New to Nutbox?

আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৪১ || ABB Weekly Hangout Report-141

22 comments

hafizullah
82
last monthSteemit16 min read

Hangout Format 141.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৭২৮৩ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৮৫। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৮৫জন।

হ্যাংআউট-১৪১

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। তারপর উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বর্তমান পরিবেশ নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন। সকলের অবস্থান জানার চেষ্টা করেন এবং আশা প্রকাশ করেন সবাই যথাযথভাবে সংযুক্ত হবে। আজ অনেকগুলো সেগমেন্ট রয়েছে, অনেক কিছু শেয়ার করা হবে। তারপর কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৪১তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই সুস্থ্য ও ভালো আছেন। এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন তাদের মাত্র ৫জন ইউজার বাদে বাকি সবার মাঝে দারুণ প্রতিযোগিতা ছিলো। যেহেতু এখন এসবিডি প্রিন্ট আউট হচ্ছে এবং স্টিমের প্রাইস উর্ধ্বমুখী, এছাড়াও ইউজার সংখ্যাও বেশী, তাই ভালো অবস্থান ধরে রাখার জন্য সঠিক এনগেজমেন্ট কিংবা কোয়ালিটির কোন বিকল্প নেই। খুব সামান্য পয়েন্টের ব্যবধানের জন্য @sshifa @hiramoni @riyadx2 এবং @saymaakter সুপার এ্যাকটিভ তালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারে নাই।

আপনাদের উদ্দেশ্যে বলবো, @saymaakter পোষ্ট কোয়ালিটি এবং ডিসকর্ড এনগেজমেন্ট আরো একটু বৃদ্ধি করতে হবে। @hiramoni ডিসকর্ড এবং কমিউনিটির এনগেজমেন্ট আরো বাড়াতে হবে। @riyadx2 কমিউনিটির এনগেজমেন্ট অনেক কম আছে, আর আপনার ডিসকর্ড এনগেজমেন্ট যাচাই করা যায়নি। কোন সমস্যা থাকলে সেটা টিকেট কেটে সমাধান করে নিবেন। আর যারা মাঝে মাঝে পোষ্ট করে হারিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, যথাযথ এনগেজমেন্ট না থাকলে পোষ্ট নমিনেশনে যাবে না। ধন্যবাদ সবাইকে।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের সকলের এ্যাকটিভিটিস এবং পোষ্ট কোয়ালিটি ভালো ছিলো, এছাড়াও ডিসকর্ড এনগেজমেন্টও ভালো ছিলো আগের তুলনায়। তারপর কিছু ইউজারের নাম প্রকাশ করেন এবং তাদের কাংখিত পরামর্শ দেন। @biplob89 পোষ্ট কোয়ালিটি বৃদ্ধি করার পরামর্শ দেন, @ashik333 পোষ্ট কোয়ালিটি এবং এনগেজমেন্ট সব কিছু বাড়াতে পরামর্শ দেন ডিসকর্ড এনগেজমেন্টসহ। @litonali ডিসকর্ড এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে এমনিতে পোষ্ট কোয়ালিটি ভালো আছে। বাকি সকলের সব কিছু ভালো আছে।

Untitled-00000123-1.png

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata দিদি, আজ কিছু কথা আমি বলতে চাই খুব সাধারণ কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার বাংলা ব্লগে সকলেই পোস্ট করছেন এবং সকলেরই পোস্ট কোয়ালিটি এখন মোটামুটি ভালোই বলা যেতে পারে। কিন্তু কোয়ালিটি তো সবার এক রকম হয় না। কারো কম থাকে, কারো বেশি থাকে। এটাই হয় এবং এটাই হয়ে চলেছে। তেমনভাবে যখন আমরা ব্লগারস অফ দ্যা week এর নমিনেশন দিই তখন আমরা কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে নমিনেশন দিই । সেক্ষেত্রে আপনারা এসে বলবেন না যে কে ঠিক করছে আর কে ভুল করছে। এই ক্ষেত্রে কিছু বিষয়ের উপর নির্ভর করে আমরা judge করি এবং সেই judge করার দায়িত্ব সম্পূর্ণ আমাদেরই থাকে।

