আবেগের কবিতা || মিথ্যা মায়াজালে বন্দী আমি || Original Poetry by @hafizullah
7 comments
হ্যালো বন্ধুরা,
মিথ্যা মায়াজালে বন্দী আমি
বন্দী ভালোবাসার অভিনয়ে,
সময়ের সাথে জীবনের মায়ায়
বন্দী আমি স্বার্থের কায়ায়।
আমি তুমি সবাই খুঁজি
একটু প্রশান্তির ছায়া,
ভালোবাসার আড়ালে বন্দিত্ব
তবুও হাসি মুখে পথচলা।
অভিনয়ের জগতে যাত্রী সবাই
বিশ্রাম নেয়ার সুযোগ নেই,
বিভক্ততার সাথে ক্লান্তিহীন পথচলা
এক ছাদের নিচে থেকেও আলাদা।
আমি তুমি সবই বুঝি
নিশ্চুপ হৃদয়ের অস্থিরতায়,
সম্পর্কের মায়ার আড়ালে নির্বাক
তবুও গতিশীল মিথ্যা ছায়ায়।
ভালোবাসা আকাশ ছোঁয়া কল্পনা
আকাংখাগুলো মুক্ত পায়রা,
মেঘের সাথে আলোর লুকোচুরি
স্বার্থের সাথে সম্পর্কের দ্বিধা।
আমি তুমি সবটায় অভ্যস্ত
নির্জীব হৃদয়ের কোমল মমতায়,
পরিশ্রান্ত নির্মম আঘাতে আঘাতে
তবুও নীরব সমঝোতা কামনায়।
Image taken from Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Comments