স্বরচিত কবিতাঃ " প্রিয় তুমি "
14 comments
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্থ্যতা কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে কবিতা শেয়ার করার জন্য। আসলে কবিতা হলো অনুভূতির বিষয়। অনুভূতির ব্যক্ত কথাগুলো কবিতার মাধ্যমেই প্রকাশ করা সম্ভব। আমার বাংলা ব্লগে অনেকেই ভালো ভালো কবিতা লেখে থাকেন। আমিও চেষ্টা করছি প্রতিনিয়ত কবিতা লেখার জন্য। বিকাল থেকেই ভাবছিলাম কবিতা নিয়ে। আমি সবসময় চেষ্টা করি কবিতায় সহজ ভাষা ব্যবহার করার জন্য।
আজকে কবিতায় ফুটে উঠেছে প্রেয়সীর ভালোবাসায় নিজেকে বিলীন করার তীব্র আকাঙ্খা! প্রেয়সীর ভালোবাসা পেলে নিজেকে মনে হয় অনেক সুখী! ভালোবাসার তীব্র আকাঙ্খা প্রেমিকের মনে তৈরি করে নানা রকমের স্বপ্ন। প্রেয়সীকে এতো ভালোবাসার পরেও কি ভুলতে পারে!
প্রিয় তুমি
তোমার ওই রাঙা ঠোঁটের নীল লালিমা হবো,
চুপি চুপি তোমার সাথে কথা কবো!
তোমার চোখের মিহি ভাজেঁর স্বপ্ন হবো,
মন ছুঁয়ে রেখে আদর মেখে ঘুমে জুড়াবো।
তোমার গালের কালো তিল হয়ে,
জেগে রবো সারাক্ষণ।
তোমার উষ্ণ আলিঙ্গনে আমি থাকবো
টালমাটাল সারাক্ষণ।
তোমার বুকের স্পন্দনের ভিতর দিয়ে
যাবো করে আলাপন সারাক্ষণ।
এ জীবন তো মরুভূমি ছিল,
তুমি এসে করে দিলে সবুজে ভরাভূমি প্রিয়!
আমি তো রবো ছায়া হয়ে তোমার সারা গায়ে
পারবে কি তখন ভুলতে প্রিয় আমায়?
তোমার প্রতিটা নিঃশ্বাসে নিজেকে করবো বিলীন
জেনে রেখো প্রিয়, আমি তোমাতেই করেছি বিলীন।
আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Comments