এছাড়া যদি আমাদের কোনো নাম্বারিং এর ক্ষেত্রে ভুল হয় যেমন যদি আপনার পয়েন্ট ১০ থাকে আমরা ৮ দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভুল ধরিয়ে দিতে পারেন। কিন্তু যেখানে নির্বাচন করা হচ্ছে এবং কিছু বিষয়ের উপর নির্ভর করে আমরা বিচার করছি, সে ক্ষেত্রে ভুল তো আপনাদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব নয়। এমনকি সুপার অ্যাকটিভ লিস্টের ক্ষেত্র কিছু জিনিস আমরা দেখেছি। আর যারা ভাবছেন ব্লগার অফ দ্যা week এ নমিনেশন যাচ্ছে কিন্তু সুপার অ্যাক্টিভ লিস্টের টায়ার ওয়ান এ থাকতে পারছেন না, সেটা আপনাদের একেবারেই ভুল ধারণা। সুপার অ্যাকটিভ লিস্ট বিচার করা হয় কিছু বিষয়ের উপর ভিত্তি করে। আর ব্লগার অফ দ্যা উইক করা হয় আলাদা কিছু বিষয়ের উপর ভিত্তি করে ।

তাছাড়া কমেন্ট মনিটরিং এর ক্ষেত্রে কিছুজন আছে যাদের নাম না বলে পারছি না। তারা হলেন razuan12, ভাই আপনার কমেন্ট দেখলে বোঝা যায় যে, আপনি কমেন্ট লিখে একবারও পড়েন না এবং প্রতিবার এবং প্রতি সপ্তাহে একই ভুল হতেই থাকে। এরপর একটু পড়ে কমেন্ট করার চেষ্টা করবেন। maksudakawsar আপু আপনি ভয়েস টাইপিং এর ফলে এত ভুল লেখেন যেটা খুব হাস্যকর হয়ে যায়। কিন্তু একবার যদি টাইপ করার আগে পড়ে নেন, তাহলে খুব ভালো হয় ।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @rayhan111 আপনি পোস্ট কোয়ালিটিতে মার্কস কম পেয়েছেন। কারণ আপনাকে অনেক বার বলা হয়েছিলো সংগ্রহসালা পোস্টগুলো না করতে। সেসব এর কোনো ভ্যালু নেই।তাই আশা করছি, নেক্সট টাইম থেকে এই পোস্ট গুলো করা থেকে বিরত থাকবেন। @maria47 আপনি যদি ড্রয়িং পোস্ট করতেই চান। তবে একটু মোটামুটি শিখে এরপর করবেন। কারণ আমরা বারবার বলি আর্ট ব্যাপারটি খুবই স্পেশাল। তাই বলে বাচ্চা সুলভ আর্ট গুলো একেবারেই করা যাবেনা। আর আপনি খুব অল্প ট্যাগ ইউজ করেন পোস্টে। আর কয়েকটি পোস্ট সংক্রান্ত এবং স্টিমিট সম্পর্কিয় ট্যাগ ইউজ করবেন।

@haideremtiaz আপনার পোস্ট ভেরিয়েন্ট বাড়ানোর চেষ্টা করবেন। কারণ,যখন আপনার চেয়ে বাকিদের পোস্ট ভেরিয়েন্ট বেশি থাকে তখন তারা মার্ক্সটা বেশি পায়। @ah-agim আপনার কবিতা পোস্টগুলোতে কবিতা সম্পর্কে কিছু লেখা অবশ্যই লিখবেন। @mahbubul.lemon, @maria47, @shyamshundor আপনাদের একটিভিটিস মোটামুটি ভালো থাকা সত্ত্বেও টায়ারে রাখতে পারিনি। কারণ স্লট নেই, তার জন্যে দুঃখিত। তবে যে কারণ আপনারা স্কোরিং এ কিছুটা পিছিয়ে গিয়েছেন সেসব হলো। @mahbubul.lemon আপনার ডিস্কোর্ড এংগেজমেন্ট কম ছিলো, @maria47 আপনার পোস্ট কোয়ালিটি এবং ডিস্কোর্ড এংগেজমেন্ট কম ছিলো, @shyamshundor আপনার পোস্টের সংখ্যা ঠিক ছিলো। তবে তা অন্যদের তুলনায় কম।আর ডিস্কোর্ড এনগেজমেন্ট ও কম ছিলো।

