তাকে সহ্য করতে পারেনা।


Screenshot_20240423-222015.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে গানের দলের নছের কে দেখে পাগল হয়েছে গ্রামের এক দোকানদার। গানের দলে নছের যে আলতা সুন্দরী হয়ে নাচ গান করে এটা অনেক মানুষ জানেনা, অনেকেই মনে করে সে একজন সত্যি মেয়ে মানুষ। দোকানদার রহিম বাদশা আবারো এসে গেছে গ্রামের মধ্যে এবং গানের দলের ওস্তাদকে পুনরায় সিগারেটের ঘুষ দিবেন শুধুমাত্র আলতা সুন্দরী সাথে দেখা করার জন্য। এদিকে আলতা সুন্দরীর প্রেমিকা অর্থাৎ নছের আলীর প্রেমিকা মন খারাপ করে সেভাবে আর তার সাথে কথা বলে না। সে কখনো চায় না তার প্রেমিক একজন ছেলেমানুষ হয়ে গানের দলে মেয়ে মানুষের পাঠ করুক।


Screenshot_20240423-223515.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


স্পষ্ট ভাষায় তার প্রেমিক নছেরকে বলে দিয়েছে পরবর্তীতে গানের দলে তার প্রেমিক যদি মহিলা সেজে অভিনয় করে তাহলে তাদের প্রেম ভালোবাসা এখানেই শেষ। কারণ সে একজন মহিলার সাথে তো আর প্রেম করতে পারে না মেয়ে মানুষ হয়ে। কিন্তু রহিম বাদশা তাদের গ্রামে এসে তন্ন তন্ন করে খুঁজে বেড়ানোর মতো খুঁজেই চলেছে আলতা সুন্দরী কে, শুধু একটু প্রাণ খুলে তার সাথে কথা বলতে চাই। সে আবারও ওস্তাদের শরণাপন্ন হয়েছে। ওস্তাদ কৌশলে আলতা সুন্দরী সাথে দেখা করিয়ে না দিয়ে, পরবর্তীতে আসতে বলে। পথের মধ্যে গানের দলের নায়কের সাথে দেখা। নায়ক কৌশল করে আলতা সুন্দরীর প্রেমিকা পারুলের বাড়ি দেখিয়ে দেয়, বলে দেয় আলতা সুন্দরীর বান্ধবী পারুল। সেই তার সাথে দেখা করার সুযোগ করে দিতে পারে।


Screenshot_20240424-012428.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে নসু, গানের দলে ভিলেনের অভিনয় করে থাকে। কিন্তু গ্রামের উচ্চ বংশীয় গুলজার কে গানের দলে নেওয়া হয় না। তাই সে বেশ বিরক্ত হয়ে গানের দলের ওস্তাদকে কটাক্ষ করে কথা বলে। নসুকে নসু ভিলেন না বলে নসু হারামি বলে সম্মোধন করে। কিন্তু শেষমেষ সে একটা কথাই স্বীকার করে সে গানে দলে যুক্ত হতে চাই। যেহেতু গানের দলে নায়িকা নেই পুরুষ মানুষকে নায়িকা সাজতে হয় এই জন্য নসু তাকে নায়িকার সাজার পরামর্শ দেয়। নায়িকা সাজার পরামর্শ পাওয়া মাত্র গুলজার তেলে বেগুনে জ্বলে ওঠে।


আমার মতামত:

গ্রামীন পরিবেশ হাস্যরসাত্মক ভাবে সৃষ্টি আলতা সুন্দরী নাটক। এই নাটকের দুঃখ কষ্ট যেমন রয়েছে তেমন রয়েছে হাসি আনন্দ। এই পর্বের শুরুতেই লক্ষ্য করা যায় হোসেনের দুঃখের বিষয় গানের দলে থাকায় তার মালিক তাকে কাজ থেকে বিতাড়িত করেছে। এদিকে রহিম বাদশা নামের একটি ছেলে আলতা সুন্দরী অরূপে নছেরকে এক পলক দেখার জন্য পাগলপারা হয়ে উঠেছে। সে মনে মনে ভালোবেসে ফেলেছেন আলতা সুন্দরী কে। এদিকে আলতা সুন্দরী অর্থাৎ নছেরের প্রেমিকা পারুল সেভাবে নছেরের সাথে আর কথা বলে না। কারণ সে কখনো চায় না তার প্রেমিক আলতা সুন্দরী সেজে অভিনয় করুক। আর এভাবেই নাটকের সুন্দর অভিনয় সাজানো। এই নাটকের প্রত্যেক জনের অভিনয় আমার কাছে ভালো লাগে। গানের দলের নায়কের মধ্যে রয়েছে রোমান্টিক ভাব। তবে সে যাকে ভালোবাসে সেই বিউটি তাকে মোটেও পছন্দ করেনা। আর এভাবেই প্রত্যেক জনের অভিনয়ের চরিত্র অসাধারণ। আমার দৃষ্টিকোণ থেকে এই পর্বের সবচেয়ে হাস্যরসাত্মক অভিনয় করেছে রহিম বাদশা। সে যেহেতু আলতা সুন্দরী প্রেমের মজে রয়েছে, তাই তার আসা-যাওয়া এবং চাওনি কথাবাত্রা গুলো বেশি আনন্দ প্রদান করে। আর এর সাথে নাটকের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।


ব্যক্তিগত রেটিং:

৮.৫০/১০

নাটকটির লিংক



রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।

Comments

Sort byBest