New to Nutbox?

জেনারেল রাইটিং :-শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।

5 comments

jamal7
73
12 hours agoSteemit4 min read

IMG_20241218_220905.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর এবং শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করব। আমার আজকে জেনারেল রাইটিং পোস্ট হচ্ছে শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। আমরা মানুষ আমাদের মধ্যে রাগ অভিমান এবং হিংসা এগুলো আছে। তবে আমাদের কাছে অনেকের মধ্যে রাগ অনেক। আবার অনেক মানুষ আছে হাজার কথা বললেও রাগ হয় না। তবে অনেক সময় অনেকে মানুষ দেখা যায় রাগের মুহূর্তে অনেক বড় ক্ষতি করে ফেলে। অনেক সময় অনেক মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। রাগ নিয়ে তারা নিজের এবং অন্যের ক্ষতি করার চেষ্টা করে।

রাগ এমন একটি জিনিস যে নিজের ক্ষতি নিজে করে ফেলে। অনেক সময় মানুষ দেখা যায় রাগ করে আত্মহত্যা করে। রাগ মানুষকে ধ্বংস করে। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো নিজের ক্ষতি নিজে করে না। আর যে মানুষ নিজের রাগ নিজে কন্ট্রোল করতে পারে না তারা নিজের ক্ষতি করে এবং অন্যের ক্ষতি করে। অনেক সময় দেখা যায় অনেক মানুষ চলার পথে কারো উপর রাগ হয়ে যায়। এবং এমন রাগ হয় অনেক বছর পর্যন্ত কথাই বলে না। আবার অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে নিজের ফ্যামিলির উপর অনেক রাগ হয়ে যায়। ওই সময় নিজের রাগ নিজেরাই কন্ট্রোল করতে পারে না।

যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই নিজেই শক্তিশালী। তবে অনেক সময় রাগ হলে মানুষ নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। যে মানুষ নিজের রাগ নিজে কন্ট্রোল করতে পারে আমি মনে করি সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ।। আর রাগ করে যে মানুষ নিজের ক্ষতি করে বা জিনিসপত্র নষ্ট করে সে হচ্ছে একদম অধম। কারণ অধম হচ্ছে এই কারণে সেই নিজের রাগ নিজের কন্ট্রোল করতে পারল না। এবং অনেক সময় ফ্যামিলির মানুষের ও ক্ষতি করে। বিশেষ করে উগ্র মেজাজি মানুষগুলো রাগ কন্ট্রোল করতে পারে না। তারা অল্পতে নিজেদের রাগের কারণে নিজের ক্ষতি করে ফেলে। কারণ রাগ হচ্ছে মানুষের একটি উগ্র মেজাজ। আর রাগ কন্ট্রোল করা হচ্ছে বুদ্ধিমানের কাজ।

কারণ যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবন অনেক কিছু করতে পারে উন্নতি। কারণ রাগ মানুষকে যখন কন্ট্রোল করে তখন মানুষ ধ্বংস হয়ে যায়। আর যে মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী মানুষ। রাগের কারণে মানুষ আত্মহত্যা করে অনেক সময়। কারণ রাগ করে এই পর্যন্ত কেউ কখনো সফল হতে পারে নাই। রাগ হচ্ছে একটি রোগীর মত। কারণ রোগ হলে ওষুধ খেতে হয়।। আর রাগ উঠলে মানুষ নিজেকে কন্টোল করতে হয়। যে মানুষ রাগ কন্ট্রোল করতে পারবে সে সব চেয়ে শক্তিশালী এবং সাহসী মানুষ। আমি মনে করি রাগ নিয়ন্ত্রণ করা প্রত্যেক মানুষের কাজ।

রাগ হচ্ছে মানুষের ভিতরে একটি হিংস্র প্রাণী। যেটি মানুষকে তিলে তিলে ধ্বংস করে। আর এই হিংস্র প্রাণী যে দমন করতে পারবে সেই হচ্ছে বীরপুরুষ। তাই আমি মনে করি ছোট থেকে বড় সবাই নিজের রাগ নিজের কন্ট্রোল করা দরকার। রাগ করে এই পর্যন্ত কেউ জীবনের উন্নতি করতে পারে নাই। রাগ এমন একটি অস্ত্র যা নিজেকে অন্যকে ধ্বংস করে। আর যে মানুষ নিজের রাগ কন্ট্রোল করে সে সবশেষ শক্তিশালী এবং বুদ্ধিমান। কারণ বুদ্ধিমান এই কারণে বলা হয়েছে সেই রাগ নিয়ন্ত্রণ করে সফল হবে। যদিও রাগের কারণে অনেক মানুষ পতন হয়েছে। রাগ করে হিংসা করে মানুষের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেছে। তাই আমি মনে করি রাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আশা করি আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Comments

Sort byBest