Untitled-00000123-12.png

আর এবার একটা ব্যাপার দেখে বেশ অবাক হয়েছি। সেটা হলো এবার যাদের কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত মার্কস অনেক ভালো ছিলো। উনাদের বেশিরভাগ এর মার্কস কমে গিয়েছে ডিস্কোর্ড এংগেজমেন্ট বা পোস্ট সংখ্যাতে। তাই বেস্ট ব্লগারেও নাম সেভাবেই দেওয়া হয়েছে। আমরা বার বার বলি, ডিস্কোর্ড এংগেজমেন্টটটা অনেক জরুরি। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা হলে নির্দ্ধিধায় আমার সাথে ডিএম এ যোগাযোগ করবেন।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, শুরুতেই সুপার এ্যাকটিভ তালিকায় থাকা ইউজারদের নিয়ে কথা বলেন। সুপার এ্যাকটিভ তালিকায় যারা আছেন তারা সবাই হয়তো সপ্তাহে ২টা সাপোর্ট পাবেন না, তবে যারা ভালো করছেন পোষ্ট কোয়ালিটি ভালো, তারা ঠিকই দুটো সপোর্ট পাবেন। আর যাতের পোষ্ট কোয়ালিটি ভালো না, ঘাটতি আছে তারা হয়তো সেটা পাবেন না। যেহেতু এখন ইউজার অনেক বেশী। তারপর যারা ফ্রি সা্ইডগুলো হতে ফ্রি ইমেজ ব্যবহার করেন। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, কোথা হতে কোন ইমেজ ডাউনলোড করা হচ্ছে সেটা চেক করতে বলেন, ডাউন করার পূর্বে অবশ্যই সেটা ভালোভাবে দেখে নিবেন। কারন অনেক ইমেজে স্পন্সর থাকে। পাওয়ার আপ রেজাল্ট দেয়া হয়েছে, বেশ ভালো এমাউন্ট পাওয়ার আপ হয়েছে এবারও। কারো কোন সমস্যা থাকলে তাকে জানাতে অনুরোধ করেন। এই সপ্তাহে অনেক বেশী ডাস্ট পোষ্ট হয়েছে, তবে আমাদের কোন ভেরিফাইড মেম্বার ছিলো না এখানে।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, এবিবি কিউরেশন বটে সমস্যা হচ্ছে বিশেষ করে ডিসকর্ড বটে, তবে ভোটিং বট ঠিক আছে। আর হিরোইমজ বট অফ আছে সেটা অন করার চেষ্টা করা হচ্ছে। যাদের ভোট মিস হচ্ছে সেটা পরবর্তীতে দিয়ে দেয়া হবে, সবাইকে একটু ধৈর্য ধরার আহবান জানান। সুপার এ্যাকটিভ লিস্ট নিয়ে কথা বলেন, ইউজার অনেক বেশী হয়ে গেছে, তাই আগের মতো নিশ্চয়তা দেয়া সম্ভব হচ্ছে না সাপোর্টের ক্ষেত্রে। তবে সবাই একটা করে পাবেন এটা সিউর, আর যেটা বাকি থাকবে সেটা ভালোদের মাঝে দেয়া হবে। স্টিমিট এর যে সেকল আপডেট আসছে সেগুলোর উপর চোখ রাখতে বলেন, অনেক ভালো কিছু অপেক্ষা করছে।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, অনেকেই টুইটার এ ঠিকই পোষ্ট শেয়ার করছেন কিন্তু সেটা নিজের পোষ্টের কমেন্ট সেকশনে দিতে ভুলে যান, যার কারনে তার পোষ্টটি কাউন্ট হচ্ছে না। তাই তাদের উদ্দেশ্যে বলেন এবং একটু গাইড করার চেষ্টা করেন, ঠিকঠাক মতো কাজ করলে আমাদের বট সেটা কাউন্ট করবে। এরপর সবাইকে জিজ্ঞেস করেন সবাই সেটা বুঝতে পেরেছেন কিনা? যদিও সকলের এ্যাকটিভিটিস দেখে সেটা বুঝা যাবে। যারা ফেসবুকে একটিভ আছেন তাদের ধন্যবাদ জানান। টুইটারে কিছু মানুষ ফেসবুকের মতো এ্যাকটিভিটিস করছেন, ইমপ্রেশন কিংবা লাইক রিটুইট বাড়ানোর জন্য, তাদের সতর্ক করেন এবং বলেন আমরা কিন্তু সেগুলো চেক করলেই বুঝতে পারি, তাই সেই রকম কিছু করা হতে বিরত থাকার অনুরোধ করেন। যারা সঠিক নিয়মে কাজ করছেন তাদের আমরা প্রাধান্য দেয়ার চেষ্টা করবো। তারপর ইউটনেস প্রক্সি ভোট নিয়ে কথা বলেন, কারা কারা দাদাকে প্রক্সি সেট করেছেন সেটা জানতে চান।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে বলেন @alsarzilsiam ভাই, প্রথমেই প্রতিযোগিতা নিয়ে কিছু কথা বলতে চাই। এবারের প্রতিযোগিতায় অনেক ভালো ভালো কিছু রেসিপি আমরা দেখতে পেরেছি এবং অনেক চমৎকার চমৎকার উপস্থাপনা দেখতে পেয়েছি। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারের প্রতিযোগিতায় কোয়ান্টিটি একটু কম থাকলেও প্রতিযোগীদের মধ্যে কোয়ালিটি অনেক ভালো ছিল। তবে কিছু কথা সবার উদ্দেশ্যে বলতে চাই। প্রতিযোগিতায় যে সময় থাকে চেষ্টা করবেন তার কিছু আগেই পোস্টটা করে দেওয়ার জন্য। তা না হলে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত নিতে অনেকটাই দেরি হয়ে যায়। এই বিষয়টি আপনারা অবশ্যই সতর্ক থাকবেন।

