New to Nutbox?

আমাদের বাড়ির পুকুর থেকে মাছ ধরার ভিডিও

16 comments

jannatul01
59
19 days agoSteemit4 min read


আসসালামু আলাইকুম



কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পুকুর থেকে মাছ ধরার ভিডিও। যেখানে জেলে ভাইদের সাথে রাজের আব্বুও মাছ ধরেছিল।


IMG_20240323_135419.jpg



মাছ ধরা এবং মাছ ধরতে দেখা দুইটাই আনন্দের বিষয়। তবে তার চেয়ে বেশি আনন্দের বিষয় হয়ে থাকে মাছের খাবার দেওয়া। আমাদের বাড়ির দক্ষিণ সাইডের পুকুরটা মাটি খনন করতে হবে। এই জন্য মোটর দিয়ে সেকে দেয়া হয়েছিল পানি। এরপর জেলে ভাইয়েরা আসলেন মাছ ধরতে। যেহেতু পুকুরে পানি ছিল না তাই মাছগুলো গুছিয়ে একটি জায়গায় ছিল। আর এই মুহূর্তে যে যেভাবে পারে হাত দিয়ে খুঁটে খুঁটে মাছ ধরে হাঁড়ি লোড করেছিল। ঠিক এই মুহূর্তে আমরা অনেকজন উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলাম। মাছ ধরার এমন সুন্দর চিত্র মনে করে দেয় গ্রামের ভালোলাগার কিছু বিষয়। আমিও মাছ ধরতে ভালোবাসি তবে বড়শি দিয়ে। এভাবে তো সম্ভব নয়। তবে এই মুহূর্তটা উপভোগ করতে খুবই ভালো লাগে। বিবাহের পর অনেকবার এমন মাছ ধরা দেখেছি এখানে। তবে তখন তো আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম না তাই ভিডিও ধারণ করার প্রতি তেমন ইন্টারেস্টিং ছিল না আমার। ভেরিফাইড হওয়ার আগেও ক্লাসে থাকাকালীন মুহূর্তে বেশ কিছু ভিডিও ধারণ করেছি। তবে এখন একে একে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি।


IMG_20240323_135447.jpg
Photography device: Huawei P30 Pro-40mp



ভিডিওতে মাছ ধরতে যে সমস্ত জেলেদের দেখছেন এরা অধিকাংশ আমাদের গ্রামের মানুষ। এদের মাছ ধরে খুবই হাত চালু হয়ে গেছে তাই কাঁটা আলা তেলাপিয়া মাছ কিছুই মনে করছে না তারা। আমরা অবশ্যই এভাবে মাছ ধরতে পারবো না। একটি তেলাপিয়া ধরতে গেলে বারবার খেয়াল রাখতে হয় হাতে কাটা ফুটছে কিনা। কিন্তু তারা তাড়াহুড়া করে যে যার মত বড় বড় মাছগুলো ধরে নিতে পারে এই জন্য কেমন লাগিয়েছে দেখুন। যারা উপস্থিত ছিল আমাদের সাথে তারা তো আনন্দে আটখানা। কেউ একে অপরকে দেখিয়ে দিচ্ছে উপর থেকে ওই যে বড় মাছ। আর এরাও সেভাবেই মাছ ধরতেছিল। এদিকে রাজের আব্বু রাজের ছোট আব্বু মোটর থেকে পানি তোলার কাজে ব্যস্ত ছিল। এক পুকুর থেকে মাছ ধরে নিয়ে পাশের আরেক পুকুরে রাখা হচ্ছিল। দুইটাই আমাদের পুকুর। আমাদের বাড়িতে দুইটা পুকুর রয়েছে। তাই একটা পুকুর যখন ছ্যেকে দেওয়া হয়। তখন একটা থেকে আর একটায় পানি দেওয়া হয়। এই জন্য পানি ধরানো নিয়ে কোন ঝামেলা হয় না। বরং মাছ ধরার পর গা ধোয়া,মাছ ধোয়ার সুবিধা হয়। এখানে বেশিরভাগ তেলাপিয়া মাছ ছিল। আর অল্প কিছু পাঙ্গাস মাছ। অন্যান্য মাছ এবার বর্ষার কারণে আমাদের পুকুর থেকে পাশের পুকুরে বেরিয়ে গিয়েছিল। পাশের আঙ্কেলরা সেই মাছ বাবদ কিছু টাকা দিয়ে দিয়েছিল।



Video source

Videography device: Huawei P30 Pro-40mp



যতক্ষণ জেলে ভাইয়েরা মাছ ধরল ততক্ষণ আমরা সবাই আনন্দ সহকারে দেখছিলাম। ঠিক এভাবে মাছ ধরতে ধরতে একটি মুহূর্তে সব জেলে ভাইদের মাছ হয়ে গেল। এরপরে পুকুরে অনেক মাছ ছিল। পরবর্তীতে সে মাছগুলো তারা নিজেরাই ধরে দিয়ে ছোট পুকুরটাতে ছেড়ে দিল। আর পরিত্যাক্ত মাছ গুলো রাজের আব্বু আর রাজের ছোট আব্বু অর্থাৎ আপনাদের সুপরিচিত @bidyut01 & @sumon09 মাছগুলো ধরল এবং বাড়িতে খাওয়ার জন্য রাখল। কিছু আত্মীয়-স্বজনের বাড়িতে দেয়া হলো। একদিকে আমার আব্বুদের দেয়া হয়েছে, আরেকদিকে ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে দেয়া হয়েছে। এদিকে আমার নানী শাশুড়িদের বাড়িতে দেওয়া হয়েছে। এভাবে আত্মীয়দের মাঝে কিছু মাছ দেওয়া হল। আর বড় মাছগুলা তো জেলেরা কিনে নিয়ে গেল। ঠিক এভাবে প্রায় তিন মন মাছ পাওয়া গেছিল।


IMG_20240323_135421.jpg

IMG_20240324_164843.jpg

Photography device: Huawei P30 Pro-40mp


ধন্যবাদ সকলকে


পোস্ট এর বিবরণ


ফটোগ্রাফি ও ভিডিওমাছ ধরার মুহূর্ত
স্থানগাংনী
লোকেশনLocation
মোবাইলHuawei P30 Pro-40mp
ক্রেডিট@jannatul
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

Comments

Sort byBest