New to Nutbox?

চোখ ধাঁধানো কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি

10 comments

green015
75
4 days agoSteemit3 min read

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।কয়েক দিন ধরে খুবই ব্যস্ত সময় পার করছি।যাইহোক আজ কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।সেটি হলো-"চোখ ধাঁধানো কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

চোখ ধাঁধানো কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি:

ফটোগ্রাফি করাটা একটি আর্ট।প্রত্যেকটি ফটোগ্রাফির আলাদা বৈশিষ্ট্য রয়েছে।এই ফটোগ্রাফিগুলিও তেমনি প্রত্যেকটি আলাদা।আমি নবমী পূজা দেখতে গিয়ে একটা প্যান্ডেল থেকে সংগ্রহ করেছিলাম।প্রত্যেকটি ছবির পিছনে আলাদা বৈশিষ্ট্য ও বড় কাহিনী লুকিয়ে রয়েছে।আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সামান্য করে তুলে ধরলাম আরকি!আর প্রত্যেক ছবিতেই একটিই চরিত্র প্রাধান্য পেয়েছে তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা।এই ফটোগ্রাফিগুলি বর্ধমান স্টেশনের পাশে বাজে প্রতাপপুরের দুর্গাপূজা প্যান্ডেল থেকে তোলা হয়েছে।এখানে পূজার থিম ছিল দ্বারকা নগরী।যেখানে শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হয়েছে পেইন্টিং এর মাধ্যমে।আর প্যান্ডেলটি ছিল অসাধারণ ও চোখ ধাঁধানো।তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: 1

IMG-20241110-WA0005.jpg

এই ছবিতে শ্রীকৃষ্ণ যেঅর্জুনের রথের সারথি ছিলেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।এখানে কৃষ্ণ পাণ্ডবদের পক্ষ হয়ে যোগদান করেন এবং অর্জুনের রথের সারথি হয়ে যুদ্ধ পরিচালনা করেন।

আলোকচিত্র: 2

IMG-20241110-WA0009.jpg

এই ছবিতে শ্রীকৃষ্ণ এর কালীয় নাগ দমন করার দৃশ্য ফুটে উঠেছে।আসলে কালীয় নাগ যে হৃদে থাকতেন সেটা পুরোপুরি বিষাক্ত হয়ে গিয়েছিল, ফলে সেই যমুনা হ্রদের জল মানুষ কিংবা পশু-পাখি পান করার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে পড়ছে।এমনটা চোখের সামনে দেখে শ্রীকৃষ্ণ আর ঠিক থাকতে না পেরে কালীয় নাগের মাথার উপর উঠে নৃত্য করতে থাকেন এবং তাকে দমন করেন।

আলোকচিত্র: 3

IMG_20241118_033428.jpg

এখানে যশোদার নিজ হাতে শ্রীকৃষ্ণকে খাওয়ানোর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।যেখানে বিভিন্ন ফলমূল ও ননী ছিল।তিনি ছিলেন শ্রীকৃষ্ণর পালক মাতা।তবে তিনি তার নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতেন শ্রীকৃষ্ণকে,মাঝে মাঝেই মাখন চুরির অপরাধে শাস্তিও দিতেন।

আলোকচিত্র: 4

IMG-20241110-WA0008.jpg

এটি হচ্ছে শ্রীকৃষ্ণের একটি অবতার রূপ।যেটা আমি ঠিক বলতে পারছি না তবে শ্রীকৃষ্ণ নানা সময় নানারূপ ধারণ করতেন।এখানেও তিনি একটি শূকরের পিঠে চেপে বসে একটি হাত দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন এবং অপর হাতে একটি পদ্মফুল ধরে রেখেছেন।

আলোকচিত্র: 5

IMG-20241110-WA0004.jpg

এই ছবিতে ভাতৃপ্রেমের দৃশ্য ফুটে উঠেছে।যেখানে শ্রীকৃষ্ণ ও বলরামের এক সুন্দর দৃশ্যের অবতারণা করে।শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠভ্রাতা ছিলেন বলরাম।

আলোকচিত্র: 6

IMG-20241110-WA0006.jpg

সবশেষে এই ছবিতে কংস বধের দৃশ্য ফুটে উঠেছে।যেখানে দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ কংস বধের জন্য জন্ম নিয়েছিলো।সবশেষে তিনি তাকে হত্যা করে 'রাজা উগ্রসেন'কে ভারতের শাসক হিসেবে পুনর্বহাল করেন।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Comments

Sort byBest