Untitled-00000123-123.png

এই সপ্তাহে লেভেল তিনের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং মোটামুটি সবাই অনেক ভালো করেছেন। তাদেরকে পরবর্তী লেভেলের জন্য শুভেচ্ছা জানাই এবং আপনারা প্রতিনিয়ত পোস্ট করুন এবং এনগেজমেন্ট বজায় রাখুন এটাই কামনা করছি। এছাড়াও কোন বিষয় জানার থাকে তাহলে অবশ্যই লেবেল তিনে আমাকে মেনশন করবেন। কমেন্ট মনিটংরি নিয়ে কিছু কথা বলতে চাই। এবারের কমেন্ট রিপোর্ট মোটামুটি অনেক ভালো ছিলো। আগে সপ্তাহের তুলনায় এবার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই বেড়েছে। তবে আবারো কেন যেন কমেন্ট করার প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। আসলে আপনারা কোয়ান্টিটির দিকে লক্ষ্য না দিয়ে আপনার কমেন্টগুলো কোয়ালিটিফুল করার চেষ্টা করুন, ধন্যবাদ সবাইকে।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, এই মুহূর্তে লেভেল ফোরে তিনজন মেম্বার রয়েছেন। তাদের ভেতর দুজনের এক্টিভিটিস মোটামুটি সন্তোষজনক। আর একজন 12 দিন পর একটা পোস্ট করেছেন। দেখেন এখন sbd পে আউট চালু রয়েছে। যার ফলে আপনারা পোস্ট করলে ভালো একটি রিওয়ার্ড পাবেন। তারপরও যদি আপনার পোস্ট না করেন তাহলে আমাদের খুব একটা কিছু করার নেই। আর আপনারা যারা লেভেল ফোর পাশ করে গিয়েছেন সবগুলো ক্লাস থেকে সবকিছু শিখেছেন। আপনাদের পোস্ট দেখে যেন বিষয়টা বোঝা যায় যে আপনারা সবকিছু ভালোমতো বুঝেছেন।

