New to Nutbox?

আবেগের কবিতা || স্বপ্নচারিণী সে || Original Poetry by @hafizullah

7 comments

hafizullah
82
23 hours agoSteemit3 min read

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বাড়ির সবাইও ভালো আছে। তাই হৃদয়ের চঞ্চলতা কিছুটা ফিরতে শুরু করেছে, যদি বাস্তব জীবনের ব্যস্ততা এখনো আগের মতোই আছে। আগামী কয়েক মাস হয়তো এই ব্যস্ততা থাকবে এবং সেটাকে মেনে নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। তবে একটা বিষয়ে কিছুটা হলেও হৃদয়ে চঞ্চলতা আছে আর সেটা হলো শীতের শীতলতা, দারুণ সময় এবং হৃদয়কে আরো বেশী চঞ্চল রাখার চমৎকার সুযোগ পাবো। যদিও গতকাল বেশ উষ্ণ পরিবেশ ছিলো।

যেহেতু শীতকাল আমার প্রিয় সিজন, সেহেতু ভালো সময় কাটানোর সুযোগটাও একটু বেশী থাকবে। প্রিয় বিষয় কিংবা জিনিষগুলো সর্বদা আমাদের হৃদয়কে দারুনভাবে আন্দোলিত করে এবং চঞ্চলতা ধরে রাখার সুযোগ তৈরী করে দেয়। আশা করছি সেটাই হবে এবার। আজকে অবশ্য একটা কবিতা শেয়ার করবো, যদিও কবিতার শুরুর লাইনগুলো অনেক আগে লিখেছিলাম কিন্তু পূর্ণতা দিতে পারি নাই। তাই একটু সুযোগ পেয়ে বাকি লাইনগুলো লিখলাম এবং কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করলাম। আশা করছি যথারীতি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-

light-bulb-5831252_1280.jpg

মায়াবী সে, মায়াবী তার দু’চোখ
কল্পনা সে, কল্পনার মোহ তার মুখ।
নির্ঘুম রাতে আলো ছড়ায় তার চোখ
কল্পনায় চঞ্চলতা জাগায় তার মুখ।

বিল্পবী সে, বিদ্রোহ জাগায় হৃদয়ে
স্পন্দন সে, কম্পন ছড়ায় আবেগে।
নির্জীব হৃদয়ে বিদ্রোহ ছড়ায় তার মায়া
নিশ্চল হৃদয়ে স্পন্দন বাড়ায় তার ছায়া ।

স্বপ্নচারিনী সে, স্বপ্নে ভাসে তার রূপ
কামিনী সে, স্পর্ধা বাড়ায় তার ঠোঁট।
হৃদয়ের আকাশে আলোকিত তার কায়া
দুর্দম বাসনায় অস্থির করে তার ভাবনা।

উৎকন্ঠা সে, ভাবনাগুলো জাগ্রত রাখে
সাধনা সে, আরাধনায় জড়িয়ে থাকে।
ব্যাকুলতার আলোড়নে জাগ্রত সারাক্ষণ
ভালোবাসার আরাধনায় নির্মল জাগরণ।

শীতলতা সে, মুগ্ধতায় জড়ানো তার বাক্য
উষ্ণতা সে, স্পন্দন ছাড়ানো তার কণ্ঠ।
মুগ্ধতায় আন্দোলিত করে তার সাবলীল বচন
কল্পনায় উষ্ণতা ছড়ায় তার বিনম্র আচরণ।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Comments

Sort byBest