আশা করবো আপনাদের পোস্ট কোয়ালিটি আরো ভালো হবে। আর হ্যাং আউট শুরু হওয়ার আগে আমি একটা এনাউন্সমেন্ট দিয়েছি। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১০ টা ১০ এবং ইন্ডিয়ান সময় ৯.৪০ এ লেভেল ফোর এর ক্লাস হবে। লেভেল থ্রি পাস করা সকলে অনুগ্রহপূর্বক সময় মতো ক্লাসে উপস্থিত থাকবেন। আর কমেন্ট মনিটরিং নিয়ে তেমন কিছু বলার নেই। কমেন্ট এংগেজমেন্ট সবারই বেড়েছে। দুই একজন কিছুটা কম কমেন্ট করেছেন। বাদবাকি সবকিছু মোটামুটি ঠিক আছে। ধন্যবাদ সকলকে।

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার! শুরুতেই টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট নিয়ে বলবো। চলতি সপ্তাহে এক্টিভিটিস ভালো না থাকায় কাউকেই এক্টিভ লিস্টে পাঠানো হয়নি। আসলে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট থেকে এক্টিভ লিস্টে আসার জন্য আপনাদের এক্টিভিটি আরো বাড়াতে হবে। লেভেল ২ নিয়ে কিছু কথা বলবো। যে সদস্য লেভেল 2 এ আবার ফিরে এসেছেন তাকে আবার ভাইবা দিতে হবে। ভাইবার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। লেভেল ১ এর ক্লাস যারা করেছেন তাদের সকলকে জানাবো, তারা যেন লেভেল ১ এর চ্যানেলের দিকে নজর রাখেন। আপনাদের লিখিত পরীক্ষা দেওয়ার দিন ঘোষণা করে দেওয়া হবে। "আমার বাংলা ব্লগ" এর ৫৪ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী কম হলে পোস্টের কোয়ালিটি অত্যন্ত ভালো ছিলো। বিজয়ী বাছাই করতে আমাদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। ধন্যবাদ যে সব সদস্যরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন দু’একজন ইউজার ছাড়া সকলেরই এক্টিভিটিস মোটামুটি ভালই ছিল।কমেন্টস এর ব্যাপারে তেমন কিছুই আর বলার নেই। প্রতিযোগিতার বিষয়ে একটুখানি বলছি। খুবই চমৎকার চমৎকার পিঠাগুলো দেখতে পেরেছি যা বিচার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে।যাহহোক প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন এবং যারা যারা অংশগ্রহন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা বিজয়ী হতে পারেননি মন খারাপের কোন কারণ নেই। পরবর্তীতে আরও অনেক অনেক সুযোগ আসবে। এটিই ছিল বলার, ধন্যবাদ সকলকে।

Untitled-00000123-1234.png

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং ব্যাইনান্স নিয়ে বেশ কিছু কথা বলেন, বিষয়টি নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। দাদা এ সংক্রান্ত একটা পোষ্ট করেছেন সেটা নিয়ে আলোচনা করেন এবং পিটুপি নিয়ে সবাইকে সতর্ক করেন। সদস্য হয়ে সদস্যদের সাথে এমন কিছু করা যাবে না। যদি এমন কিছু ধরা পড়ে তাহলে তাকে সরাসরি ব্যান করে দেয়া হবে, কমিউনিটিতে এটা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এরপর একটা টিউটোরিয়াল লিংক শেয়ার করা হয়, সবাইকে যথাযথভাবে সেটা ফলো করতে অনুরোধ করেন।

তারপর ভাই যথারীতি প্রমোশনাল কথা বলেন, শুরুতেই এবিবি ফান নিয়ে কথা বলেন, এবিবি ফ্যানে প্রশ্ন দেয়ার অনুরোধ করেন, তারপর রবিবারের স্টেজশো নিয়ে বলেন, এখানে আপনাদের নিয়ে আসা হচ্ছে, আপনাদের সম্মানীত করা হচ্ছে। আপনাদের জন্য এই উদ্যোগ। তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতিবার বুধবার রিমাইন্ড দেয়ার চেষ্টা করেন। তাই নিজ নিজ জায়গা হতে অংশগ্রহন করতে বলেন, চাইলে লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারী দিতে পারেন। চ্যারিটি হতে কিছু নিতে চাইলে এই বিষয়ে বিস্তারিত পোষ্ট করা আছে সেগুলো দেখতে বলেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুভ ভাই দাদার সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন। তারপর দাদা শুরুতেই এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @ronggin, @mohinahmed এবং @narocky71 । এছাড়াও ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @nevlu123। এক্স (টুইটার) অব দ্যা ইউক হলেন @mohinahmed। শুভ ভাই সবাইকে অভিনন্দন জানান।

এরপর দাদা @nevlu123 উদ্দেশ্যে বলেন, আপনি টিকেট কেটেছেন, যেহেতু আপনাকে ফাউন্ডার’স চয়েস করা হয়েছে সেহেতু বেষ্ট ব্লগার অব দ্যা উইক লিস্টে রাখা হয় নাই। যখন আমরা কোন কিছু করি, সে জিনিষটা কেন করি তার পেছনে একটা কারণ থাকে, আপনার উচিত ছিলো আগে অপেক্ষা করা। হ্যাংআউট শেষ হলে, নাম ঘোষণা শেষ হলে, তারপর আপনার নাম কোথায় না পেলে আপনি অভিযোগ করতে পারেন। আগেই আগ বাড়িয়ে অভিযোগ করাটা ঠিক হয় নাই। ধৈর্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন নমিনেশন তালিকায় নাম রাখা হয় নাই তাহলে নিশ্চয় কোন একটা কারন থাকতে পারে। আপনি বলেছেন আপনার পারফরম্যান্স ভালো ছিলো, ভালো থাকলে নিশ্চয় ভালো কিছু থাকবে। এই বিষযটি বুঝা খুব কষ্টকর কিছু না। যাইহোক, নমিনেশন তালিকায় রাখা হয় নাই কারন আপনাকে আগ হতেই ফাউন্ডার’স চয়েস নির্বাচিত করা হয়েছিলো।

Untitled-0000012.png

তারপর ভোটিং ক্যালকুলেশন নিয়ে কিছু কথা বলেন দাদা, এসবিডি যখন অন হয় তখন এসবিডির ভ্যালুও কিছুটা বাড়ে। এক হতে পাঁচ ডলার এর ভিতর থাকে। এখন কথা হলো, তখন আপনারা ১০% ভোটিং ভ্যালুতে যে ভ্যালুটা পেতেন এখন সেটা ৪% ভোটিং ভ্যালুতে একই রকম ভ্যালু। কি করে? এখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে এসবিডির দাম, এসবিডির দামতো আর এক ডলার না। এসবিডি যখন এক ডলার সমান এক ডলার তখন কোন ইফেক্ট পড়ে না কিন্তু এখন এটা ইফেক্ট পড়ে। আপনি যদি ১০ ডলার পান তাহলে ২.৫ ডলার পান এসিবিডিতে, এই ২.৫ ডলারকে যদি ৪.৫ ডলার দিয়ে গুন করেন তাহলে হলো ১২ ডলার। তাহলে ঐ ২.৫ সমানে ১২ ডলার পেয়ে গেলেন আর ২.৫ ডলার পাবেন আপনি স্টিম হিসেবে।

তারমানে সব মিলিয়ে আপনি পেলেন প্রায় ১৫ ডলার। তাহলে আপনি আগে ১০ ডলার এর একটা ভোট পেতেন তখন আপনি পেতেন ৫ ডলার। আর এখন পাচ্ছেন ১৫ ডলার। এই হিসেবটা বুঝতে হবে। অনেকেই আবার ভোটিং % কিছুটা কম দেখে হয়তো ভাবতে পারেন ভোট কমে গেলো কিনা, কমে যায়নি। আমি আনুপাতিক হারে আরো বেশী দিচ্ছি। আগে যা পেতেন সেটা রাখতে গেলে ১/৩ কেটে রাখা উচিত ছিলো। তা আমি করিনি, আমি ওখানে মাত্র ১০ হতে ১৫% অফ করে দিয়েছি। যাতে আরো নতুন কিছু ইউজার ভোট পায়। ইউজারতো এখন বেড়ে গিয়েছে, আমার বাংলা ব্লগে এখন ৩০জন নতুন ইউজার ঢুকেছে। পুরাতনও আছে, যারা এখন এ্যাকটিভ হয়ে গেছে আগের থেকে। এছাড়াও আমার অনেকগুলো কমিউনিটি আছে।

যেমন স্টিম এলায়েন্স, ট্রনফ্যানক্লাব, বিউটিঅবক্রিয়েটিভিটি কমিউনিটি আছে যেখানে ভোট দেই, আমি কিউরেশন করি। সেখানে ডাবল-ত্রিপল হয়ে গিয়েছিলো। স্টিম এলায়েন্সে মাঝ খানে এতো বেশী পরিমানে পোষ্ট করা হচ্ছিল যে, আমার কোন মতে ভোট দেয়া অসম্ভব হয়ে গিয়েছিলো। সব সময় থাকতো যেখানে ৪৬জন মতো আর সেটা হয়ে গিয়েছিলো ১০৬জন। তার মানে কি পরিমানে বেড়েছিলো, ৬০জনের মতো বেড়ে গিয়েছিলো। এ সব কারণে ভোটিং বিপির উপর বেশ চাপ পড়ছে এখন। এই জন্য কিছুটা সামঞ্জস্য রাখার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর দাদা পরবর্তী মাসের উন্মুক্ত মিটিং নিয়ে কথা বলেন এবং মিটিং এর বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে সকলের মতামত জানতে চাওয়া হয়েছে, কিভাবে কি করা যায়। এ প্রসঙ্গে দাদা কিছু কমিউনিটির নাম বলেন, যেখানে বাংলায় পোষ্ট করা হয়, এরা দুই ডলার কিংবা কিছু পোষ্ট শূণ্য শূণ্য রিওয়ার্ডস হলেও তারা বেশ ভালো ও কোয়ালিটি সম্পন্ন পোষ্ট করে যাচ্ছে, সেই তুলনায় আমার বাংলা ব্লগের কোয়ালিটি হ্রাস পেয়েছে।

যদিও আমাদের এনগেজমেন্ট অনেক হাই, আমাদের ধারে কাছেও কেউ নেই। সেই সকল কমিউনিটিতে এনগেজমন্ট অনেক লো, একদমই নেই বললে চলে। কিন্তু আমার বাংলা ব্লগের বানান ভুলটি এখন আর মেনে নেয়া যায় না। অনেকের কমেন্ট পড়ে আমার কান্না পায়, অনেকে কি কমেন্ট করেন সেটার কিছুই আমি বুঝতে পারি না, কেন করলেন? কি করলেন? এই পোষ্টের সাথে কোন মিল আছে কিনা? কিছুই বুঝতে পারি না আমি। আবার অনেকেই আমার পোষ্টের সারাংশ লিখে দেন। এই বিষয়ে দাদার খারাপ লাগার বিষয়টি তুলে ধরেন এবং সবাইকে কাংখিত পরামর্শ দেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং আশা প্রকাশ করেন সবাই দাদার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তা রপর চলমান প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করেন, বিজয়ীদের নাম প্রকাশ করেন এবং তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ করে দেন। এরপর নতুন প্রতিযযোগিতা নিয়ে কথা বলেন, শেয়ার করো তোমার সেরা স্বাদের ইফতারি রেসিপি এবং আশা প্রকাশ করেন সবাই যথা নিয়মে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

এরপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রূপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার পক্ষ হতে ৪টি কুইজ শেয়ার করা হয় এবং সাথে রিওয়ার্ডস দেয়া হয়, যদিও চারটি কুইজের মাঝে দুই বিজয়ী হতে পেরেছিলেন। দাদার কুইজগুলো সবাই বেশ উপভোগ করেন। তারপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

এরপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। এই আসরে একে একে @santa14 ইসলামী গজল পরিবেশন করেন, @bristychaki গান, @gopiray গান, @mahbubul.lemon গান এবং সবশেষে @selinasathi1 কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Posted using SteemPro Mobile

Comments

Sort byBest